Homeশরীরস্বাস্থ্যব্যায়ামের সময় হার্ট অ্যাটাকের ৫ সংকেত, যা কখনোই উপেক্ষা করবেন না

ব্যায়ামের সময় হার্ট অ্যাটাকের ৫ সংকেত, যা কখনোই উপেক্ষা করবেন না

প্রকাশিত

নিয়মিত ব্যায়াম হার্টের স্বাস্থ্যের জন্য উপকারী হলেও, অনেক সময় শরীর এমন কিছু সংকেত দেয় যা অবহেলা করলে বড় বিপদ ঘটতে পারে।  কলাকাতার এক প্রখ্যাত হৃদ্‌রোগ বিশেষজ্ঞের মতে “যে কোনও শারীরিক কসরতের সময় যদি বুকের অস্বস্তি, শ্বাসকষ্ট বা মাথা ঘোরা হয়, সঙ্গে সঙ্গে ব্যায়াম বন্ধ করে চিকিৎসা নেওয়া উচিত। এগুলো হার্ট অ্যাটাকের পূর্বাভাস হতে পারে।”

নিচে ব্যায়ামের সময় ৫টি গুরুত্বপূর্ণ সতর্ক সংকেত দেওয়া হলো—

১. বুকের ব্যথা বা চাপ (Chest Pain/Pressure)

বুকের মাঝখান বা বাম দিকে চাপ, জ্বালা বা টান লাগার অনুভূতি হার্টের রক্তপ্রবাহে বাধার ইঙ্গিত দিতে পারে। বিশেষত যদি ব্যথা কাঁধ, বাহু, ঘাড় বা চোয়ালে ছড়িয়ে পড়ে, তবে তা অবহেলা করবেন না।

২. শ্বাসকষ্ট বা অস্বাভাবিক ক্লান্তি (Shortness of Breath)

সামান্য পরিশ্রমেই যদি শ্বাস নিতে কষ্ট হয়, বা হঠাৎ অস্বাভাবিক ক্লান্তি অনুভূত হয়, তবে এটি হৃদ্‌যন্ত্রের দুর্বল হবার সংকেত।

৩. মাথা ঘোরা বা হালকা অজ্ঞান হওয়া (Dizziness/Fainting)

ব্যায়ামের সময় মাথা ঘোরা বা চোখে অন্ধকার দেখা দিলে হার্টের পাম্পিং ক্ষমতা কমে গেছে বলে সন্দেহ হতে পারে। এই অবস্থা জরুরি চিকিৎসার প্রয়োজন।

আরও পড়ুন: ডাবের জলে ভেজানো চিয়া সিডস: সকালে খালি পেটে খেলে মিলবে ৭ অসাধারণ উপকারিতা

৪. অনিয়মিত হৃদস্পন্দন (Irregular Heartbeat/Palpitations)

হৃৎস্পন্দন হঠাৎ বেড়ে যাওয়া, ধীর হয়ে যাওয়া বা অনিয়মিত হওয়া—সবই হার্টের রিদম সমস্যার লক্ষণ হতে পারে। ব্যায়ামের মাঝেও এটি ঘটতে পারে এবং ঝুঁকি বাড়ায়।

৫. বমি বমি ভাব বা অতিরিক্ত ঘাম (Nausea/Excessive Sweating)

শরীরের তাপমাত্রা বেশি না থাকা সত্ত্বেও হঠাৎ ঠান্ডা ঘাম হওয়া বা বমি ভাব অনুভব করা, প্রায়শই হার্ট অ্যাটাকের গোপন সতর্কবার্তা।

বিশেষজ্ঞের পরামর্শ

ওই চিকিৎসকের মতে  “অনেক সময় তরুণ বা ফিটনেসপ্রেমীরাও ভাবে, তাদের হার্টের সমস্যা হবে না। কিন্তু হৃদ্‌রোগ বয়স দেখে আসে না। শরীরের সংকেত উপেক্ষা করলে বিপদ যে কোনও সময় আসতে পারে।”

তিনি আরও বলেন, নিয়মিত চেকআপ, সুষম খাদ্যাভ্যাস, পর্যাপ্ত জলপান এবং অতিরিক্ত পরিশ্রম এড়িয়ে চলা হৃদ্‌স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ।

ব্যায়ামের সময় শরীরের অস্বাভাবিক লক্ষণগুলো চিনে নেওয়া এবং দ্রুত পদক্ষেপ নেওয়া জীবন বাঁচাতে পারে। হার্ট অ্যাটাকের সতর্ক সংকেতগুলো কখনোই উপেক্ষা করবেন না। মনে রাখবেন, আপনার স্বাস্থ্য আপনার হাতেই।

আরও পড়ুন: ঘর-গাড়ির ভেতরেই সবচেয়ে বেশি প্লাস্টিক দূষণ! দিনে ফুসফুসে ঢুকছে ৬৮ হাজার মাইক্রো প্লাস্টিক কণা

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

পুজোর আগে সুখবর, সরকারি কর্মীদের জন্য এলটিসি-এইচটিসির মেয়াদ বাড়ল এক বছর

রাজ্য সরকারি কর্মীদের জন্য বড় সিদ্ধান্ত নিল নবান্ন। এলটিসি ও এইচটিসির মেয়াদ বাড়িয়ে ২০২৬ সালের ৩১ অক্টোবর পর্যন্ত করা হল। আগামী এক বছরের মধ্যে যাঁরা সুবিধা নিতে পারেননি, তাঁরা তা ব্যবহার করতে পারবেন।

কবি সুভাষের পর শহিদ ক্ষুদিরামেও পরিষেবা কমল, পুজোর মুখে বিপাকে মেট্রো যাত্রীরা

দক্ষিণ কলকাতার শহিদ ক্ষুদিরাম স্টেশনে মেট্রো পরিষেবা কমানোর সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। কবি সুভাষ স্টেশনে সংস্কারের কাজ চলায় আগেই বন্ধ ছিল পরিষেবা। বৃহস্পতিবার লাইনের গণ্ডগোলে অর্ধঘণ্টা বন্ধও থাকল মেট্রো।

উত্তরবঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণেও ঝড়বৃষ্টি; একাধিক জেলায় সতর্কতা জারি

মৌসুমি অক্ষরেখা ও ঘূর্ণাবর্তের প্রভাবে রাজ্যে ঝড়বৃষ্টি। উত্তরবঙ্গের পাঁচ জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা, আলিপুরদুয়ারে কমলা সতর্কতা। দক্ষিণবঙ্গেও একাধিক জেলায় হলুদ সতর্কতা জারি।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।