Homeখবরবিদেশদুঃসংবাদ! ১২ হাজার কর্মী ছাঁটাই করছে গুগল, জানালেন সিইও সুন্দর পিচাই

দুঃসংবাদ! ১২ হাজার কর্মী ছাঁটাই করছে গুগল, জানালেন সিইও সুন্দর পিচাই

প্রকাশিত

নতুন বছরের শুরুতেই বড়োসড়ো কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত ঘোষণা করল গুগলের (Google) মূল সংস্থা অ্যালফাবেট ইনকর্পোরেটেড (Alphabet Inc)।

গুগল সিইও সুন্দর পিচাই (Google CEO Sundar Pichai) একটি স্টাফ মেমোতে জানিয়ে দিলেন, প্রায় ১২,০০০ কর্মী ছাঁটাই করবে সংস্থা। ইতিমধ্যেই মার্কিন যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট কর্মীদের ছাঁটাই সংক্রান্ত ইমেল পাঠানো হয়েছে। অন্যান্য দেশেও স্থানীয় আইন অনুসরণ করে এই প্রক্রিয়া কার্যকর করা হবে বলে জানানো হয়েছে।

পিচাই জানিয়েছেন, পর্যালোচনা থেকে প্রাপ্ত সিদ্ধান্তের উপর ভিত্তি করে নির্দিষ্ট পদ থেকে কর্মী সংখ্যা হ্রাস করা হচ্ছে। অ্যালফাবেটের বিভিন্ন সংস্থা, প্রোডাক্ট, পদ এবং দেশ নির্বিশেষে এই ছাঁটাই করা হবে। সিদ্ধান্তটি নেওয়া খুব কঠিন বলেও জানান তিনি।

একটি বিবৃতিতে তিনি জানিয়েছেন, “এর মানে হল কিছু অবিশ্বাস্য ভাবে প্রতিভাবান লোককে বিদায় জানানো। এক দিন তাঁদের নিয়োগের জন্য আমরা কঠোর পরিশ্রম করেছি এবং তাঁদের সঙ্গে সাচ্ছন্দ্যে কাজ করেছি। এর জন্য আমি ভীষণ ভাবে দুঃখিত। যে সিদ্ধান্তগুলি আমাদের এখানে নিয়ে এসেছে তার জন্য আমি সম্পূর্ণ দায় নিচ্ছি। গত দু’বছর ধরে আমরা নাটকীয় বৃদ্ধির সময়কাল দেখেছি। কিন্তু আজকে আমরা যে অর্থনৈতিক বাস্তবতার মুখোমুখি হচ্ছি, তাতে মানানসই পদক্ষেপ নিতেই হচ্ছে”।

পিচাই আরও বলেছেন, “সংস্থার লক্ষ্যের দিকে নজর দিতে হবে আমাদের। আগামী দিনে যে বিপুল পরিমাণ সুযোগ আমাদের সামনে আসছে, আমি সেই বিষয়ে আত্মবিশ্বাসী। আমরা আগেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স (AI)-এ বিনিয়োগ করে আমাদের পণ্য ও পরিষেবাকে আরও শক্তিশালী করতে চলেছি। ভবিষ্যতে এই বিনিয়োগ আমাদের লক্ষ্য় পূরণের গতিকে আরও শক্তি জোগাবে।”

জানা গিয়েছে, মার্কিন যুক্তরাষ্ট্রে ছাঁটাই হওয়া কর্মীরা সম্পূর্ণ বিজ্ঞপ্তি সময়কাল বা ন্যূনতম ৩০ দিনের বেতন পাবেন। পাশাপাশি বরখাস্তের জন্য একটি প্যাকেজও রয়েছে। উল্লেখযোগ্য ভাবে, সম্প্রতি গুগলের প্রতিদ্বন্দ্বী কোম্পানি মাইক্রোসফট জানিয়ে দেয়,আপাতত ১০,০০০ কর্মী ছাঁটাই করবে। মূলত, প্রযুক্তি খাতে বড়ো ধস নামার আশঙ্কা থেকেই এই ছাঁটাই বলে ধারণা। এই খাতে লাগাতার ছাঁটাইয়ের তালিকায় নতুন সংযোজন গুগলের সিদ্ধান্ত।

আরও পড়ুন: ছাঁটাইয়ের মরশুমে আরেক ধাক্কা! এ বার ১০ হাজার কর্মীকে বিদায় জানাতে পারে গুগল

সাম্প্রতিকতম

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে...

‘অসত্য’ বিবৃতির জন্য অভিষেককে ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন; ‘অভিষেক ঠিকই বলেছে’, বলল তৃণমূল  

কলকাতা: ‘সমাজমাধ্যমে অসত্য এবং বিদ্বেষপ্রসূত বিবৃতি দেওয়ার জন্য’ তৃণমূল নেতাও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত...

ক্যানসারের ওষুধ ও মুখরোচক খাবারে কমল জিএসটি, গবেষণায় পরিষেবায় মিলল ছাড়

৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যানসারের ওষুধের জিএসটি কমিয়ে ৫% করার ঘোষণা। স্বাস্থ্য বিমার হার কমানোর জন্য গঠন করা হয়েছে গোম। নামকিনের উপর জিএসটি কমিয়ে ১২%।

‘পুজোয় ফিরে আসুন’ মমতার আহ্বান, তীব্র সমালোচনায় সরব আন্দোলনকারী থেকে বিরোধীরা

সোমবার এক মাস পূর্ণ হল আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর। এই দিনেই মুখ্যমন্ত্রী মমতা...

আরও পড়ুন

‘পানের স্বাদ উপভোগ করতে চাইলে কাশীতে বিনিয়োগ করুন’, সিঙ্গাপুরে ব্যবসায়ীদের উদ্দেশে মোদীর বিশেষ আহ্বান

সিঙ্গাপুরে ব্যবসা সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী ব্যবসায়ীদের কাশীতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বারানসীর বিখ্যাত পানের কথাও উল্লেখ করেন। এছাড়া সিঙ্গাপুরে 'ইনভেস্ট ইন্ডিয়া' অফিস স্থাপনের ঘোষণা দেন।

১০০-র বেশি মিসাইল ও প্রায় ১০০ ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা রাশিয়ার, দাবি জেলেনস্কির

"রাশিয়া ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় ১০০টি ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে।" সোমবার...

২৪৯২ ক্যারাটের হিরে, কোথায় মিলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই হীরকখণ্ড

ওজন ২৪৯২ ক্যারাট। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরের খোঁজ মিলেছে। এত্ত বড়ো হিরের খোঁজ মিলেছে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?