Homeখবরবাংলাদেশকোটা সংস্কার আন্দোলন:  বাংলাদেশে কারফিউ দেশ জুড়ে, সেনা মোতায়েন

কোটা সংস্কার আন্দোলন:  বাংলাদেশে কারফিউ দেশ জুড়ে, সেনা মোতায়েন

প্রকাশিত

ঢাকা: বাংলাদেশে চলমান কোটা সংস্কার আন্দোলনে হিংসা অব্যাহত। দেশের বিভিন্ন স্থানে সহিংস পরিস্থিতি সৃষ্টি হওয়ার পর সরকার সারাদেশে কারফিউ জারি করার সিদ্ধান্ত নিয়েছে।

শুক্রবার রাতে গণভবনে অনুষ্ঠিত ১৪ দলের বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই সিদ্ধান্ত নেন। এ খবর জানিয়েছেন, প্রধানমন্ত্রীর প্রেস সচিব নাঈমুল ইসলাম খান। বিবিসি বাংলাকে তিনি জানান, আইন মন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীকে দ্রুত এই সিদ্ধান্ত কার্যকরের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেয়া হয়েছে।

কোটা সংস্কার আন্দোলনে মৃত বেড়ে ২৭, বাংলাদেশে বসবাসকারী ভারতীয়দের ঘরে থাকার পরামর্শ হাইকমিশনের

ঢাকায় হিংসা ও প্রাণহানি

শুক্রবারের হিংসায় ঢাকায় ৩২ জনের মৃত্যু হয়েছে। ঢাকার রামপুরা-বনশ্রী এলাকায় ব্যাপক হিংসা ঘটে, যেখানে ফরাজী হাসপাতালে নিয়ে আসার পর ১০ জনকে মৃত ঘোষণা করা হয়। হাসপাতালের ম্যানেজার রুবেল হোসেন জানিয়েছেন, নিহত সকলেই গুলিতে মারা গেছেন এবং তাদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এছাড়া, ফরাজী হাসপাতালে আহত প্রায় ৩০০ জনের চিকিৎসা করা হয়েছে, যাদের বেশিরভাগই গুলিবিদ্ধ ছিলেন।

কুয়েত মৈত্রী হাসপাতালের সুপারিনটেন্ডেন্ট মো. মিজানুর রহমান জানিয়েছেন, জোবায়ের ব্যাপারী নামে ৪০ বছর বয়সী একজন ব্যবসায়ীকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তিনি জানান, জোবায়ের ব্যাপারী পথচারী হিসেবে সংঘর্ষের এলাকা অতিক্রম করছিলেন। এছাড়া, কুয়েত মৈত্রী হাসপাতালে অন্তত ৮৯ জন আহত ব্যক্তিকে চিকিৎসা দেয়া হয়েছে, যাদের মধ্যে পাঁচজন গুলিবিদ্ধ ছিলেন।

সরকারের প্রতিক্রিয়া

সরকারের তরফ থেকে জানানো হয়েছে, সারা দেশে যে সকল জায়গায় সহিংসতার শঙ্কা রয়েছে, সেসব জায়গায় সেনাবাহিনী প্রশাসনকে সহায়তা করবে। প্রধানমন্ত্রীর প্রেস সচিব বলেন, “আইন শৃঙ্খলা রক্ষায় সেনাবাহিনী সহায়তা প্রদান করবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে।”

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বর্ষা বিদায় নিতে শুরু করলেও পুজোয় বৃষ্টির হাত থেকে নিস্তার নেই পশ্চিমবঙ্গের

এবার পুজোটাই পড়েছে বর্ষাতে। তাই বর্ষার আর কী দোষ! বৃষ্টি হবেই। কিছু করার নেই।

নির্ধারিত সময়ের আগেই রাজস্থানে বর্ষা বিদায়, পশ্চিমবঙ্গে কবে?

রাজস্থানের পশ্চিম প্রান্ত থেকে নির্ধারিত সময়ের তিন দিন আগেই বর্ষার বিদায়যাত্রা শুরু। পঞ্জাব-গুজরাট থেকেও বিদায় নেবে বর্ষা। এদিকে দিঘায় ১২ ঘণ্টায় রেকর্ড ১৯৮ মিমি বৃষ্টি।

এশিয়া কাপ: পাকিস্তান ধরাশায়ী, গ্রুপের দ্বিতীয় ম্যাচে ৭ উইকেটে জিতল ভারত  

পাকিস্তান: ১২৭-৯ (শাহিবজাদা ফারহান ৪০, শাহিন শাহ আফ্রিদি ৩৩ নট আউট, কুলদীপ যাদব ৩-১৮,...

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্প, আতঙ্কে রাস্তায় নেমে এলেন মানুষ, হৃদরোগে আক্রান্ত হয়ে ১ মহিলার মৃত্যু

অসমে ৫.৯ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠল বিস্তীর্ণ এলাকা। আতঙ্কে রাস্তায় ছুটে বেরোলেন মানুষ। ক্ষয়ক্ষতির মাত্রা এখনও স্পষ্ট নয়।

আরও পড়ুন

প্রয়াত লেখক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর, বয়স হয়েছিল ৯৪

লেখক, গবেষক ও বামপন্থী বুদ্ধিজীবী বদরুদ্দীন উমর আর নেই। ৯৪ বছর বয়সে ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার মৃত্যুতে বামপন্থী আন্দোলন ও গবেষণা জগতে শোকের ছায়া।

বাংলাদেশের গোয়ালন্দে মৃত ধর্মগুরুর দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দিল মৌলবাদীরা, দেশজুড়ে সমালোচনার ঝড়

বাংলাদেশের গোয়ালন্দে মৃত পীর নুরুল হকের দেহ কবর থেকে তুলে পুড়িয়ে দেওয়ার অভিযোগে তীব্র সমালোচনা। ঘটনায় উত্তাল দেশ, প্রতিবাদে সরব হলেন লেখিকা তসলিমা নাসরিন।

কলকাতার উপনগরীতে আওয়ামী লীগের ‘গোপন দফতর’, ভার্চুয়ালে চলছে দলীয় কর্মকাণ্ড

কলকাতা লাগোয়া উপনগরীতে গোপন পার্টি অফিস খুলেছে বাংলাদেশ আওয়ামী লীগ। বাইরে কোনো সাইনবোর্ড বা ছবি নেই। ভারতে আশ্রয় নেওয়া শীর্ষ নেতারা এখান থেকেই ভার্চুয়ালে চালাচ্ছেন রাজনৈতিক কর্মকাণ্ড।