হাতে আর মাত্র কয়েকটা দিন বাকি, তারপরেই বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো আসতে চলেছে। আর এই দুর্গাপুজোর সময়ে জেল্লাদার ত্বকের স্বপ্ন কে না দেখেন। কিছু প্রাকৃতিক উপাদানের সাহায্যে ঘরোয়া পদ্ধতিতে বানানো ফেসপ্যাকে আপনি এই পুজোতে পেতে পারেন একেবারে জেল্লাদার ত্বক।
১। মুলতানি মাটি ও চন্দনগুঁড়ো
বিশেষ করে তৈলাক্ত ত্বকের জন্য এই ফেসপ্যাক খুবই উপকারী। যদি ত্বকের জেল্লা বাড়াতে চান তবে সপ্তাহে ১ দিন এই ফেসপ্যাকটি ব্যবহার করতে পারেন।
ফেসপ্যাকটি কীভাবে প্রস্তুত করবেন –
প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো মুলতানি মাটি এবং চন্দনগুঁড়ো নিন। এইবার এর সাথে পরিমাণ মতো জল বা গোলাপ জল নিয়ে একটি মিশ্রণ তৈরী করুন। এই মিশ্রণটি মুখে লাগিয়ে ১০ মিনিট লাগিয়ে অপেক্ষা করুন। তারপর পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে নিন।
২। বেসন এবং দুধের সর
রান্নাঘরের অতি প্রয়োজনীয় উপাদান বেসন কিন্তু একটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর এবং ক্লিনজার হিসেবে কার্যকরী ভূমিকা পালন করে। তাই তো ঘরোয়া রূপটানে বছরের পর বছর ধরে বেসন ব্যবহার বৃদ্ধি পাচ্ছে।
ফেসপ্যাকটি কীভাবে প্রস্তুত করবেন –
প্রথমে ২ চামচ বেসন, ২ চামচ দুধের সর এবং পরিমাণ মতো গোলাপ জল একসাথে নিয়ে একটি মিশ্রণ তৈরী করুন। এইবার মিশ্রণটি মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।
পড়ুন: নিমতেলেই আছে এই ৫টি সমস্যার সমাধান, মেনে দেখবেন নাকি?
৩। টক দই
ত্বককে সুস্থ এবং সতেজ রাখতে টক দই-এর গুরুত্ব অপরিসীম। এতে উপস্থিত ল্যাকটিক অ্যাসিড একটি প্রাকৃতিক এক্সফোলিয়েটর হিসেবেই কাজ করে এবং ত্বকের আর্দ্রতা ধরে রাখতেও বিশেষ ভূমিকা পালন করে এই অ্যাসিডটি।
ফেসপ্যাকটি কীভাবে প্রস্তুত করবেন –
প্রথমে একটি পাত্রে পরিমাণ মতো টক দই নিন। এইবার এর সাথে সামান্য বেসন এবং হলুদ গুঁড়ো মেশান। তারপর একটি মিশ্রণ তৈরী করুন। এরপর পুরো মুখে লাগিয়ে ১০ মিনিট অপেক্ষা করে পরিষ্কার জলে মুখ ধুয়ে নিন।
রূপচর্চা সংক্রান্ত খবর পড়তে নজর রাখুন খবর অনলাইন