Homeবিনোদন“হাম সব বহুত পরেশান হ্যাঁয়”, বললেন ‘তারক মেহতা…’র নিখোঁজ অভিনেতা গুরুচরণ সিংয়ের...

“হাম সব বহুত পরেশান হ্যাঁয়”, বললেন ‘তারক মেহতা…’র নিখোঁজ অভিনেতা গুরুচরণ সিংয়ের বাবা  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: “আমরা ভীষণ ভেঙে পড়েছি। গোটা পরিবার গুরুচরণের বাড়ি ফেরার অপেক্ষায় রয়েছে”, বলেছেন ‘তারক মেহতা কা উলটা চশমা’র অভিনেতা গুরুচরণ সিংয়ের বাবা হরগিত সিং। ‘টাইমস অফ ইন্ডিয়া’ পত্রিকাকে দেওয়া এক সাক্ষাৎকারে হরগিত বলেছেন, দু’ সপ্তাহ হল গুরুচরণের কোনো খোঁজ নেই।

জনপ্রিয় টিভি সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’র এক অত্যন্ত জনপ্রিয় কমেডি চরিত্র রোশন সিং সোধি। সেই সোধির চরিত্রে অভিনয় করে সিরিয়াল-দর্শকদের কাছে অত্যন্ত প্রিয় হয়ে উঠেছিলেন গুরুচরণ সিং। গত ২২ এপ্রিল থেকে সেই গুরুচরণ সিং বেপাত্তা। পুলিশের সন্দেহ, গুরুচরণ নিজেই ছক কষে ‘উধাও’ হয়েছেন এবং দিল্লি ছেড়ে চলে গিয়েছেন।

হরগিত সিং বলেন, “যা ঘটেছে তা খুবই দুঃখের। কী করে এর সামাল দেব জানি না। হাম সব বহুত পরেশান হ্যাঁয় (আমরা খুব ভেঙে পড়েছি)। পুলিশের কাছ এ ব্যাপারে কিছু খবর পাওয়ার অপেক্ষায় উন্মুখ হয়ে বসে আছি। হাম উসকে ওয়াপস আনে কে ইন্তেজার কর রহে হ্যাঁয় (আমরা ওর ফেরার অপেক্ষা করছি)।”

বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার আগের দিন গুরুচরণ ওঁর ইনস্টাগ্রামে বাবার সঙ্গে একটি ছবি শেয়ার করেন। উপলক্ষ্য ছিল বাবার জন্মদিন। হরগিত বলেন, “জন্মদিনে সেভাবে কোনো অনুষ্ঠান হয়নি। সবাই বাড়িতেই ছিলাম। সেটাই আনন্দের। পরের দিনই ওর মুম্বই যাওয়ার কথা ছিল।”

গুরুচরণের বান্ধবী কী বলছেন

যে দিন থেকে গুরুচরণ বেপাত্তা সে দিন তাঁর বান্ধবী ভক্তি সোনির মুম্বই বিমানবন্দরে যাওয়ার কথা ছিল ওঁকে নিয়ে আসার জন্য। বান্ধবী জানান, তিনি বিমানবন্দরে গিয়েছিলেন, তাঁর জন্য অপেক্ষাও করেন। গুরুচরণ না আসায় তিনি তাঁকে ফোনও করেন। কিন্তু তিনি যোগাযোগ করতে পারেননি। তাঁর আশা, পুলিশ নিশ্চয়ই গুরুচরণের কিছু খবর আনবে।

পুলিশ কী বলছে

পুলিশের সূত্র ‘নিউজ ১৮’-কে বলেছে, “পালাম এলাকাতেই তিনি তাঁর ফোন ফেলে গিয়েছেন। আমরা খুঁজে বার করার চেষ্টা করছি। কিন্তু গুরুচরণকে খুঁজে পাওয়া খুব কঠিন হয়ে যাচ্ছে। কারণ ওঁর ফোনটা ওঁর কাছে নেই। উদ্ধার করা সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, অভিনেতা একটা ই-রিকশা থেকে আরেকটা ই-রিকশায় উঠছেন। দেখে মনে হচ্ছে, তিনি সব কিছুই ছক কষে রেখেছিলেন এবং দিল্লির বাইরে চলে গিয়েছেন।”

