শেষে কি না নিজের স্বামীকে ছেড়ে অন্য মানুষকে চুম্বন করলেন। স্বামী আদিল তো জেলে রয়েছেন। কিন্তু রাখি সাওয়ান্ত হঠাৎ চুম্বন করে বসলেন অন্য কাউকে।
সম্প্রতি এমন ঘটনাই ঘটল মুম্বইয়ের এক ফিল্মি পার্টিতে। যেখানে ক্য়ামেরার সামনে বলিপাড়ার দুই কন্ট্রোভার্সি কুইন একে অপরকে ভালোবাসায় ভরালেন।
এই পার্টিতে উপস্থিত ছিলেন রাখি সাওয়ান্ত ও উর্ফি জাভেদ দু’জনেই। আর সেখানেই ঘটল এই নজরকাড়া ঘটনা।
আচমকাই রাখি ক্যামেরার সামনে উর্ফির গালে আলতো করে চুম্বন করে বসলেন। সেই ভিডিওই ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।
তবে যাই হোক না কেন, সব আকর্ষণের মূল কেন্দ্রবিন্দুই হল উর্ফির পোশাক। সাহসী ছবি হোক বা অদ্ভূত পোশাক, বরাবরই নিজের অদ্ভূত পোশাকের জন্য বারেবারেই খবরের শিরোনামে থাকেন বিগ বস খ্যাত উর্ফি জাভেদ। তাঁর ‘অস্বাভাবিক’ ফ্যাশন সেন্সের কারণে সবসময়ই তিনি লাইমলাইটে থাকেন। সে প্রায়ই অনুরূপ কিছু পরে বেরিয়ে আসে, যা দেখে মানুষের হুঁশ উড়ে যায়। এমনকী তাঁর রূপের ছটা দেখে প্রায়শই ভিরমি খায় নেটিজেন মহলও। কিন্তু এখন রাখি সাওয়ান্তও তাঁর পোশাক দেখে অবাক।
জানা গিয়েছে, নিজের জীবনকে রুপোলি পর্দায় আনতে চলেছেন রাখি। রাখি এইবার নিজের জীবন নিয়ে তৈরি করতে চলেছেন বায়োপিক। আর এই ছবি নাকি নিজেই পরিচালনা করবেন রাখি। ঠিক হয়ে গিয়েছে ছবির নামও। রাখিই নাকি এই বায়োপিকের নাম দিয়েছেন ‘রাউডি রাখি’।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।