টলিউডের ‘পাওয়ার কাপল’ রাজ-শুভশ্রীর পরিবারে ডিসেম্বর মাসে আসছে নতুন অতিথি। দ্বিতীয় সন্তানের আসার অপেক্ষার দিন গুনছেন ইউভানের মা-বাবা।
তারই মধ্যে সাজো সাজো রব চক্রবর্তী পরিবারে। সাধ খেলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। আরবানার বিলাসবহুল ফ্ল্যাটেই খুব সাদামাটাভাবেই সাধের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন তারকা দম্পতি। তারই কিছু ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন অভিনেত্রী।
মা, বাবা, রাজ ও কাছের মানুষদের সঙ্গেই দিনটি সেলিব্রেট করেন শুভশ্রী। সাধে সাধারণত হবু মায়েদের শাড়ি, গয়নাতেই দেখা যায়। প্রথমবার সেইরকমই সেজেছিলেন শুভশ্রী।
পড়ুন: বিবাহবন্ধনে আবদ্ধ হলেন পরিণীতি ও রাঘব, বিয়েতে কারা ছিলেন অতিথি তালিকায়?
তবে এইবার একেবারে হটকে লুকে মুগ্ধ করলেন অনুরাগীদের। চিরাচরিত শাড়ি ছেড়ে, সবুজ রঙের ফ্লোরাল স্লিভলেস কুর্তা, প্লাজোতে দেখা গেছে তাঁকে। সঙ্গে মানানসই মেকআপ, কানে ঝুমকো, স্লিক হেয়ারস্টাইল। হবু মায়ের জেল্লা ফেটে পড়ছিল।
শুভশ্রীর বেবি বাম্প আগলে হবু মায়ের সঙ্গে ছবি তুললেন রাজও। মেয়ের বিশেষ দিনে আশীর্বাদ দিতে এসেছিলেন শুভশ্রীর মা-বাবাও। কাছের মানুষদের সঙ্গে তোলা সেইসব ছবি শুভশ্রী শেয়ার করেছেন সোশ্যাল মিডিয়ায়।
মাতৃত্বকালীন এই সময় চুটিয়ে উপভোগ করছেন শুভশ্রী। স্বামী, সন্তান, পরিবার-পরিজনদের নিয়ে বেশ আনন্দেই কাটছে অভিনেত্রীর এই সময়।
প্রসঙ্গত, বেশ কয়েকমাস আগে রাজ এবং শুভশ্রী দু’জন একসঙ্গে ঘোষণা করেছিলেন শীঘ্রই দ্বিতীয়বারের জন্য বাবা-মা হতে চলেছেন তাঁরা। ইউভানের টি-শার্টে ‘বিগ ব্রাদার’ লিখে তাঁর প্রোমোশনের খবর দিয়েছিলেন ‘রাজশ্রী’। আপাতত নতুন সদস্য আসার অপেক্ষাতেই দিন গুনছেন চক্রবর্তী এবং গঙ্গোপাধ্যায় পরিবারের সদস্যরা।
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
📰 আমাদের পাশে থাকুন
নিরপেক্ষ ও সাহসী সাংবাদিকতা টিকিয়ে রাখতে খবর অনলাইন আপনার সহায়তা প্রয়োজন। আপনার ছোট্ট অনুদান আমাদের সত্য প্রকাশের পথে এগিয়ে যেতে সাহায্য করবে।
💠 সহায়তা করুন / Support Us