গুরুচরণ সিং জনপ্রিয় টিভি সিরিয়াল ‘তারক মেহতা কা উলটা চশমা’য় রোশন সিং সোধির চরিত্রে অভিনয় করা শুরু করেন একেবারে গোড়া থেকে, সেই ২০০৮-এ। টানা পাঁচ বছর কাজ করার পর ২০১৩-তে তিনি কাজ ছেড়ে দেন। পরের বছর আবার সিরিয়ালে ফিরে আসেন। শেষ পর্যন্ত ২০২০-তে আবার সিরিয়াল ছেড়ে চলে যান। আর ফেরেননি। এখন সোধির চরিত্রে অভিনয় করছেন বলবিন্দর সিং সুরি।

আরও পড়ুন

‘কুশীলব’ আয়োজিত ‘বর্ষবরণ, ১৪৩১’-এর অনুষ্ঠানে মন কাড়ল শ্রুতিনাটক ‘প্রথম পার্থ’

সাম্প্রতিকতম

স্বাতী মালিওয়াল মামলায় দিল্লি পুলিশের চাঞ্চল্যকর দাবি, ‘ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ গায়েব’

নয়াদিল্লি: আম আদমি পার্টি (আপ)-র রাজ্যসভার সাংসদ স্বাতী মালিওয়ালের সঙ্গে দুর্ব্যবহারের ঘটনায় দিল্লি পুলিশ...

সোমবার পঞ্চম দফায় পশ্চিমবঙ্গের ৭টি-সহ ৪৯ কেন্দ্রে ভোট

খবর অনলাইন ডেস্ক: লোকসভা নির্বাচনের পঞ্চম দফায় ভোট নেওয়া হবে সোমবার ২০ মে। এ দিন...

পঞ্চম দফার ভোট শুরুর আগেই বাজেয়াপ্ত ৮৮৮৯ কোটি টাকা! মাদক ও নগদ টাকা নিয়ে কড়া পদক্ষেপ নির্বাচন কমিশনের

নয়াদিল্লি: সোমবার (২০ মে, ২০২৪) লোকসভা নির্বাচনের পঞ্চম দফার ভোটগ্রহণ। শুরু থেকেই নির্বাচনের সময়...

আইপিএল ২০২৪: বাজিমাত বেঙ্গালুরুর, শর্ত পূরণ করে চেন্নাইকে হারিয়ে চলে গেল প্লে-অফে

রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু (আরসিবি): ২১৮-৫ (ফাফ দু প্লেসি ৫৪, বিরাট কোহলি ৪৭, শার্দুল...

আরও পড়ুন

‘তারক মেহতা…’র অভিনেতা গুরুচরণ সিং ইদানীং আধ্যাত্মিকতার দিকে ঝুঁকছিলেন, বলছেন আত্মীয়-বন্ধুরা

খবর অনলাইন ডেস্ক: ১৮ দিন হয়ে গেল। হিন্দি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা গুরুচরণ সিংয়ের কোনো...

অশোক বিশ্বনাথনের চলচ্চিত্র ‘হেমন্তের অপরাহ্ন’-এর পোস্টার উন্মোচন

খবর অনলাইন ডেস্ক: বহু দিন পর বড়ো পর্দায় ফিরলেন পুরস্কারবিজয়ী চলচ্চিত্র পরিচালক অশোক বিশ্বনাথন।...

শিশুদের উন্নয়নে এগিয়ে এলেন করিনা কপূর, ইউনিসেফের জাতীয় দূত হলেন অভিনেত্রী

কলকাতা: রুপোলি পর্দার জনপ্রিয় বলিউড অভিনেত্রী করিনা কপূর খান ভারতবর্ষের শিশুদের বিকাশের জন্য এগিয়ে...