দক্ষিণী সুপারস্টার রাম চরণের ক্যারিয়ারের বয়স ১৬ বছরের বেশি। কিন্তু এখনো অনেক স্বপ্ন পূরণের বাকি। সম্প্রতি নিজের এক অপূর্ণ ইচ্ছা নিয়ে কথা বলেছেন এই দক্ষিণী তারকা।
‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি অস্কার জয়ের পর রাম চরণ আর জুনিয়র এনটি আর নানাভাবে চর্চায় উঠে আসছেন রাম চরণ। ২০২২ সালে মুক্তি পেয়েছিল ‘আরআরআর’। মুক্তির পর থেকেই বক্স অফিসে ঝড় তুলেছিলে এই ছবি।
এস এস রাজামৌলি পরিচালিত এই ছবির গান ‘নাটু নাটু’ সম্প্রতি সেরা মৌলিক গান হিসাবে পেয়েছে অস্কার। ‘আরআরআর’ ছবির ‘নাটু নাটু’ গানটি লিখেছেন চন্দ্র বোস এবং সুর করেছেন এমএম কীরাবাণী।
শোনা যাচ্ছে, দক্ষিণী অভিনেতা রাম চরণ নাকি গোপনে একটা হলিউড ছবি সই করে ফেলেছেন। তিনি আরও জানান, শুধু তেলুগু ছবি নয়, হিন্দি ছবি করতেও তিনি আগ্রহী।
তিনি এক সাক্ষাৎকারে জানান, ‘বিরাট কোহলির ওপর যদি জীবনচিত্র বানানো হয়, তাহলে নিশ্চয় আমি সেই ছবিতে বিরাটের ভূমিকায় অভিনয় করতে চাইব। বিরাটের জীবন খুবই অনুপ্রেরণা দেয় আমাকে। তাই এরকম একটা ছবিতে অভিনয় করতে পারলে নিজেকে লাকি মনে করব। আর খেলার প্রতি আমার প্রেম অনেক আগে থেকেই রয়েছে।’
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের সব খবর পড়তে দেখুন খবর অনলাইন।