খবরঅনলাইন ডেস্ক: সোমবার খুব ভোরে প্রবল ভূমিকম্পে লন্ডভন্ড হয়ে গেল তুরস্কের সিরিয়ার সীমান্তবর্তী দক্ষিণাংশ। এখনও পর্যন্ত ৭৬ জনের দেহ উদ্ধার করা হয়েছে। রিখটার স্কেলে ভূমিকম্পের মাত্রা ছিল ৭.৮। একই সঙ্গে ভূমিকম্পে কেঁপে উঠেছে সিরিয়ার উত্তর অঞ্চল।
এই ভূমিকম্পে আহতের সংখ্যা এখনও পর্যন্ত ৫৩০। জোর কদমে উদ্ধারকাজ চলছে। সময় যত যাচ্ছে, ততই ধ্বংসের চিত্রটা পরিষ্কার হচ্ছে।
তীব্র ভূমিকম্পে যখন দুলে ওঠে তুরস্কের দক্ষিণাংশ, অনেকেই তখন ঘুমের মধ্যে ছিলেন। কিছু বুঝে ওঠার আগেই অনেক ক্ষতি হয়ে যায়। তবু বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। বহু বাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। ফলে মৃতের সংখ্যা যে অনেক বাড়বে তাতে কোনো সন্দেহ নেই।
তুরস্কের জরুরি পরিষেবা পরিচালন মন্ত্রকের তরফে জানানো হয়েছে, প্রথম কম্পন অনুভূত হয় দক্ষিণ তুরস্কের পাজারসিক শহরে সোমবার স্থানীয় সময় ভোর ৪টে ১৭ মিনিটে (ভারতীয় সময় সকাল ৬টা ৫৬ মিনিট)। এই পাজারসিক দক্ষিণ তুরস্কের গুরুত্বপূর্ণ শিল্পশহর গাজিয়ানটেপ থেকে ১ ঘণ্টা উত্তরে। দ্বিতীয় কম্পন অনুভূত হয় ১০ মিনিট পরে। ভূমিকম্পের কেন্দ্রস্থল ছিল পাজারসিক থেকে ৮০ কিমি দক্ষিণ-পশ্চিমে।
ইউএস জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, ভূপৃষ্ঠের ১৮ কিমি নীচে এই কম্পন সৃষ্টি হয়। ১০ মিনিট পরে আবার যে কম্পন অনুভূত হয় রিখটার স্কেলে তার মাত্রা ছিল ৬.৭।
আতংকে মানুষজন ঘরবাড়ি ছেড়ে রাস্তায় ভিড় করে রয়েছে, এই ছবি তুরস্কের রাষ্ট্র নিয়ন্ত্রণাধীন সংবাদমাধ্যম দেখিয়েছে। ভূমিকম্পের পর উদ্ধারকাজ শুরু হয়েছে। অভ্যন্তরীণ জরুরি পরিষেবার কর্মীরা সতর্ক করে দিয়ে বলেছেন, ভেঙে পড়া বাড়িগুলির তলায় বহু মানুষ আটকে থাকতে পারেন।
আরও পড়ুন
এক দিকে মমতা, অন্য দিকে অমিত শাহ, সোমবার জমজমাট ত্রিপুরা
ইন্টারনেট স্পিড নিয়ে নতুন নিয়ম, ন্যূনতম গতি বেড়ে চারগুণ