Homeবিনোদনকিয়ারা ও সিদ্ধার্থের জীবনে এল নতুন অতিথি, ‘সত্যপ্রেম কী কথা’ ছবির ...

কিয়ারা ও সিদ্ধার্থের জীবনে এল নতুন অতিথি, ‘সত্যপ্রেম কী কথা’ ছবির মুক্তি কবে?  

প্রকাশিত

বলিউডের এই প্রজন্মের সেনসেশন কিয়ারা আদবানি। পরপর বেশ কয়েকটি সুপারহিট সিনেমায় অভিনয় করেছেন। তার রূপের আবেদন ও অভিনয়ে মাতোয়ারা দর্শক। তাই বলিউডে তার চাহিদাও তুঙ্গে। একইভাবে আয়-রোজগার বেড়েছে ব্যাপক হারে।

প্রায় শূন্য থেকে শুরু করে বর্তমানে টিনসেল টাউনের অন্যতম নামী ও সফল অভিনেত্রী কিয়ারা। এক একটি ছবি পিছু কোটি টাকার উপরে পারিশ্রমিক হাঁকান তিনি।  এইবার সেই জমানো টাকা দিয়েই দারুণ এক গাড়ি কিনেছেন কিয়ারা।

কিয়ারা এবং তাঁর স্বামী সিদ্ধার্থ মলহোত্রা চলতি বছরের শুরুতেই গাঁটছড়া বেঁধেছেন। জাপানে ছুটি কাটাতেও গিয়েছিলেন তারা। গত সপ্তাহেই সেখান থেকে মুম্বইতে ফিরেছেন।

ছুটি কাটিয়ে ফেরার পরই আবারও কাজ শুরু করেন অভিনেত্রী। মঙ্গলবার, কিয়ারা আদবাণীকে মুম্বইয়ের একটি ডাবিং স্টুডিয়োতে যাওয়ার সময় পাপারাৎজিদের ক্যামেরায় দেখা গিয়েছে। আর সেখানেই ঘটেছে আরও এক কাণ্ড। সকলের দৃষ্টি আকর্ষণ করেছিলেন অভিনেত্রী। অভিনেত্রীকে দেখে সকলেই অবাক। নতুন বিলাসবহুল গাড়িতে দেখা গিয়েছিল কিয়ারাকে।

পাপারাৎজির শেয়ার করা ভিডিয়োতে দেখা গিয়েছে কিয়ারা আডবাণী একটি নতুন কালো মার্সিডিজ বেঞ্চে চড়ে ডাবিং স্টুডিয়োয় আসছেন৷ সম্প্রতি নিজের জন্য বিলাসবহুল গাড়ি কিনেছেন এই অভিনেত্রী। 

এছাড়াও কিয়ার সংগ্রহে বেশ কয়েকটি বিশ্ববিখ্যাত মডেলের গাড়ি রয়েছে। এর মধ্যে রয়েছে বিএমডব্লিউ এক্স ৫, মার্জিডিজ বেঞ্জ ই-ক্লাস, বিএমডব্লিউ ৫৩০ডি ও অডি’র নতুন মডেলের গাড়ি।

কিয়ারাকে পরবর্তীতে সত্যপ্রেম কী কথা ছবিতে দেখা যাবে। ফের কার্তিক আরিয়ানের সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন এই ছবিতে অভিনেত্রী। সমীর বিদ্যান্স পরিচালিত এই ছবিতে আরও অভিনয় করেছেন সুপ্রিয়া পাঠক কপুর, গজরাজ রাও, সিদ্ধার্থ রন্ধেরিয়া, অনুরাধা প্যাটেল, রাজপাল যাদব, নির্মিত সাওয়ান্ত এবং শিখা তালসানিয়া। ছবিটি আগামী ২৯ জুন, ২০২৩-এ প্রেক্ষাগৃহে মুক্তি পাবে।

উল্লেখ্য, কিয়ারা আদবানি অভিনয় শুরু করেন ২০১৪ সালের ‘ফুগলি’ সিনেমার মাধ্যমে। এরপর জনপ্রিয়তা পান ২০১৬ সালের ‘এমএস ধোনি: দ্য আনটোল্ড স্টোরি’তে অভিনয় করে। ২০১৯ সালে ‘কবির সিং’ সিনেমার মাধ্যমে বলিউডের প্রথম সারির নায়িকা হিসেবে প্রতিষ্ঠা পান কিয়ারা।

এছাড়া তিনি অভিনয় করে্রেছে ‘শেরশাহ’ সিনেমায়। এটি ব্যাপক প্রশংসিত হয়েছিল। বর্তমানে কিয়ারা কাজ করেছেন  ‘জুগ জুগ জিও’, ‘ভুল ভুলাইয়া ২’ সহ বেশ কিছু সিনেমায়।

সব অপেক্ষার অবসান ঘটিয়ে ৭ ফেব্রুয়ারি ২০২৩-এ রাজাস্থানের প্যালেসে রুপকথার মতো বিয়ে করেছেন সিদ্ধার্থ মলহোত্রা ও কিয়ারা আদবাণী।

মনীশ মালহোত্রার ডিজাইনিং বিয়ের পোশাকে সেজে উঠেছিলেন কিয়ারা। মনীশ কেবল বর এবং কনের চেহারাই ডিজাইন করেননি, উভয় পক্ষের পরিবারকেও স্টাইলিশ বানিয়েছেন। ১৬টি ক্যুচার ক্রিয়েশন ছিল তাঁদের বিয়েতে। কিয়ারা এবং সিদ্ধার্থের বিবাহের একটি ইথারিয়াল সংস্করণ তৈরি করতে ২০০ টিরও বেশি কারিগর একত্রিত হয়েছিল।

সিড-কিয়ারা বিয়েতে হাজির ছিলেন বলিউডের অনেক চেনা মুখ। এদের মধ্যে রয়েছেন শাহিদ কাপুর ও তাঁর স্ত্রী মীরা কাপুর, ছিলেন করণ জোহর, মণীশ মালহোত্রা থেকে শুরু করে জুহি চাওলাসহ অনেকেই। ধুমধাম করেই হয়েছিল বিয়ের সব  অনুষ্ঠান।

ভিডিও- ইন্সটাগ্রাম 

বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন

আরও পড়ুন: মুক্তি পেল স্বস্তিকা-পরমব্রত অভিনীত ‘শিবপুর’ ছবির টিজার, কবে মুক্তি পাবে ছবিটি?

সাম্প্রতিকতম

ডোমজুড়ে রাসায়নিক কারখানায় ভয়াবহ আগুন, বিস্ফোরণে কেঁপে উঠল এলাকা, আতঙ্কে স্থানীয়রা

হাওড়ার ডোমজুড়ে রাসায়নিক কারখানায় বিধ্বংসী আগুন, একের পর এক বিস্ফোরণে আতঙ্ক ছড়াল। দমকলের ১৫টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে।

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।

হিন্দু সমাজে জাতিভেদের অবসান চাই! ‘এক মন্দির, এক কুয়ো, এক শ্মশান’-এর ডাক মোহন ভাগবতের

জাতিভেদের বিভেদ ভুলে হিন্দু সমাজে ঐক্যের বার্তা দিলেন আরএসএস প্রধান মোহন ভাগবত। অলিগড় সফরে দিলেন সামাজিক সম্প্রীতির বার্তা।

কলকাতা বিমানবন্দরে যাত্রা হবে আরও দ্রুত! ডমেস্টিক ট্রান্সফারে চালু হচ্ছে ‘ডিজিযাত্রা’

কলকাতা বিমানবন্দরে এবার আরও দ্রুত ডমেস্টিক কানেক্টিং ফ্লাইটে যাত্রা সম্ভব। ডিজিযাত্রা চালু হচ্ছে ডমেস্টিক-টু-ডমেস্টিক ট্রান্সফার জোনে, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।

আরও পড়ুন

তিন মাসে ৯ কেজি ওজন কমালেন তামিল জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা, জানালেন রূপান্তরের রহস্য

তামিল সিনেমার জনপ্রিয় অভিনেত্রী জ্যোতিকা তিন মাসে ৯ কেজি ওজন কমিয়ে চমকে দিলেন ভক্তদের। পেশাদার সহায়তা, পুষ্টি, গাট হেলথ ও স্ট্রেংথ ট্রেনিংয়ের সমন্বয়ে মিলল ফল।

‘অতি উত্তম’-এ ইতিহাস, লিমকা বুক অফ রেকর্ডসে নাম সৃজিতের ছবির

মহানায়ক উত্তম কুমারের পুরনো ফুটেজ ব্যবহার করে নির্মিত সৃজিত মুখোপাধ্যায়ের ছবি ‘অতি উত্তম’ জায়গা করে নিল লিমকা বুক অফ রেকর্ডসে। মৃত্যুর ৪৪ বছর পর আবারও পর্দায় জীবন্ত উত্তম কুমার।

৪ ফুট ৮ ইঞ্চির অভিনেতার বাজিমাত! সলমান, প্রভাস, রণবীরকে টপকে ২২০০ কোটির ক্লাবে

'বিক্রম’ থেকে ‘জওয়ান’, একের পর এক ব্লকবাস্টার ছবিতে দেখা গেছে ৪ ফুট ৮ ইঞ্চি উচ্চতার জাফর সাদিককে। মাত্র ৫ বছরে ২২০০ কোটির ক্লাবে তাঁর অবদান, ছাপিয়ে গিয়েছেন বহু সুপারস্টারকে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে