Homeবিনোদনপাঁচ দিন পর লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ আলি খান

পাঁচ দিন পর লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেলেন সইফ আলি খান

প্রকাশিত

মুম্বইয়ের লীলাবতী হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন বলিউড অভিনেতা সইফ আলি খান। গত ১৬ জানুয়ারি রাতে বান্দ্রার বাড়িতে এক দুষ্কৃতীর ছুরি হামলায় গুরুতর আহত হন তিনি। পিটিআই সূত্রে খবর, ডাকাতির উদ্দেশ্যে ঢুকে পড়া এক অনুপ্রবেশকারী অভিনেতার উপর অতর্কিত হামলা চালায়।

সইফের শরীরে একাধিক ছুরির আঘাত লাগে, যার মধ্যে গুরুতর চোট ছিল তাঁর থোরাসিক স্পাইনে। এই আঘাতের কারণে তাঁকে দ্রুত অস্ত্রোপচারের জন্য হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসকরা জানিয়েছেন, সইফের দু’টি বড় অস্ত্রোপচার করা হয়—একটি নিউরোসার্জারি, যাতে মেরুদণ্ডের আঘাত ঠিক করা হয় এবং অন্যটি প্লাস্টিক সার্জারি, ছুরির ক্ষত সারানোর জন্য।

কি ঘটেছিল সেই রাতে?

১৬ জানুয়ারির গভীর রাতে বান্দ্রার ‘সদগুরু শরণ’ বিল্ডিংয়ে অবস্থিত সইফের বাসভবনে এক অনুপ্রবেশকারী চুরি করতে ঢোকে। সইফ বাধা দিতে গেলে হামলাকারী তাঁকে ছ’বার ছুরি মারে। গুরুতর আহত অবস্থাতেও সইফ নিজেই কোনওমতে পালিয়ে পাশের রাস্তায় এসে একটি অটোরিকশা নিয়ে হাসপাতালে যান। রাত আড়াইটা নাগাদ তাঁকে ভর্তি করা হয় এবং জরুরি অস্ত্রোপচার করা হয়।

অপরাধী গ্রেফতার

মুম্বই পুলিশ ইতিমধ্যেই তদন্তে বড় অগ্রগতি করেছে। মঙ্গলবার তদন্তকারী দল সইফের বাড়িতে গিয়ে পুরো ঘটনা পুনর্নির্মাণ করেছে। ধৃতের নাম শরিফুল ইসলাম শহজাদ মহম্মদ রোহিলা আমিন ফকির, যিনি বাংলাদেশি নাগরিক। রবিবার থানের একটি এলাকায় তাকে গ্রেফতার করা হয়। বর্তমানে সে পুলিশের হেফাজতে রয়েছে।

পুলিশের মতে, শরিফুল চুরির উদ্দেশ্যে ভবনে প্রবেশ করে এবং প্রথমে সইফের গৃহপরিচারিকার মুখোমুখি হয়। সইফ এগিয়ে এলে তাদের মধ্যে ধস্তাধস্তি শুরু হয় এবং এরপরেই হামলাকারী ছুরি চালায়। পরে সে পালিয়ে যায়, তবে পুলিশ তাকে দ্রুত চিহ্নিত করে গ্রেপ্তার করে।

সইফের পরিবার ও অনুরাগীরা তাঁর দ্রুত সুস্থ হয়ে ওঠায় স্বস্তি প্রকাশ করেছেন। চিকিৎসকরা জানিয়েছেন, তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন এবং শীঘ্রই স্বাভাবিক জীবনে ফিরতে পারবেন।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।