ইসলামাবাদ: পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী এবং পিটিআই চেয়ারম্যান ইমরান খানের (Imran Khan) বিরুদ্ধে সোমবার জামিন অযোগ্য গ্রেফতারি পরোয়ানা জারি করল ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত। পাকিস্তানি সংবাদপত্র ডনের প্রতিবেদন অনুসারে, এক মহিলা অতিরিক্ত জেলা ও দায়রা বিচারকের বিরুদ্ধে হুমকি দেওয়ার মামলায় এই গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।
আদালতে নির্দেশ অনুযায়ী, প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে ২৯ মার্চের মধ্যে আটক করে আদালতে হাজির করতে হবে। একমাত্র পরবর্তী শুনানির সময়েই মামলাটি খারিজ করার জন্য ইমরানের আবেদনের বিষয়ে যুক্তি শুনবে আদালত।
জানা গিয়েছে, ইমরানের বিরুদ্ধে প্রাথমিক ভাবে পাকিস্তান ক্রিমিনাল কোড (PPC) এবং সন্ত্রাসবিরোধী আইনের (ATA) অধীনে অপরাধের অভিযোগ আনা হয়েছিল। ইসলামাবাদ হাইকোর্ট তাঁর বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগও দায়ের করে।
পরবর্তীকালে, ইমরান অবমাননার মামলায় ক্ষমা চাওয়ার পর, হাইকোর্ট তাঁর বিরুদ্ধে সন্ত্রাসবাদের অভিযোগ প্রত্যাহার করে এবং তাঁকে ক্ষমাও দেয়। তবে, দায়রা আদালতে বর্তমানে একই ধরনের মামলার শুনানি চলছে যা বিচারককে হুমকি দেওয়ার অভিযোগে তাঁর বিরুদ্ধে এফআইআর করার পরে তোলা হয়েছিল। এ দিন শুনানি শুরু হওয়ায় ইমরানকে ব্যক্তিগত উপস্থিতি থেকে নিষ্কৃতি দেওয়ার জন্য পিটিআই একটি আবেদন জমা দিয়েছে।
অন্য একটি মামলায়, ইমরানকে হাজিরা থেকে রেহাই দেওয়ার আবেদনের রায় স্থগিত করে ইসলামাবাদের একটি জেলা ও দায়রা আদালত। এর আগেই সরকারি কোষাগার (তোষাখানা) থেকে কোটি টাকা মূল্যের উপহার সস্তায় বিক্রি করার জন্য দোষী সাব্যস্ত করা হয়েছিল।
বিভিন্ন রাষ্ট্রপ্রধানের কাছ থেকে পাওয়া উপহার সরকারি ভাণ্ডার বা তোষাখানায় জমা না করে বিক্রি করে দেওয়ার মামলায় প্রাক্তন পাক প্রধানমন্ত্রীকে গ্রেফতার করতে উদ্যত হয় ইসলামাবাদ পুলিশ। গত ৫ মার্চ লাহোরের জামান পার্কে তাঁর বাসভবনেও পৌঁছোয় পুলিশ।