Homeশরীরস্বাস্থ্যজাঙ্ক ফুড ও প্রসেস করা খাবারের বিজ্ঞাপন বিভ্রান্তিকর, ভারতে বাড়ছে স্থুলতা ও...

জাঙ্ক ফুড ও প্রসেস করা খাবারের বিজ্ঞাপন বিভ্রান্তিকর, ভারতে বাড়ছে স্থুলতা ও ডায়াবেটিস, চাঞ্চল্যকর তথ্য সরকারি সমীক্ষায়

প্রকাশিত

মৌ বসু

ডায়াবেটিস, স্থুলতার মতো লাইফস্টাইল ডিজিজে আক্রান্তের সংখ্যা ভারতে বেড়েই চলেছে। সাম্প্রতিক একটি সরকারি সমীক্ষা রিপোর্টে বলা হয়েছে, অতিরিক্ত প্রসেস করা খাবার ও মুখরোচক জাঙ্ক ফুড শুধু লাইফস্টাইল ডিজিজের জন্যই দায়ী নয়, এ সব খাবারের বিজ্ঞাপনও নেতিবাচক প্রভাব ফেলে আমাদের শরীর ও মনের ওপর।

‘ফিফটি শেড্‌স অফ ফুড অ্যাডভার্টাইজিং’ (50 Shades of Food Advertising) নামে ওই গবেষণা রিপোর্ট প্রকাশ করেছে নিউট্রিশন অ্যাডভোকেসি ইন পাবলিক ইন্টারেস্ট (Nutrition Advocacy in Public Interest) বা নাপি (NAPI) নামক সরকারি সংস্থা।

ওই গবেষণা রিপোর্টে আরও বলা হয়েছে, প্রচুর পরিমাণে নুন থাকা খাবার (হাই সল্ট ফুড প্রোডাক্ট) ও অতিরিক্ত প্রসেস করা খাবারের (আলট্রা প্রসেসড ফুড) বিজ্ঞাপন অত্যন্ত বিভ্রান্তিকর। এ সব বিজ্ঞাপন লোভের উদ্রেক করে, ঠকিয়ে বিভ্রান্তি সৃষ্টি করে। এ সব অস্বাস্থ্যকর খাবার বিক্রি করার জন্য বিশেষজ্ঞদের মতামত বলে চালিয়ে আমজনতার বিশ্বাসকে ঠকিয়ে বিভ্রান্তি তৈরি করা হয়। আসল ফল ব্যবহার করা হয়েছে বলে মিথ্যে দাবি করা হয়। সেলিব্রিটিদের ব্যবহার করে ব্র্যান্ড ভ্যালু বাড়ানো হয়। চূড়ান্ত অস্বাস্থ্যকর খাবারকেও স্বাস্থ্যকর বলে চালানো হয়।

চলতি বছরে আইসিএমআর ও ন্যাশনাল ইনস্টিটিউট অফ নিউট্রিশন যে খাবারের তালিকা প্রকাশ করেছিল তাতে স্পষ্টই উল্লেখ করেছিল এখন ভারতে এ সব অস্বাস্থ্যকর মুখরোচক জাঙ্ক ফুড খেয়ে ৫-১০ বছর বয়সি ১০% শিশু প্রি-ডায়াবেটিসের শিকার।

ব্রিটিশ মেডিক্যাল জার্নালের আরও একটি গবেষণায় বলা হয়েছে, জাঙ্ক ফুড খেলে ৩২ রকমের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে। কারণ, এ সব জাঙ্ক ফুডে এমন সব পদার্থ ব্যবহার করা হয় যা সাধারণত বাড়ির খাবারে ব্যবহার করা হয় না। আইসক্রিম, সসেজ, চিপস, সোডা, কার্বোনেটেড ড্রিঙ্ক, ইনস্ট্যান্ট ফুড, অ্যালকোহলিক ড্রিঙ্কের শেলফ লাইফ বা বেশ কিছু দিন ঠিক রাখতে প্রচুর পরিমাণে প্রিজারভেটিভ, ইমালসিফায়ার, কৃত্রিম চিনি, কৃত্রিম রং ও ফ্লেভার ব্যবহার করা হয়, যা খেলে অন্ত্রের ভালো ব্যাক্টেরিয়া ধ্বংস হয়ে যায়। হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর আশঙ্কা ৫০% বাড়ে, ৪৮-৫৩% মানসিক সমস্যা ও উদ্বেগের সম্ভাবনা বাড়ে, ১২% টাইপ টু ডায়াবেটিসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা বাড়ে, ২২% মানসিক অবসাদগ্রস্ত হওয়ার আশঙ্কা বাড়ে, ৬৬% ঘুমের সমস্যা বাড়ে এ সব জাঙ্ক ফুড খেলে।

