Homeবিনোদনফের আসছে ‘বস ৩’, জিতের বিপরীতে কী থাকবে নতুন মুখ?

ফের আসছে ‘বস ৩’, জিতের বিপরীতে কী থাকবে নতুন মুখ?

প্রকাশিত

ফের নতুন চমক। চেঙ্গিজ সিনেমার সাফল্যের পর আবার আসছে নতুন ছবি। জিৎ অভিনীত অন্যতম সুপারহিট সিনেমা ‘বস’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি আসতে চলেছে।

জানা গেছে, ‘বস ৩’ সিনেমার জন্য গোপনে প্রস্তুতি নিচ্ছেন জিৎ। ‘বস ৩’ ছবির পরিচালনার দায়িত্বে থাকছেন বাবা যাদব। এই ছবিতে জিতের সঙ্গে দেখা যেতে পারে নতুন মুখকে। আপাতত, ‘বস ৩’ ছবির চিত্রনাট্য নিয়েই নাকি নানা বৈঠকে বসছেন জিৎ ও তার টিম।

‘বস’ সিনেমার প্রথম অধ্যায় মুক্তি পেয়েছিল ২০১৩ সালে। এতে জিতের বিপরীতে ছিলেন শুভশ্রী। মুক্তির পর তুমুল আলোড়ন তুলেছিল ছবিটি। এরপর ২০১৭ সালে মুক্তি পায় ‘বস ২’। সেই ছবিতেও জুটি বেঁধেছিলেন জিৎ ও শুভশ্রী। তবে এই ছবিতে দেখা গিয়েছিল ইন্দ্রনীল সেনগুপ্ত, নুসরাত ফারিয়াকে।

এই সিনেমাটি বানানোর আগে অন্য একটি প্রোজেক্ট সারবেন বাবা যাদব। যশ দাশগুপ্ত এবং নুসরাত জাহানকে নিয়ে একটি নতুন সিনেমা বানাতে চলেছেন তিনি। আর সেই ছবিটিও একটি বাণিজ্যিক ঘরানার হবে।

চেঙ্গিজ মুক্তির আগেই বাংলাদেশের পরিচালক সঞ্জয় সমাদ্দারের সঙ্গে ‘মানুষ’ ছবির ঘোষণা করেছেন জিৎ।

পাশাপাশি সৌভিক কুন্ডুর পরিচালনায় ‘বুমেরাং’ নামক একটি ছবিরও ঘোষণা করেছেন তিনি। একটি অ্যাকশন ছবি অন্য আরেকটি কমেডি ছবি বলেই জানা যায়। তবে শোনা যাচ্ছে, তাঁর আগেই বস ৩-এর শুট করবেন জিৎ, এমনটাই খবর। যদিও জিতের টিম এই ব্যাপারে মুখে কুলুপ এঁটেছে।

জিৎ অভিনীত ‘চেঙ্গিজ’ মুক্তির প্রথমদিন বক্স অফিসে খুব একটা ভালো ফলাফল না করলেও, ইদের দিন খুবই ভালো ব্যবসা করেছিল এই ছবি। যদিও দ্বিতীয় দিনের তুলনায় তৃতীয় দিন বক্স অফিসে কিছুটা পিছিয়ে পরেছিল জিতের এই ছবি। সেই কারণে সোশ্যাল মিডিয়ায় ‘চেঙ্গিজ’ কে ফ্লপের তকমা দিয়ে ট্রোল করতেও ছাড়েনি নেটজনতার একাংশ।

সত্তরের দশকের প্রেক্ষাপটে তৈরি হয়েছে ‘চেঙ্গিজ’। সেন্ট্রাল কলকাতা, ডক, ইস্ট কলকাতায় তখন ডনেদের রাজ। কিন্তু তারা কেউ ইতিহাস গড়তে পারেনি বা ইতিহাসের মোড় ঘোরাতে পারেনি, যে ইতিহাস বদলেছে সে হল জয়দেব সিং ওরফে চেঙ্গিজ। কেন জয়দেব থেকে চেঙ্গিজ হয়ে উঠল সে, যার বাবা ও মামা পুলিস সে কী করে হয়ে উঠল ড্রাগের ব্যবসায়ী সেই গল্পই লিখেছেন বলিউডের অ্যাকশন থ্রিলার স্পেশালিস্ট গল্পকার-পরিচালক নীরজ পান্ডে এবং রাজেশ গঙ্গোপাধ্যায়। বাংলা থেকে উত্তরপ্রদেশ এমনকী বাংলাদেশেও তার রাজ।

এই ছবিতে জিতের বিপরীতে অভিনয় করেছেন টলিপাড়ার নতুন মুখ সুস্মিতা চট্টোপাধ্যায়। জিতের নতুন ছবির প্রশংসা করে, দিন কয়েক আগেই পরিচালক সৃজিত মুখোপাধ্যায় বলেন, ‘বাংলায় মশালা এন্টারটেনার ছবি ফিরিয়ে আনার প্রথম এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ হয়ে উঠতে পারে চেঙ্গিজ।‘

ছবি- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

আরও পড়ুন: ফের বিয়ের সানাই টলিউডে, কী জানালেন অনামিকা ও উদয় বিয়ের ব্যাপারে?

সাম্প্রতিকতম

রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও একটি বড়ো নাম, কার ভাগ্যে শিকে ছিঁড়বে

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ভোট গণনার পরেও অব্যাহত রয়েছে। এই তিনটি...

বৃহস্পতিতেও বাংলায় বৃষ্টি, বর্ষণ থামলেই দ্রুত নামবে পারদ

কলকাতা: আকাশ মেঘলা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি...

তেলঙ্গনায় বৃহস্পতিবার এবং মিজোরামে শপথগ্রহণ শুক্রে, বিজেপির জেতা ৩ রাজ্যে বিলম্বের কারণ কী

রবিবার ফলাফল ঘোষিত হয়েছে রাজস্থান,মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং ছত্তীসগঢ় বিধানসভা ভোটের। সোমবার জানা গিয়েছে মিজোরামের...

উত্তরকাশীর সেই টানেলের দায়িত্ব পাবে এক বিশেষ সংস্থা, নীরবতা দুর্ঘটনায়

কয়েক দিন সারা দেশে আলোড়ন ফেলেছিল উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসের ঘটনা। ভেঙে পড়া সুড়ঙ্গের...

আরও পড়ুন

শুরু হল কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব, বাংলার ফিল্ম ইন্ডাস্ট্রির সঙ্গে যুক্ত হতে সলমনদের কাছে আর্জি মুখ্যমন্ত্রীর  

কলকাতা: পশ্চিমবঙ্গে চলচ্চিত্র শিল্পের সঙ্গে যুক্ত হতে সলমন খান, অনিল কাপুরের কাছে আবেদন জানালেন...

‘সিআইডি’-এর ‘ফ্রেডরিক্‌স’ দীনেশ ফড়নিস মুম্বইয়ের হাসপাতালে প্রয়াত

মুম্বই: প্রয়াত হলেন হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা দীনেশ ফড়নিস। সিরিয়ালপ্রেমী দর্শকরা তাঁকে ‘সিআইডি’ সিরিয়ালের...

কলকাতা চলচ্চিত্র উৎসবের কাউন্টডাউন শুরু

কলকাতা: কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের জন্য মুখিয়ে থাকেন দেশ-বিদেশের অনেকেই। ৫ ডিসেম্বর শুরু হচ্ছে...