টলিউডে ফের বিয়ের ফুল ফুটতে চলেছে। এইবার গাঁটছড়া বাঁধার পরিকল্পনা করেছেন ছোটপর্দার অভিনেত্রী অনামিকা চক্রবর্তী এবং উদয় প্রতাপ সিং।
বাংলা বিনোদন জগতের উল্লেখযোগ্য দুই তারকা অনামিকা এবং উদয়। সম্পর্ক নিয়ে কখনই লুকোছাপা ছিল না দু’জনের। গত আড়াই বছর ধরে সম্পর্কে রয়েছেন তাঁরা। অবশেষে সাত পাকে বাঁধা পড়তে চলেছেন দুই তারকা। বিয়ের আগের অনুষ্ঠান আইবুড়োভাত পর্বও শুরু হয়ে গেছে।
মিঠাই ধারাবাহিক শেষ হতেই বিয়ের পিঁড়িতে বসতে চলেছেন পর্দার ‘রাতুল’ উদয় প্রতাপ সিং। গাঁটছড়া বাঁধতে চলেছেন প্রেমিকা অনামিকা চক্রবর্তীর সঙ্গে। সম্প্রতি ইনস্টাগ্রামে দু’জনেই তাঁদের আইবুড়োভাতের ছবি শেয়ার করেছেন। ছবিতে দেখা যাচ্ছে একসঙ্গেই প্রথম আইবুড়ো ভাত খেলেন দু’জনে। মাছ, মাংস, ফল থেকে শুরু করে রয়েছে একাধিক পদ।
২০১৫ সালে কাজ শুরু করেন উদয় প্রতাপ সিংহ। ‘জামাই রাজা’, ‘কী করে বলব তোমায়’-সহ বেশ কিছু হিন্দি ধারাবাহিকের দেখা গিয়েছে তাঁকে।
উল্লেখ্য, ছোটপর্দার এবং সিনেমার জগতের অন্যতম সেলিব্রিটি অনামিকা চক্রবর্তী। রাজযোটক ধারাবাহিকের মাধ্যমে ডেবিউ করেছিলেন তিনি। এখানে আকাশ নীল ধারাবাহিকের কেন্দ্রীয় চরিত্রে দেখা গিয়েছে তাঁকে।
অভিনেত্রী জানান, ‘যে কাছের বন্ধু ও পরিবারের সদস্যদের নিয়েই বিয়ে সারবেন তাঁরা। আলাদা করে কোনও প্রস্তুতি নেবার কিছু নেই। বিয়ের তারিখ নিয়ে তিনি এই মুহূর্তে মুখ খুলতে রাজি নন।‘
তবে কানাঘুষোয় শোনা যাচ্ছে চলতি মাসের শেষের দিকে সম্ভবত রেজিস্ট্রি ম্যারেজ সারবেন তাঁরা।
উদয়ের কথায়, ‘না, এখনই বিয়ে করছি না। তবে রেজিস্ট্রি করছি। শুনলাম বিয়ে নিয়ে অনেক আলোচনা চলছে। তবে আপাতত সই বিয়ে করব আমরা।’
অভিনেতা জানিয়েছেন, জুন মাসের শেষেই অনামিকার সঙ্গে রেজিস্ট্রি করছেন তিনি। অতিথি কারা? উদয়ের সাফ জবাব, ‘শুধুমাত্র পরিবারের লোকজন। বন্ধুবান্ধব,সতীর্থরা সোশ্যাল ম্যারেজে নিমন্ত্রিত থাকবে।’
অনামিকাই কিন্তু উদয়ের জীবনে প্রথম নারী নন। এর আগে তাঁর প্রেমিকা ছিলেন সৃজিতা মুখোপাধ্যায়। ছোটবেলার প্রেম, আংটি বদলও হয়ে গিয়েছিল তাঁদের দুজনের। বিয়ের তারিখও ছিল ঠিক। তবু বিয়ে হয়নি। সৃজিতা ইন্ডাস্ট্রির অংশ নন। তিনি ছিলেন উদয়ের স্কুলের বন্ধু। প্রেমজীবনের প্রথমটা শুরু হয়েছিল ঝগড়া দিয়েই। স্কুলে পড়াকালীন দুজনের সম্পর্ক না কি ছিল একেবারে সাপে-নেউলে। মুখ বিস্কুটের গুঁড়ো ছিটিয়ে দেওয়া থেকে শুরু করে, বোতল ছুড়ে ঝগড়া বাদ ছিল না কিছুই।
স্কুল শেষ হয়, বেঙ্গালুরু চলে যান সৃজিতা।দূরে গেলেই হয়ত কাছের মানুষের গুরুত্ব বোঝা যায়। উদয়ের ক্ষেত্রেও হয়েছিল তাই। কোনও এক পুজোয় কিউপিডে ঘায়েল হয়েছিলেন অভিনেতা। বুঝেছিলেন ছোটবেলার সেই ‘শত্রু’ই এখন তাঁর মন জুড়ে।
তারপর আর পাঁচটা প্রেমের গল্পে যা হয়। প্রেম, সেখান থেকে বিয়ের দিনক্ষণ ঠিক। সবই ঠিক ছিল। একসঙ্গে দুজনের হাজিরও হয়েছিলেন রিয়ালিটি শো-য়ে। কিন্তু হঠাৎই প্রেম ভাঙে দুজনের। বহুজাতিক সংস্থায় কাজ করা সৃজিতার সঙ্গে ব্রেকআপ হয় উদয়ের। জীবনে আসেন অনামিকা।
অন্যদিকে বিভিন্ন সময় অনামিকার নামও জড়িয়েছে বিভিন্ন অভিনেতার সঙ্গে। তবে আপাতত সব এখন অতীত। শুভ দিনের আর যে বেশি বাকি নেই।
ছবি- ইন্সটাগ্রাম
বিনোদনের খবরের সব আপডেট পেতে পড়ুন খবর অনলাইন
আরও পড়ুন: কিয়ারার প্রেমে বুঁদ কার্তিক, ‘সত্য প্রেম কি কথা’-র ট্রেলার প্রকাশ্যে এল