কলকাতা: তৈরি হচ্ছে সান্তাক্লজ। আসছে বড়দিন। উৎসবের আবহে মেতে উঠবে শহর। তার আগে চলছে যাবতীয় প্রস্তুতি।
ক্রিসমাস উপলক্ষে বিশ্বজুড়েই সাজ সাজ রব। খামতি নেই কলকাতাতেও। নিউমার্কেট এলাকায় জমে উঠেছে বড়দিনের কেনাকাটা। ছবি: রাজীব বসু
প্রতি বছরই বড়দিন উপলক্ষে আলোকমালায় সেজে ওঠে পার্ক স্ট্রিট। সেখানে ভিড় জমান অগুন্তি মানুষ। সারা রাত ধরে জনসমুদ্রের রূপ নেয় গোটা এলাকা। ফাইল ছবি
পাশাপাশি ঘরদোর সাজিয়ে তোলায় খামতি রাখেন না অনেকে। বিশেষ করে শিশুদের জন্য থাকে নানা আয়োজন। ছবি: রাজীব বসু
বড়দিনে অপেক্ষা থাকে বিশেষ একজনের জন্য। তিনি হলেন সকলের প্রিয় সান্তাক্লজ। এমন এক ‘ঐতিহাসিক’ চরিত্র নিয়ে রয়েছে নানা ধরনের কাহিনি। ছবি: রাজীব বসু
আজকের সান্তা মানে লালটুপি পরিহিত এক দাঁড়িওয়ালা বুড়ো। বড়দিন উপলক্ষে সান্তাক্লজ তৈরিতে হাত লাগিয়েছেন মুসলিম মহিলারাও। ছবি: রাজীব বসু
আরও পড়ুন: প্রকাশ্যে মাংস বিক্রি ও বেলাগাম মাইক নিষিদ্ধ, দায়িত্ব নিয়েই ঘোষণা মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী