বর্তমানে ইন্টারনেটের যুগে প্রায় কমবেশি প্রত্যকেই সোশ্যাল মিডিয়ার ওপরে আসক্ত। এত বেশি পরিমাণে সোশ্যাল মিডিয়ার ওপরে নির্ভরশীল হওয়ার ফল যে শরীরের ওপরে পড়ছে। সে খেয়াল প্রায় অনেকেই করেন না। চোখের নিচের ফোলা ভাব বলে দেয় কতটা নিজেদের ব্যাপারে বেখেয়ালি।
আবার অনেক সময়, চোখের নিচের ফোলা ভাব বা কুচকে যাওয়া বয়স বৃদ্ধি পাওয়ার একটা লক্ষণ। তাই যদি আপনার চোখের নিচে ফোলা ভাব থেকে থাকে, তাহলে আর কোনও ভাবেই এটাকে অবহেলা করবেন না। বরং ঘরোয়া উপায়ে এই সমস্যার সমাধান করতে পারেন।
১। ডিমের সাদা অংশ-
ফ্রিজ থেকে ২ টো ডিম বের করে সাদা অংশ আলাদা করে নিন। একটু খানি বিট করে ফোম বানিয়ে নিন। এটা যত দ্রুত সম্ভব করবেন যাতে ফোমটা কিছুটা হলেও ঠান্ডা থাকে। এরপরে চোখের নিচে লাগিয়ে শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করুন। তারপর হালকা গরম জল দিয়ে মুছে নিন। ২-৩ দিন সপ্তাহে করলে দ্রুত ফল পাবেন।
২। অ্যালোভেরা জেল-
সকাল এবং রাতে চোখের নিচে লাগিয়ে রাখুন অ্যালোভেরা জেল। ১০-১৫ মিনিট লাগিয়ে রাখুন। শুকিয়ে গেলে ভেজা কাপড় দিয়ে মুছে নিন।
৩। শসা-
সকালে ঘুম থেকে উঠে বেশ কয়েক টুকরো শসা স্লাইস করে নিন। তারপর কনটেইনারে রেখে ফ্রিজে রেখে দিন। দিনের মধ্যে যত বার সময় পাবেন, ২ টো স্লাইস শসা নিয়ে চোখের উপরে রেখে ১০ মিনিট রেস্ট করুন। ১০ মিনিট পরে মুছে নিলেই হবে। জল দিয়ে ধোয়ার কোনও প্রয়োজন নেই।
৪। দুধ-
যদি আপনার চোখের নিচের অংশ অনেক বেশি ফোলা হয়ে থাকে তাহলে আপনি ঘন দুধ ব্যবহার করতে পারেন। ঘন দুধে যে ফ্যাট থাকে সেটাতে প্রচুর পরিমাণে ময়েশ্চারাইজিং উপাদান থাকে, যেটা চোখের নিচে ত্বককে স্মুদ করবে। এতে চোখের নিচের ফোলা ভাব এবং কালো দাগ ২টোই দূর হবে।
৫। গ্রিন টি-
গ্রিন টিতে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি-অক্সিডেন্ট, টানিস এবং ক্যাফেইন। এগুলো চোখের ফোলা ভাব কমায়, পাশাপাশি ডার্ক সার্কেল থাকলে সেটাও দূর করবে।
রূপচর্চা সংক্রান্ত খবর পড়তে নজর রাখুন খবর অনলাইনে।