মা-বাবা তারকা, তবে ছোট্ট ইউভানের জনপ্রিয়তা নেহাত কম নয়। তাকে নিয়েও সোশ্যাল মিডিয়ায় খুবই চর্চা হয়। অভিনেত্রী শুভশ্রী গঙ্গোপাধ্যায় ও পরিচালক রাজ চক্রবর্তীর ছেলে ইউভানের ভিডিও প্রায়ই ভাইরাল হয়৷
মাঝেমধ্যেই সোশাল মিডিয়ায় বেশকিছু ভিডিও, রিলস পোস্ট করেন অভিনেত্রী। মাঝেমধ্যে টুকটাক ছোট্ট ইউভানকে সেখানে দেখাও যায়। রবিবার শুভশ্রীর বাড়ির সকলেই খোশ মেজাজে। ট্রেন্ডিং দক্ষিণের ‘টাম টাম’ গানে দিদি দেবশ্রীর সঙ্গে জমিয়ে নাচলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায়। সঙ্গে যোগ্য সংগত দিল খুদে ইউভানও।
শুভশ্রী ও দেবশ্রীর সঙ্গে একই ফ্রেমে দেখা গিয়েছে বাড়ির আরও দু’জন সদস্যকেও। তবে পুরো ভিডিয়ো জুড়ে যে সব ফোকাশ কেড়ে নিয়েছে, সে হল রাজ-শুভশ্রী পুত্র ইউভান। যার নাচে রীতিমতো মুগ্ধ নেটদুনিয়া।
ইউভানের পরনে ছিল লাল টিশার্ট, কালো প্যান্ট আর সঙ্গে বাড়ির জুতো। শুভশ্রীর পরনে হটপ্যান্ট, টিশার্ট, পায়ে স্লিপার৷ এই ভিডিয়ো এই মুহূর্তে তুমুল ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।
ছবি ও ভিডিও- ইন্সটাগ্রাম।
বিনোদনের খবর আরও বেশি জানতে পড়ুন খবর অনলাইন।