Homeবিনোদন২৫ দিন পর বাড়ি ফিরে এলেন ‘তারক মেহতা…’র ‘নিখোঁজ’ অভিনেতা গুরুচরণ সিং...

২৫ দিন পর বাড়ি ফিরে এলেন ‘তারক মেহতা…’র ‘নিখোঁজ’ অভিনেতা গুরুচরণ সিং  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: দিনপঁচিশেক ‘বেপাত্তা’ পর বাড়ি ফিরে এলেন হিন্দি সিরিয়ালের অভিনেতা গুরুচরণ সিং। জনপ্রিয় সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’-এ রোশন সিং সোধির চরিত্রে অভিনয় করে নাম করেছেন গুরুচরণ। গত ২২ এপ্রিল থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছিল না। শেষ পর্যন্ত শুক্রবার ১৭ মে নিজেই ঘরে ফিরে এসেছেন।

মুম্বই যাবেন বলে ২২ এপ্রিল ঘর থেকে বেরোন গুরুচরণ সিং। মুম্বই বিমানবন্দর তাঁকে আনার জন্য সেখানে হাজির ছিলেন তাঁর বন্ধু ভক্তি সোনি। কিন্তু গুরুচরণ মুম্বই যাননি। চার দিন ধরে খোঁজাখুঁজি করেও তাঁর কোনো খবর না পাওয়ায় তাঁর বাবা হরগিত সিং দিল্লি পুলিশের কাছে নিখোঁজ ডায়েরি করেন। পুলিশ তাঁর সন্ধানে নামে।

দিল্লি পুলিশের প্রাথমিক তদন্ত থেকে জানা যায়, গুরুচরণকে শেষ দেখা গিয়েছিল দিল্লির পালাম বিমানবন্দরের কাছে। পালাম এলাকাতেই তিনি তাঁর ফোন ফেলে যান। উদ্ধার করা সিসিটিভি ফুটেজে দেখা যায়, পালাম এলাকাতেই অভিনেতা একটা ই-রিকশা থেকে আরেকটা ই-রিকশায় উঠছেন। প্রাথমিক তদন্তে পুলিশের মনে হয়েছিল, তিনি সব কিছু ছক কষে দিল্লির বাইরে চলে গিয়েছেন। 

পরিবার আর ঘনিষ্ঠ বন্ধুদের সূত্রে পুলিশ জানতে পারে, ইদানীং গুরুচরণ আধ্যাত্মিকতার দিকে ঝুঁকছিলেন। প্রায়ই আধ্যাত্মিকতার কথা বলতেন। এমনকি পাহাড়ে যাওয়ার কথাও নাকি বলতেন।

গুরচরণ সিংকে খুঁজে বার করার জন্য দিল্লি পুলিশ মুম্বইয়ে ‘তারক মেহতা কা উলটা চশমা’ সিরিয়ালের সেটে গিয়েছিল। তারা দিল্লি ও মুম্বইয়ের অন্তত ৫০ জনের কাছ থেকে গুরচরণ সিংয়ের উধাও হয়ে যাওয়া সম্পর্কে বয়ান নিয়েছিল। এ ছাড়াও অভিনেতার খোঁজ পাওয়ার জন্য তারা হরিয়ানা, পাঞ্জাব আর উত্তরাখণ্ডেও লোক পাঠিয়ে ছিল। কিন্তু এ ক’দিন গুরুচরণ পঞ্জাবেই ছিলেন এবং শেষ পর্যন্ত ঘরে ফিরে এলেন।     

পুলিশ সূত্রে জানা গিয়েছে, গুরচরণ সিংয়ের সঙ্গে পুলিশ আধিকারিকদের যা কথাবার্তা হয়েছে তা থেকে জানা যাচ্ছে তিনি ধার্মিক যাত্রায় বেরিয়ে গিয়েছিলেন। গত ২৫ দিন ধরে তিনি অমৃতসর, লুধিয়নার মতো শহরে কয়েকটি গুরুদ্বারে থেকেছেন। শেষ পর্যন্ত তাঁর মনে হয়েছে, তাঁর ঘরে ফিরে যাওয়া উচিত এবং ঘরে ফিরে এসেছেন।

আরও পড়ুন

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

এখনও বেপাত্তা ‘তারক মেহতা…’র অভিনেতা গুরুচরণ সিং, পুলিশের সন্দেহ ‘উধাও’ হওয়ার ছক নিজেই কষেছিলেন

“হাম সব বহুত পরেশান হ্যাঁয়”, বললেন ‘তারক মেহতা…’র নিখোঁজ অভিনেতা গুরুচরণ সিংয়ের বাবা

‘তারক মেহতা…’র অভিনেতা গুরুচরণ সিং ইদানীং আধ্যাত্মিকতার দিকে ঝুঁকছিলেন, বলছেন আত্মীয়-বন্ধুরা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

পূজোর আগে বড় পরিবর্তন, শিয়ালদহ স্টেশনে চালু হচ্ছে যানবাহনের জন্য পৃথক লেন

শিয়ালদহ স্টেশনের সামনে যানবাহনের জন্য আলাদা লেনের পরীক্ষা শুরু করল ইস্টার্ন রেলওয়ে। অটো, ট্যাক্সি, প্রাইভেট কার ও পার্কিং জোনের জন্য থাকছে আলাদা লেন। পূজোর আগেই কার্যকর হবে ব্যবস্থা।

নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হতে চলেছেন সুশীলা কার্কি

সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কি হতে চলেছেন নেপালের প্রথম মহিলা প্রধানমন্ত্রী। জানুন তাঁর জীবনের পথচলা, সংগ্রাম ও সাফল্যের কাহিনি।

বীরভূমে পাথর খাদানে ধস, মৃত্যু ৬ শ্রমিকের; আহত ৫

বীরভূমের পাথর খাদানে ধস নেমে মৃত্যু হল অন্তত ৬ জন শ্রমিকের। আহত ৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। উদ্ধারকাজে নেমেছে পুলিশ ও স্থানীয়রা।

আরও পড়ুন

ED সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে, অবৈধ বেটিং অ্যাপ প্রচারের অভিযোগ

অবৈধ বেটিং অ্যাপের প্রচারের অভিযোগে ইডির সমন টলিউড অভিনেতা অঙ্কুশ হাজরাকে। আগামী ১৬ সেপ্টেম্বর তাঁকে হাজিরা দিতে হবে। বলিউড, দক্ষিণী তারকার পর এবার টলিউডে আইনি ঝড়।

‘ওরা শুধু বাঁচতে চাইছে’ মুম্বইয়ের প্রতিবাদ মঞ্চে যোগ দিয়ে প্যালেস্টাইনের পক্ষে সরব স্বরা ভাস্কর

অভিনেত্রী স্বরা ভাস্কর মুম্বইয়ে প্যালেস্টাইন সমর্থনকারী বিক্ষোভে যোগ দিলেন। ইজরায়েলকে অভিযুক্ত করে বললেন, ‘প্যালেস্টাইনি জনগণ কেবল বাঁচতে চাইছে।’

প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার, ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও অমর

৯১ বছর বয়সে প্রয়াত প্রবীণ অভিনেতা অচ্যুত পোতদার। ‘৩ ইডিয়টস’-এর প্রফেসর চরিত্রে আজও দর্শকদের মনে অমলিন। থানের হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।