কথায় আছে টাকা থাকলে, নিজের হাতের মুঠোয় সব কিছু পাওয়া যায়। নিজের ছোট্ট একরত্তির জন্য পারলে চাঁদও এনে দিতে প্রস্তুত রণবীর কাপুর। এমনিতেই তাঁর মেয়েকে নিয়ে রণবীরের চিন্তার শেষ নেই।
নিজের পায়ে এখনও হাঁটতেও শুরু করেনি রণবীর কন্যা রাহা কাপুর। কিন্তু বাবার প্ল্যানিং তৈরি। তাই তো, মেয়ের জন্য জুতোর পসরা সাজিয়েছেন অভিনেতা।
এক সাক্ষাৎকার সূত্রে খবর, রণবীর বলেন, ‘আমি ওকে স্নিকার লাভার বানিয়েই ছাড়ব যদি ওর মর্জি থাকে তো। জানেন, ওর কতগুলো জুতো আছে? ৩০ জোড়া! যদিও একটাও ওর পায়ে ফিট হয় না। আমায় এখনও একমাস অপেক্ষা করতে হবে যাতে ওর পায়ে জুতো ফিট হয়’।
কখন একটু হাঁটবে মেয়ে রাহা, সেই অপেক্ষাতেই বসে আছেন রণবীর। মেয়ে একটু হাঁটতে শিখলেই তাঁকে যে ছোট থেকেই স্টাইল আইকন বানাবেন সে কথা আর বলার অপেক্ষা রাখে না।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।
খবরের সব আপডেট পড়ুন খবর অনলাইনে। লাইক করুন আমাদের ফেসবুক পেজ। সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল।