Homeখবরবিদেশভূমিকম্পে ৪৩০০-র বেশি মৃত্যু তুরস্ক-সিরিয়ায়, সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

ভূমিকম্পে ৪৩০০-র বেশি মৃত্যু তুরস্ক-সিরিয়ায়, সংখ্যা আরও বাড়ার আশঙ্কা

প্রকাশিত

ভয়াবহ ভূমিকম্পে ধ্বস্ত তুরস্ক ও সিরিয়া। গ্রাম ও শহরগুলোয় উদ্ধারকর্মীদের ধ্বংসস্তূপ অনুসন্ধানের সঙ্গে সঙ্গে মৃতের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে। দুটি দেশেই দুর্গত এলাকা জুড়ে এক বিশাল উদ্ধার অভিযান চলছে। হাজার হাজার মানুষ এই ভূমিকম্পে আহত হয়েছেন বলে জানা যাচ্ছে।

সোমবার ভোররাত থেকে একের পর এক তীব্র ভূমিকম্পে কেঁপে উঠল তুরস্ক ও সিরিয়া। তাসের ঘরের মতো ভেঙে পড়ল বাড়িঘর, বহুতল। ঘুমের মধ্যে ধ্বংসস্তূপে চাপা পড়ে প্রাণ হারালেন অসংখ্য মানুষ। তুরস্কের পাশাপাশি ভূকম্পে বিধ্বস্ত সিরিয়াও। লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। এখনও পর্যন্ত দুই দেশ মিলিয়ে ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন সাড়ে তিন হাজারের বেশি মানুষ।

শেষ পাওয়া খবর অনুযায়ী, মৃতের সংখ্যা কমপক্ষে ৪৩০০। আহত অসংখ্য। সাতদিনের জাতীয় শোক ঘোষণা করেছে তুরস্ক। প্রথম জোরালো কম্পনটি অনুভূত হয় সোমবার কাকভোরে। স্থানীয় সময় অনুযায়ী ভোর ৪টে ১৭ মিনিটে। রিখটার স্কেলে তীব্রতা ৭.৮। মৃত্যুমিছিলের সেই শুরু। স্বজন হারানোর কান্না তখনও থামেনি, ফের জোরালো কম্পন অনুভূত হয়।

এবার দুপুর ১টা ২৪ মিনিটে। রিখটার স্কেল জানায়, এই কম্পনের তীব্রতা ৭.৫। ধ্বংসের ছবিটা আরও বাড়ে। স্বজন হারানোর কান্নায় ভারী হয়ে ওঠে দু’দেশের আকাশ-বাতাস। সন্ধ্যার দিকে আরও একটি শক্তিশালী ভূকম্প হয়। সেটির তীব্রতা ছিল ৬ মাত্রার।

কম্পনের জেরে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে দুই দেশের বিভিন্ন প্রান্ত। চার দিকে শুধুই ধ্বংসের ছবি। তুরস্কে ধ্বংসস্তূপে পরিণত হওয়া ৫,৬০৬টি বাড়ির মধ্যে বেশির ভাগই বহুতল অ্যাপার্টমেন্ট বিল্ডিং ছিল। যেগুলোতে বাসিন্দার সংখ্যাও অনেক। বাড়িগুলি ধসে পড়ার পর ধ্বংসস্তূপের নিচে আটকে পড়া মানুষকে বাঁচাতে উদ্ধারকর্মীরা প্রাণান্তকর প্রচেষ্টা চালাচ্ছেন। অন্য দিকে, সিরিয়াতে কয়েক ডজন বহুতল ধসে পড়ার পাশাপাশি আলেপ্পোতে প্রত্নতাত্ত্বিক স্থানগুলিরও ব্যাপক ক্ষয়ক্ষতির হয়েছে।

তুরস্ক ও সিরিয়ায় গত ১০০ বছরের মধ্যে এটি সবচেয়ে জোরালো ভূমিকম্প বলে দাবি করা হচ্ছে। কম্পনের তীব্রতা এতটাই বেশি ছিল যে, ইরাক, লেবানন সাইপ্রাস থেকে শুরু করে সুদূর গ্রিনল্যান্ডে পর্যন্ত তা অনুভূত হয়েছে। দু’টি টেকটনিক প্লেট সমান্তরালভাবে দু’দিকে সরে যাওয়ার ফলে এত বড় বিপর্যয়।

আরও পড়ুন: মৃত প্রায় ১৯০০, আহত ৫ হাজারেরও বেশি মানুষ! দফায় দফায় ভূমিকম্প তুরস্ক-সিরিয়ায়

সাম্প্রতিকতম

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

১৬ জিবি পর্যন্ত RAM ও এআই ফিচারযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল TECNO

TECNO POVA 6 Neo 5G ফোনের 6GB RAM+128GB স্টোরেজ মডেলের দাম রাখা হয়েছে ১২,৯৯৯ টাকা। 8GB RAM+256GB স্টোরেজ সহ ফোনটির টপ মডেল ১৩,৯৯৯ টাকা দাম রাখা হয়েছে।

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য লাইভ টিভি অ্যাপ আনল বিএসএনএল

অ্যান্ড্রয়েড ব্যবহারকারীদের জন্য নতুন লাইভ টিভি অ্যাপ আনল রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা বিএসএনএল। এর মধ্যেই...

আরও পড়ুন

কমলা হ্যারিস বনাম ডোনাল্ড ট্রাম্প: কী বলছে রয়টার্স/আইপিএসওএস-এর ভোট   

ওয়াশিংটন: মুখোমুখি বিতর্কসভায় (প্রেসিডেন্সিয়াল ডিবেট) প্রাক্তন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দেওয়ার পর রয়টার্স/আইপিএসওএস-এর ভোটেও...

মুখোমুখি বিতর্কসভায় ডোনাল্ড ট্রাম্পকে টেক্কা দিলেন কমলা হ্যারিস, বলছে জনমত সমীক্ষা

খবর অনলাইন ডেস্ক: বিতর্কসভায় মাত করলেন কমলা হ্যারিস। আমেরিকান ভোটাররা অন্তত এ ব্যাপারে মোটামুটি...

‘পানের স্বাদ উপভোগ করতে চাইলে কাশীতে বিনিয়োগ করুন’, সিঙ্গাপুরে ব্যবসায়ীদের উদ্দেশে মোদীর বিশেষ আহ্বান

সিঙ্গাপুরে ব্যবসা সম্মেলনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বব্যাপী ব্যবসায়ীদের কাশীতে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বারানসীর বিখ্যাত পানের কথাও উল্লেখ করেন। এছাড়া সিঙ্গাপুরে 'ইনভেস্ট ইন্ডিয়া' অফিস স্থাপনের ঘোষণা দেন।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?