ওয়াশিংটন : বিমানে উঠতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়লেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। সিঁড়ির মধ্যেই মুখ থুবড়ে পড়ে যান তিনি। যদিও কারোর সহায়তা ছাড়াই নিজেই আবার টাল সামলে উঠে দাঁড়ান। সূত্র জানা যাচ্ছে, তেমন কোনও বড়সড় চোট পাননি মার্কিন প্রেসিডেন্ট। যদিও হোয়াইট হাউজের তরফে এখনও পর্যন্ত কোনো বিবৃতি দেওয়া হয়নি।
মুহূর্তের মধ্যেই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এই ভিডিও। ঘটনাটি ঘটেছে পোল্যান্ডের ওয়ার্শোতে। সেখানেই এয়ারফোর্স ওয়ান বিমানে ওঠার আগে আচমকা হোঁচট খান মার্কিন প্রেসিডেন্ট। এমনকি পড়েও জান তিনি।
ভাইরাল হওয়া সেই ভিডিওতে দেখা যাচ্ছে, পোল্যান্ডের ওয়ার্শো বিমানবন্দর থেকে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এয়ার ফোর্স ওয়ান বিমানে ওঠার জন্য এগিয়ে যান। হঠাৎ করেই হোঁচট খান তিনি এবং মুখ থুবড়ে পড়ে যান। যদিও মুহূর্তের মধ্যে নিজেকে সামলে নিয়ে উঠে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট। চলে যান বিমানের ভেতরে। এমনকি সকলের উদ্দেশ্যে হাত নাড়াতেও দেখা যায় তাঁকে।
উল্লেখ্য, হঠাৎ করেই ঝটিকা সফরে ইউক্রেনের রাজধানী কিয়েভ সফরে গিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট। সেখান থেকেই তিনি চলে যান প্রতিবেশী দেশ পোল্যান্ডে। দুই দেশের সফর শেষে আমেরিকায় ফিরে আসার পথেই দুর্ঘটনার কবলে পড়লেন তিনি।
আরও পড়ুন : একাধিক কলেজ-বিশ্ববিদ্যালয়ে স্নাতক ক্লাসে ভরতির আবেদনের জন্য এ বার একটাই পোর্টালে লগ ইন