Homeখবরবিদেশতীব্র ভূকম্প তুরস্কে, মৃত অন্তত ৭৬, সংখ্যা অনেক বাড়ার আশঙ্কা

তীব্র ভূকম্প তুরস্কে, মৃত অন্তত ৭৬, সংখ্যা অনেক বাড়ার আশঙ্কা

প্রকাশিত

খবরঅনলাইন ডেস্ক: সোমবার খুব ভোরে প্রবল ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেল তুরস্কের সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণাংশ। এখনও পর্যন্ত ৭৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। একই সঙ্গে ভূমিকম্পে কেঁপে উঠেছে সিরিয়ার উত্তর অঞ্চল।

এই ভূমিকম্পে আহতের সংখ্যা এখনও পর্যন্ত ৫৩০। জোর কদমে উদ্ধারকাজ চলছে। সময় যত যাচ্ছে, ততই ধ্বংসের চিত্রটা পরিষ্কার হচ্ছে।     

তীব্র ভূমিকম্পে যখন দুলে ওঠে তুরস্কের দক্ষিণাংশ, অনেকেই তখন ঘুমের মধ্যে ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই অনেক ক্ষতি হয়ে যায়। তবু বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। বহু বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। ফলে মৃতের সংখ্যা যে অনেক বাড়বে তাতে কোনো সন্দেহ নেই।

তুরস্কের জরুরি পরিষেবা পরিচালন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রথম কম্পন অনুভূত হয় দক্ষিণ তুরস্কের পাজারসিক শহরে সোমবার স্থানীয় সময় ভোর ৪টে ১৭ মিনিটে (ভারতীয় সময় সকাল ৬টা ৫৬ মিনিট)। এই পাজারসিক দক্ষিণ তুরস্কের গুরুত্বপূর্ণ শিল্পশহর গাজিয়ানটেপ থেকে ১ ঘণ্টা উত্তরে। দ্বিতীয় কম্পন অনুভূত হয় ১০ মিনিট পরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাজারসিক থেকে ৮০ কিমি দক্ষিণ-পশ্চিমে।

ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূপৃষ্ঠের ১৮ কিমি নীচে এই কম্পন সৃষ্টি হয়। ১০ মিনিট পরে আবার যে কম্পন অনুভূত হয় রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৭।

আতংকে মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ভিড় করে রয়েছে, এই ছবি তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম দেখিয়েছে। ভূমিকম্পের পর উদ্ধারকাজ শুরু হয়েছে। অভ্যন্তরীণ জরুরি পরিষেবার কর্মীরা সতর্ক করে দিয়ে বলেছেন, ভেঙে পড়া বাড়িগুলির তলায় বহু মানুষ আটকে থাকতে পারেন।  

আরও পড়ুন

এক দিকে মমতা, অন্য দিকে অমিত শাহ, সোমবার জমজমাট ত্রিপুরা

ইন্টারনেট স্পিড নিয়ে নতুন নিয়ম, ন্যূনতম গতি বেড়ে চারগুণ

সাম্প্রতিকতম

আইপিএল ২০২৫: বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি করে নিল পঞ্জাব কিংস ও কেকেআর

পঞ্জাব কিংস: ২০১-৪ (প্রভসিমরন সিং ৮৩, প্রিয়াংশ আর্য ৬৯, বৈভব অরোরা ২-৩৪) কলকাতা নাইট রাইডার্স:...

গরমে এসি ছাড়াই ঘর রাখুন ঠান্ডা, রইল সহজ কিছু কার্যকরী টিপস

তীব্র গরমেও এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখা সম্ভব। জানুন কীভাবে সঠিকভাবে পর্দা, বাতাস চলাচল ও সহজ কিছু ঘরোয়া উপায়ে স্বস্তি মিলবে।

গ্রুপ সি ও ডি কর্মীদের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, চাকরি বাতিল হলেও মিলবে আর্থিক সহায়তা

ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ২৫ হাজার ও ২০ হাজার টাকা মাসিক সহায়তা দেওয়া হবে।

প্রাপ্তবয়স্কদের মুখে বেবি ক্রিম ব্যবহার কতটা নিরাপদ? জানুন বিশেষজ্ঞের মতামত

বাজারের লেটেস্ট বিউটি প্রোডাক্ট না বুঝে ব্যবহার করলে হতে পারে ত্বকের ক্ষতি। প্রাপ্তবয়স্কদের ত্বকে বেবি ক্রিম বা লোশন লাগানো কি আদৌ ঠিক? বিশেষজ্ঞরা বলছেন, এটা ত্বকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিস্তারিত জানুন।

আরও পড়ুন

“আমরা তিন দশক ধরে আমেরিকার হয়ে ‘নোংরা কাজ’ করছি” — বিস্ফোরক স্বীকারোক্তি পাক প্রতিরক্ষামন্ত্রীর

পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ স্বীকার করলেন, পাকিস্তান গত তিন দশক ধরে আমেরিকা ও পশ্চিমা দেশগুলির হয়ে ‘নোংরা কাজ’ করেছে। এই স্বীকারোক্তি ভারতের বারবার তোলা সন্ত্রাসে মদতের অভিযোগকে কার্যত মেনে নেওয়ার সামিল।

গলা অবধি ঋণে ডুবে পাকিস্তান, যুদ্ধ করার সামর্থ আছে কি ইসলামাবাদের?

ভারতের বিরুদ্ধে যুদ্ধের হুঁশিয়ারি দিলেও ১০০ বিলিয়ন ডলারের ঋণ ও অর্থনৈতিক দুরবস্থার কারণে পাকিস্তানের পক্ষে যুদ্ধ চালানো বাস্তবে কতটা সম্ভব? বিশ্লেষণে উঠে এল চরম সংকটের ছবি।

বিশ্ব রাজনীতির অস্থিরতার মাঝে করুণার কণ্ঠস্বর: এক দশক ধরে পোপ ফ্রান্সিসের প্রগতিশীল পদচারণা

পোপ ফ্রান্সিসের এক দশকের পথচলায় উঠে এসেছে করুণা, জলবায়ু ন্যায়, শরণার্থী অধিকার ও গির্জার সংস্কারের বার্তা। রক্ষণশীলতার বিরুদ্ধে দাঁড়িয়ে তিনি হয়ে উঠেছেন সময়ের গুরুত্বপূর্ণ মানবিক কণ্ঠস্বর।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে