Homeখবরবিদেশপরমাণু বোমায় বেঁচে যাওয়াদের সংগঠন ‘নিহন হিদানকিও’-কে এ বছরের নোবেল শান্তি পুরস্কার...

পরমাণু বোমায় বেঁচে যাওয়াদের সংগঠন ‘নিহন হিদানকিও’-কে এ বছরের নোবেল শান্তি পুরস্কার  

প্রকাশিত

খবর অনলাইন ডেস্ক: জাপানি সংগঠন ‘নিহন হিদানকিও’-কে ২০২৪ সালের নোবেল শান্তি পুরস্কার দেওয়া হল। ১৯৪৫-এর জাপানের হিরোশিমা-নাগাসাকিতে মার্কিন পরমাণু বোমা বিস্ফোরণে যাঁরা বেঁচে গিয়েছিলেন তাঁদের বলা হয় ‘হিবাকুশা’। সেই ‘হিবাকুশা’রাই এই সংগঠনের সদস্য। ১৯৫৬ সালের ১০ আগস্ট গঠিত এই জাপানি সংগঠন পরমাণু বোমায় ক্ষতিগ্রস্তদের নিয়ে কাজ করে।

নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, পরমাণু অস্ত্রমুক্ত পৃথিবী গড়তে এই সংগঠন যে প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে, তার স্বীকৃতিস্বরূপ তাদের এ বছরের নোবেল পুরস্কার দেওয়া হল। পৃথিবীকে পরমাণু অস্ত্র থেকে মুক্ত করার লক্ষ্যে অসামান্য কাজ করে চলেছে এই জাপানি গোষ্ঠী। পরমাণু অস্ত্র কতটা ক্ষতিকর তা বোঝানোর জন্য তারা নানা প্রচারমূলক কর্মসূচি চালায়। হিরোশিমা ও নাগাসাকির মতো ঘটনা যাতে আরও কোনোদিন কোথাও না ঘটে, তা সুনিশ্চিত করতে তারা যে নিরলস কাজ করে চলেছে তার ভূয়সী করেছে নোবেল কমিটি।

৬ আগস্ট, ১৯৪৫ সাল। দ্বিতীয় বিশ্বযুদ্ধ প্রায় শেষের মুখে। হঠাৎই রাতারাতি ধ্বংস হয়ে গেল জাপানের একটি শহর। হিরোশিমায় আছড়ে পড়ল পরমাণু বোমা ‘লিটল বয়’। কিন্তু এখানেই শেষ নয়। ঠিক তার তিন দিন পরেই আবার। ৯ আগস্ট আর-এক শহর নাগাসাকিতে আছড়ে পড়ল ‘ফ্যাট ম্যান’। নিমেষের মধ্যে নিশ্চিহ্ন হয়ে গেল দুটি শহর। কত মানুষ যে প্রাণ হারাল তার প্রকৃত হিসেব নেই। কিন্তু এর পরেও আছে। তেজস্ক্রিয়তায় আক্রান্ত হল অগণিত মানুষ। বছরের পর বছর, প্রজন্মের পর প্রজন্ম বয়ে নিয়ে চলল তেজস্ক্রিয়তার ক্ষত। তবে এরপর এই বিশ্বে বহু যুদ্ধ হয়েছে। কিন্তু কোনো যুদ্ধে কোনো দেশ পরমাণু অস্ত্র ব্যবহারের সাহস দেখায়নি।

নোবেল কমিটির তরফে জানানো হয়েছে, চলতি বছরে নোবেল শান্তি পুরস্কারের জন্য মোট ২৮৬টি আবেদন জমা পড়েছিল। তার মধ্যে ১৯৭টি আবেদন এসেছিল ব্যক্তিবিশেষকে সম্মাননার জানানোর এবং বাকি ৮৯টি বিভিন্ন গোষ্ঠী বা সংগঠনকে সম্মাননা জানানোর আবেদন। সব আবেদন বিবেচনা করে নোবেল কমিটি এ বছরের জন্য বেছে নিয়েছে পরমাণু বোমা নিয়ে কাজ করা এই জাপানি সংগঠনটিকে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

‘চারদিকে শুধু রক্ত!’ লন্ডনগামী ট্রেনে ছুরি নিয়ে হামলা! ১০ জন আহত, ২ অভিযুক্ত গ্রেফতার

লন্ডনগামী ট্রেনে চলন্ত অবস্থায় ছুরিকাঘাতে আতঙ্ক! ১০ জন আহত, যার মধ্যে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক। ঘটনায় ২ সন্দেহভাজনকে গ্রেফতার করেছে ব্রিটিশ পুলিশ। প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন।

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...