কলকাতা: বড়দিনে জনসমুদ্র উপচে পড়ল পার্ক স্ট্রিটের রাস্তায়। বড়দিনের রাতে পার্ক স্ট্রিটের ভিড় যেন মনে করিয়ে দিল দুর্গাপুজোর ভিড়কে। শুধু পার্ক স্ট্রিটেই নয়, সোমবার দিনভর কলকাতার বিভিন্ন জায়গায় ভিড় জমজমাট। ইকোপার্ক থেকে শুরু করে আলিপুর চিড়িয়াখানা, ভিক্টোরিয়া, কিংবা নিকো পার্ক- ইকো পার্ক, সব জায়গাতেই উপচে পড়েছে ভিড়।
বো ব্যারাকে বড়দিনে আনন্দে নৃত্য। ছবি: রাজীব বসু
সেন্ট পলস ক্যাথিড্রালে মোমবাতি জ্বালিয়ে প্রার্থনা। ছবি: রাজীব বসু
চলল দেদার সিলফি তোলা। ছবি: রাজীব বসু
জমজমাট আলিপুর চিড়িয়াখানা। ছবি: রাজীব বসু
বড়দিনে জমজমাট ইকোপার্ক। ছবি: রাজীব বসু
ইকোপার্ক ভিড়ে ভিড়। ছবি: রাজীব বসু
দমদমে অভিনব বড়দিন পালন। ছবি: রাজীব বসু
পার্ক স্ট্রিটের ভিড় সামলাতে পুলিশ কমিশনার বিনীত গোয়েল। ছবি: রাজীব বসু