Homeখবরবিদেশ১০ হাজার বছর পর ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, উড়ানে বিঘ্ন, আরব...

১০ হাজার বছর পর ইথিওপিয়ার হাইলি গুবি আগ্নেয়গিরির অগ্ন্যুৎপাত, উড়ানে বিঘ্ন, আরব উপদ্বীপে বায়ুদূষণ সতর্কতা  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: প্রায় ১০ হাজার বছর চুপচাপ থাকার পর অগ্ন্যুৎপাত ঘটল ইথিওপিয়ার আফার অঞ্চলে অবস্থিত হাইলি গুবি আগ্নেয়গিরির। সংযুক্ত আরব আমিরশাহির খালেজ টাইম্‌স-এর প্রতিবেদনে বলা হয়েছে, নভেম্বরের ২৩ তারিখ ভোরে স্যাটেলাইট ডেটার মাধ্যমে এই অগ্ন্যুৎপাতের প্রথম লক্ষণ ধরা পড়ে। জনবসতি থেকে বিচ্ছিন্ন দানাকিল ডিপ্রেশনের এই অঞ্চলে কোনো স্থলনির্ভর ভূমিকম্প পর্যবেক্ষণ ব্যবস্থা নেই। ফলে একমাত্র স্যাটেলাইটই তথ্য সংগ্রহের প্রধান মাধ্যম হয়ে উঠেছে।

ঘটনার পর অল্প সময়ের মধ্যেই আগ্নেয়গিরিটি থেকে প্রায় ১৫ কিলোমিটার পর্যন্ত উঠে যায় বিশাল ছাইয়ের মেঘ। ফরাসিভিত্তিক তুলুজ ভলকানিক অ্যাশ অ্যাডভাইজরি সেন্টার (VAAC) জানায়, ছাইয়ের মেঘ দ্রুত পূর্ব দিকে ভেসে ইয়েমেন ও ওমানের দিকে অগ্রসর হচ্ছে। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন দেশের বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ সতর্কতা জারি করেছে এবং কিছু রুটে উড়ান কঠোরভাবে পর্যবেক্ষণে রাখা হয়েছে।

আরব উপদ্বীপে বায়ুগুণমান সতর্কতা

ওমান ও ইয়েমেনের আবহাওয়া বিভাগ জানিয়েছে, ছাইয়ের সঙ্গে মিশে থাকা সালফার ডাই-অক্সাইড উপকূলীয় ও অভ্যন্তরীণ অঞ্চলে ছড়িয়ে পড়ছে। শ্বাসকষ্ট ও শ্বাসযন্ত্রের রোগে আক্রান্তদের বিশেষ সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

ভারতের ওপরও সম্ভাব্য প্রভাব

উচ্চস্তরের বায়ুপ্রবাহের কারণে ছাইয়ের মেঘ ভারত অভিমুখেও অগ্রসর হতে পারে বলে প্রক্ষেপণ মডেলে দেখা গেছে। দিল্লি ও জয়পুরের আকাশপথে এর প্রভাব পড়তে পারে বলে সতর্ক করেছে ভারতীয় বিমান চলাচল কর্তৃপক্ষ।
ইতিমধ্যে ২৪ নভেম্বর কান্নুর থেকে আবুধাবিগামী ইন্ডিগোর ৬ই ১৪৩৩ উড়ান সতর্কতামূলক ব্যবস্থা হিসাবে অহমদাবাদে পাঠিয়ে দেওয়া হয়। বিমানটি নিরাপদে অবতরণ করে এবং ফেরত উড়ানের ব্যবস্থা হচ্ছে।

পর্যবেক্ষণ সংস্থাগুলো স্যাটেলাইট ডেটার মাধ্যমে অবিরাম নজরদারি চালিয়ে যাচ্ছে এবং আরও তথ্য শিগগিরই প্রকাশ করা হবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

প্রিজারভেটিভ দেওয়া প্রসেসড খাবারে বাড়ছে ক্যানসারের ঝুঁকি! ব্রিটিশ মেডিক্যাল জার্নালের গবেষণায় চাঞ্চল্যকর তথ্য

প্রিজারভেটিভ মেশানো প্রসেসড খাবার ও পানীয় নিয়মিত খেলে ক্যানসারের ঝুঁকি উল্লেখযোগ্য ভাবে বাড়ে—ব্রিটিশ মেডিক্যাল জার্নালে প্রকাশিত ফরাসি গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

ভারতে প্রথম! সরকারি হাসপাতালে সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক চালু গ্রেটার নয়ডায়

ভারতে প্রথমবার কোনও সরকারি হাসপাতালে চালু হল সম্পূর্ণ AI নির্ভর হেলথ ক্লিনিক। গ্রেটার নয়ডার GIMS-এ এই পরিষেবা প্রান্তিক মানুষের চিকিৎসায় নতুন দিগন্ত খুলবে।

এক নির্লজ্জ আগ্রাসী আক্রমণের মুখোমুখি এই মুহূর্তে সারাবিশ্ব

পৃথিবী জুড়েই চলছে এই আগ্রাসন নীতি। কিন্তু কেন? তার নীল নকশা অনেক আগে থেকেই প্রস্তুতি করা হয়েছিল।

ক্ষেতে নীরব ক্ষতি? কীটনাশকে ভাঙছে কৃষকের মন

পশ্চিমবঙ্গে দীর্ঘদিন কীটনাশক ব্যবহারের ফলে কৃষকদের স্মৃতিশক্তি, সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ও মানসিক স্বাস্থ্যে মারাত্মক প্রভাব পড়ছে—নতুন গবেষণায় উঠে এল উদ্বেগজনক তথ্য।

আরও পড়ুন

ইরানে কেন এতো তীব্র হল গণবিক্ষোভ?

রানে সরকার-বিরোধী গণবিক্ষোভ চরমে। ৪২ জনের মৃত্যুর দাবি, ইন্টারনেট বন্ধ করে কড়া দমন প্রশাসনের। অর্থনৈতিক সংকট ও ধর্মীয় নেতৃত্বের বিরুদ্ধে আন্দোলন ছড়িয়েছে ৩১টি প্রদেশে।

বিতর্কের কেন্দ্রে ব্রুকলিনের এমডিসি, আইনজীবীরাই যাকে বলেন ‘নরকের মতো’, সেই কারাগারেই মাদুরো

‘নরকের মতো’ বলে পরিচিত নিউইয়র্কের ব্রুকলিনের মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারে আটক ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো। কারাগারের ভয়াবহ অবস্থা ও বিতর্কের বিস্তারিত।

বিশ্বের সর্বাধিক তেল মজুত ভেনেজুয়েলায়, তবু কেন উৎপাদনে পিছিয়ে দক্ষিণ আমেরিকার দেশটি?

ভেনেজুয়েলার হাতে বিশ্বের সবচেয়ে বড় তেল ভাণ্ডার—প্রায় ৩০৩ বিলিয়ন ব্যারেল। তবু বিনিয়োগ ঘাটতি, নিষেধাজ্ঞা ও প্রযুক্তিগত সমস্যায় তেল উৎপাদন সম্ভাবনার অনেক নীচে।