এ ছাড়াও গবেষণায় দেখা গিয়েছে, বেশি পরিমাণে জাঙ্ক ফুড খেলে হাঁপানির আশঙ্কা বাড়ে। রক্তে ফ্যাটের পরিমাণ বেড়ে যায় আর ভালো কোলেস্টেরলের মাত্রা কমে গিয়ে হার্টের অসুখে আক্রান্ত হওয়ার আশঙ্কা বাড়ে।

আরও পড়ুন

ডায়াবেটিসে ভুগছেন? রোজ পেয়ারাপাতার চা খেয়ে দেখুন না!

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

আমেরিকার নন-ইমিগ্রান্ট ভিসার নিয়ম বদল, ভারতীয়দের জন্য বাড়ল বি১-বি২ ভিসার অপেক্ষার সময়

আমেরিকার এনআইভি ভিসার নতুন নিয়মে আবেদনকারীদের নিজের দেশেই ইন্টারভিউ দিতে হবে। ফলে ভারতীয়দের বি১-বি২ ভিসা পেতে আরও বেশি অপেক্ষা করতে হবে।

১৫ সেপ্টেম্বর থেকে বর্ষা বিদায় রাজস্থানে, পূর্ব ভারতে বাড়ছে বৃষ্টির দাপট; উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা

১৫ সেপ্টেম্বর থেকে রাজস্থান থেকে বর্ষা বিদায় শুরু হবে। পূর্ব ভারতে বৃষ্টির দাপট বাড়বে। উত্তরবঙ্গে অতি ভারী বর্ষণের সতর্কতা, দক্ষিণে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা।

হীরক জয়ন্তী বর্ষে বেহালা নূতন দল, দর্শনার্থীদের নিয়ে যাবে রাজা বীর সিংহ ও রাই কুমারীর দেশে

বেহালা নূতন দলের এবারের হীরক জয়ন্তী পুজোর থিম ‘শিবাণী ধাম’। রাজা বীর সিংহ ও রাই কুমারীর ঐতিহাসিক কাহিনি মণ্ডপে জীবন্ত হয়ে উঠছে।

দুর্গাপুজোর মুখে কলকাতায় প্রধানমন্ত্রী মোদী, ১৪-১৫ সেপ্টেম্বর একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সফর উপলক্ষে ১৪ ও ১৫ সেপ্টেম্বর কলকাতায় একাধিক রাস্তায় ট্রাফিক বিধিনিষেধ জারি করল পুলিশ। জানুন কোন রাস্তায় কবে নিষেধাজ্ঞা থাকবে।

আরও পড়ুন

আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও বাড়ছে বিপদ! শুক্রাণুর ক্ষতি, কমাচ্ছে প্রজনন ক্ষমতা, চাঞ্চল্যকর তথ্য গবেষণায়

ফাস্টফুড, সোডা, পেস্ট্রি, চিপসের মতো আল্ট্রা প্রসেসড খাবার কম খেলেও ঝুঁকি কমে না। নতুন গবেষণায় দেখা গেছে, পুরুষদের শুক্রাণুর ক্ষতি ও প্রজনন ক্ষমতা হ্রাস পাচ্ছে। বিস্তারিত জানুন।

বিমানবন্দরের কাছে বাড়ি? হার্ট ফেলিয়র, স্ট্রোক-সহ একাধিক ঝুঁকি, জানাল গবেষণা

বিমানবন্দরের কাছে বসবাসকারীদের জন্য বিপদ! গবেষণায় উঠে এসেছে, লাগাতার শব্দ ও আলোর প্রভাবে বাড়ছে ঘুমের সমস্যা, হার্ট ফেলিয়র, স্ট্রোক ও ডায়াবেটিসের ঝুঁকি।

কলকাতায় বাড়ছে ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’র দাপট! হঠাৎ আবহাওয়া বদলে শ্বাসকষ্টে ভুগছেন বহু মানুষ

কলকাতায় ‘থান্ডারস্টর্ম অ্যাজমা’ বাড়ছে। আবহাওয়ার অস্থিরতায় হাঁপানি ও ফুসফুসের রোগীরা বিপাকে। বিশেষজ্ঞদের মতে, বৃষ্টি, ধুলো, ভাইরাস সংক্রমণ ও বাতাসে বিষাক্ত গ্যাসে শ্বাসকষ্ট বাড়ছে। সূত্র: টাইমস অফ ইন্ডিয়া।