Homeখবরবিদেশগ্রেফতার ইমরান খান, অপরহরণের অভিযোগ তুলে সারা দেশে বিক্ষোভ তেহরিক-ই-ইনসাফের

গ্রেফতার ইমরান খান, অপরহরণের অভিযোগ তুলে সারা দেশে বিক্ষোভ তেহরিক-ই-ইনসাফের

প্রকাশিত

মহামুশকিলে পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান। পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই) চেয়ারম্যান ইমরান খানকে গ্রেফতার করা হয়েছে মঙ্গলবার সকালে। এরই মধ্যে তাঁর দলের অভিযোগ, অপরহরণ করা হয়েছে প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে।

স্থানীয় সংবাদ মাধ্যম সূত্রে খবর, এ দিন সকালে ইসলামাবাদ হাইকোর্টের ভিতর থেকে তাঁকে গ্রেফতার করে হেফাজতে নিয়েছে পাক আধাসেনা রেঞ্জার্স বাহিনী।

গত বছর পদ খোয়ানোর পর থেকে বিচারাধীন কয়েক ডজন মামলার শুনানির জন্য ইসলামাবাদ হাইকোর্টে প্রবেশ করছিলেন ইমরান। সে সময়ই ৭০ বছর বয়সী প্রাক্তন ক্রিকেটার-রাজনীতিবিদকে আধাসামরিক বাহিনী আদালত প্রাঙ্গণ থেকে হেফাজতে নেয়। গ্রেফতারের পর তাঁকে ইসলামাবাদের পলিক্লিনিকে সাত সদস্যের একটি মেডিক্যাল বোর্ড স্বাস্থ্য পরীক্ষার জন্য পাঠানো হয়।

ইমরানকে গ্রেফতারের পর পিটিআই নেতা ফাওয়াদ হুসেন টুইটারে লেখেন, প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানকে আদালত চত্বর থেকে অপহরণ করা হয়েছে। এরপর কয়েকশো আইনজীবী ও সাধারণ মানুষ নির্যাতনের শিকার হয়েছেন। ইমরান খানকে গ্রেফতারের পর ইসলামাবাদ হাইকোর্টের বিচারক স্বরাষ্ট্র সচিব ও আইজিকে নির্দেশ দিয়েছেন, ১৫ মিনিটের মধ্যে পুলিশকে আদালতে হাজির হতে হবে।

পিটিআই-এর নেতারা অভিযোগ করেছে, পুলিশ আদালতে প্রবেশ করে, বায়োমেট্রিক ডেটা নেওয়ার ঘরের কাচের জানালা ভেঙে দেয় এবং তাঁকে বাইরে টেনে নিয়ে যায়। পিটিআই নেতা আজহার মাসওয়ানি অভিযোগ করেছেন, রেঞ্জার্স বাহিনী আদালতের ভিতর থেকে অপহরণ করেছে ইমরানকে। তিনি আরও বলেন, দ্রুত সারাদেশে বিক্ষোভের ডাক দিয়েছে পিটিআই। ইতিমধ্যেই দলের কর্মীরা লাহোরে প্রাক্তন প্রধানমন্ত্রীকে গ্রেপ্তারের বিরুদ্ধে বিক্ষোভ দেখাচ্ছে।

সূত্রের খবর, জমি কেলেঙ্কারি সংক্রান্ত একটি মামলার কারণেই পিটিআই চেয়ারম্যান ইমরানকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারের পর ইমরানকে রেঞ্জার্স বাহিনীর জওয়ানেরা মারধর করেন বলে অভিযোগ।

আরও পড়ুন: সেতু থেকে নীচে পড়ল যাত্রীবোঝাই বাস, মধ্যপ্রদেশে মৃত অন্তত ২২

সাম্প্রতিকতম

আরজি কর আন্দোলনে শামিল কফি হাউসও, প্রতিটি টেবিলে জ্বলল মোমবাতি, উঠল স্লোগান, গাওয়া হল গান

কলকাতা: আরজি কর হাসপাতালে ট্রেনি ডাক্তারের ধর্ষণ ও খুনের ঘটনায় গোটা রাজ্য জুড়ে যে...

‘অসত্য’ বিবৃতির জন্য অভিষেককে ক্ষমা চাইতে বলল ডাক্তারদের সংগঠন; ‘অভিষেক ঠিকই বলেছে’, বলল তৃণমূল  

কলকাতা: ‘সমাজমাধ্যমে অসত্য এবং বিদ্বেষপ্রসূত বিবৃতি দেওয়ার জন্য’ তৃণমূল নেতাও সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নিঃশর্ত...

ক্যানসারের ওষুধ ও মুখরোচক খাবারে কমল জিএসটি, গবেষণায় পরিষেবায় মিলল ছাড়

৫৪তম জিএসটি কাউন্সিলের বৈঠকে ক্যানসারের ওষুধের জিএসটি কমিয়ে ৫% করার ঘোষণা। স্বাস্থ্য বিমার হার কমানোর জন্য গঠন করা হয়েছে গোম। নামকিনের উপর জিএসটি কমিয়ে ১২%।

‘পুজোয় ফিরে আসুন’ মমতার আহ্বান, তীব্র সমালোচনায় সরব আন্দোলনকারী থেকে বিরোধীরা

সোমবার এক মাস পূর্ণ হল আরজি কর কাণ্ডে নির্যাতিতার মৃত্যুর। এই দিনেই মুখ্যমন্ত্রী মমতা...

আরও পড়ুন

‘পানের স্বাদ উপভোগ করতে চাইলে কাশীতে বিনিয়োগ করুন’, সিঙ্গাপুরে ব্যবসায়ীদের উদ্দেশে মোদীর বিশেষ আহ্বান

সিঙ্গাপুরে ব্যবসা সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী ব্যবসায়ীদের কাশীতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বারানসীর বিখ্যাত পানের কথাও উল্লেখ করেন। এছাড়া সিঙ্গাপুরে 'ইনভেস্ট ইন্ডিয়া' অফিস স্থাপনের ঘোষণা দেন।

১০০-র বেশি মিসাইল ও প্রায় ১০০ ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা রাশিয়ার, দাবি জেলেনস্কির

"রাশিয়া ১০০টিরও বেশি ক্ষেপণাস্ত্র ও প্রায় ১০০টি ড্রোন ব্যবহার করে ইউক্রেনে হামলা চালিয়েছে।" সোমবার...

২৪৯২ ক্যারাটের হিরে, কোথায় মিলল বিশ্বের দ্বিতীয় বৃহত্তম এই হীরকখণ্ড

ওজন ২৪৯২ ক্যারাট। বিশ্বের দ্বিতীয় বৃহত্তম হিরের খোঁজ মিলেছে। এত্ত বড়ো হিরের খোঁজ মিলেছে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?