বক্স অফিসে শুধু ‘পাঠান’ ঝড়। ব্যবসার অঙ্কে বিশ্বজুড়ে হাজার কোটির দিকে দৌড়ে চলেছে ‘পাঠান’। পাঠান ছবি মুক্তির পর বলিউডের বক্স অফিসের ছবিটাই বদলে গিয়েছে। দীর্ঘ চার বছর পর এই ছবির হাত ধরে ফিরে এসেছে বলিউডের বাদশা। ৫৭ বছর বয়সে এসেও কীভাবে বক্স অফিস কাঁপাতে হয় সেটা বুঝিয়ে দিলেন তিনি।
শাহরুখের হাতে জ্বলজ্বল করছে একটি নীল ঘড়ি। সদ্য এই ঘড়িটি একটি বিজ্ঞাপনে শাহরুখের হাতে দেখা মিলেছে। সেই বিজ্ঞাপনে দীপিকা শাহরুখকে রূপচর্চার পাঠ দিচ্ছিলেন। শাহরুখকে দীপিকা বোঝাচ্ছিলেন ‘ক্লিনজিং’ হল রূপচর্চার প্রথম পাঠ। তবে শাহরুখ-দীপিকার রূপচর্চার চেয়ে নেটিজেনদের বেশি মনোযোগ আকর্ষণ করেছে তার হাতের ঘড়িটি।
বাদশার হাতের দারুণ ঘড়ি দেখে নেটদুনিয়ায় হইচই। কোন কোম্পানির ঘড়ি? কত দাম? তা জানতে বিভিন্ন রকমের জল্পনা।
জানা গিয়েছে, শাহরুখের ঘড়িটি নামকরা সুইজ ব্র্যান্ড অডেমার্স পিগুয়েটের। সেটি হল রয়্যাল ওক পারপেচুয়াল ক্যালেন্ডার। তথ্য অনুসারে, ঘড়িটির দাম ৪.৯৮ কোটি টাকা। দাম শুনে আঁতকে উঠলেও, শাহরুখ ভক্তরা কিন্তু বলছেন, এত দামের ঘড়ি শাহরুখের হাতেই মানায়। শাহরুখ বাস্তবে ভীষণ সৌখিন মানুষ। গাড়ি, বাড়ি থেকে শুরু করে ঘরের অন্দর সজ্জা, সবেতেই তিনি ভীষণ খুঁতখুঁতে। ঘড়ির প্রতি তাঁর আলাদাই দুর্বলতা রয়েছে। বিশ্বের সবথেকে দামি এই ঘড়ি কেনার জন্য অবশ্য শাহরুখ খান কিছুটা ছাড় পেয়েছেন। তাঁকে এই ঘড়ি কেনার জন্য দিতে হয়েছে ৪ কোটি ৭৪ লক্ষ টাকা।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।