একেবারে তাক লাগানো ছিল তাঁর লুক। এইবার কন্ঠস্বরেও এল নতুন চমক। ভালোভাবে খুঁটিয়ে না দেখলে যেন চেনা দায়।
নায়িকা নয়, যেন কথা বলছেন কোনও এক প্রাচীন বৃদ্ধা। চোখে মোটা ফ্রেমের চশমা, মাথাভরা পাকা চুল ও হাতে রয়েছে রান্নার জাদু। এইভাবেই ইন্দুবালা হয়ে উঠেছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। রবিবার মুক্তি পেল ‘ইন্দুবালা ভাতের হোটেল’-এর টিজার।
দেবালয় ভট্টাচার্য্যর পরিচালনায় ওয়েব সিরিজের কাজ করছেন শুভশ্রী। কল্লোল লাহিড়ির কাহিনী নিয়ে ‘হইচই’-এর নতুন ওয়েব সিরিজ ইন্দুবালা ভাতের হোটেল। তাঁর ভাঙা ধরা গলা, বয়সের ভারে কুঁচকে যাওয়া চামড়া ফুটিয়ে তোলে এক বৃদ্ধার গল্প, ইন্দুবালার গল্প।

সিনেমার পর্দায় ক্যামব্যাকের করেই একের পর এক চমক দিচ্ছেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। ‘পরিণীতা’, ‘হাবজি গাবজি’, ‘ধর্মযুদ্ধ’ সব ছবিতেই নতুন নতুন অবতারে পর্দায় এসে অনুরাগীদের চমকে দিয়েছেন।
মার্চ মাসে হইচই-এর ওয়েব প্লাটফর্মে মুক্তি পাবে এই সিরিজ। এখনও ওয়েব সিরিজের মুক্তির তারিখের কোনও দিন ঘোষণা করা হয়নি।
ছবি সৌজন্যে- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।