Homeখবরবিদেশএকদিনে ১৫৫ বার ভূমিকম্প! জাপানে মৃত অন্তত ৩০

একদিনে ১৫৫ বার ভূমিকম্প! জাপানে মৃত অন্তত ৩০

প্রকাশিত

একের পর এক জোরালো ভূমিকম্প! ইংরাজি নতুন বছরের প্রথম দিনেই ভয়ঙ্কর দুর্যোগের কবলে জাপান। ধারাবাহিক শক্তিশালী ভূমিকম্পের পর কমপক্ষে ৩০ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণও অনেক।

সোমবার থেকে, দ্বীপরাষ্ট্রটিতে ১৫৫টির মতো ভূমিকম্পে আঘাত হেনেছে। যেগুলির মধ্যে একটির তীব্রতা ৭.৬। জাপানের আবহাওয়া অফিস জানিয়েছে, বাকি আরও একটির মাত্রা ৬-এর বেশি। ভূমিকম্পের পরই গোটা দেশে সুনামি সতর্কতা জারি করা হয়। সমুদ্রের ঢেউ অনেক উঁচু পর্যন্ত উঠতে শুরু করে। উপকূলবর্তী এলাকার লোকেদের অন্যত্র সরানোর কাজ শুরু হয়।

প্রাথমিক ভূমিকম্পের পরপরই কর্তৃপক্ষ সুনামি সতর্কতা জারি করেছেন। ৫ ফুটের মতো উঁচু ঢেউ আছড়ে পড়েছে। সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, প্রায় ৩৩ হাজার পরিবার বিদ্যুৎবিহীন রয়েছে। প্রধান মহাসড়ক-সহ সারা দেশে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ রাস্তা বন্ধ হয়ে গিয়েছে। যার ফলে চিকিৎসা এবং উদ্ধার কাজে অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে।

জাপানে শক্তিশালী ভূমিকম্পের পর সুনামি সতর্কতা জারি করেছে রাশিয়া, দক্ষিণ কোরিয়া ও উত্তর কোরিয়া। রুশ রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাস জানিয়েছে, সাখালিন দ্বীপের পশ্চিম উপকূল এবং মূল ভূখণ্ডের প্রিমর্স্ক ও খাবারভস্ক অঞ্চলে সুনামি সতর্কতা রয়েছে। এদিকে, জাপানে ব্যাপক ভূমিকম্পের পর দক্ষিণ কোরিয়ার পূর্ব উপকূলে ৩.৩ ফুটের মতো উচ্চতার সুনামি পৌঁছেছে। অন্য দিকে, উত্তর কোরিয়ার উপকূলে ২ মিটারের বেশি সম্ভাব্য ঢেউয়ের জন্য সুনামি সতর্কতা জারি করা হয়েছে।

এ দিকে, সোমবার গভীর রাতেও উত্তর ভারত সহ বিভিন্ন জায়গায় ভূমিকম্প অনুভূত হয়। ন্যাশনাল সিসমোলজি সেন্টারের মতে, সন্ধ্যায় নাগাল্যান্ডে একটি ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। ৭টা ১৮ মিনিটে, ভূমি থেকে ৫ কিলোমিটার গভীরে অবস্থিত ওখা এলাকায় ২.৮ মাত্রার ভূমিকম্প হয়। গভীর রাতে ১০ টা ২৯ সেকেন্ডে লাদাখেও ভূমিকম্প হয়। এই ভূমিকম্পের তীব্রতা রেকর্ড করা হয়েছে ৩.৬। গভীরতা ছিল ভূপৃষ্ঠ ১০ কিলোমিটার নীচে। এ ছাড়া অসমের ধুবরিতে রাত ১১.২৩ মিনিটে ২.৬ মাত্রার ভূমিকম্প হয়। এর গভীরতা ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার।

আরও পড়ুন: বছরের প্রথম দিনে বড় চমক! কৃষ্ণগহ্বরের খোঁজে মহাকাশে পাড়ি দিল ইসরোর এক্সপোস্যাট

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

ঋণগ্রস্ত বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ লক্ষ কোটির ‘বেলআউট’ প্যাকেজ আনছে কেন্দ্র; শর্ত বেসরকারিকরণ

ঋণে জর্জরিত রাজ্য বিদ্যুৎ বিতরণ সংস্থাগুলির জন্য ১ ট্রিলিয়ন রুপিরও বেশি উদ্ধারপ্যাকেজ ঘোষণা করতে চলেছে কেন্দ্র। শর্ত—রাজ্যগুলিকে তাদের বিদ্যুৎ বিতরণ সংস্থা বেসরকারি হাতে তুলে দিতে হবে বা শেয়ারবাজারে তালিকাভুক্ত করতে হবে।

কলকাতায় আত্মপ্রকাশ গোদরেজ হাউসিং ফিন্যান্সের, পূর্ব ভারতে ঋণ পরিষেবায় নতুন দিগন্ত

পূর্ব ভারতে আর্থিক পরিষেবা সম্প্রসারণের লক্ষ্যে কলকাতায় প্রথম শাখা চালু করল গোদরেজ হাউসিং ফিন্যান্স। ৭.৭৫% সুদে হোম লোন, নারীদের জন্য বিশেষ ‘আরোহী হোম লোন’ অফারসহ গ্রাহককেন্দ্রিক পরিষেবা দেবে সংস্থা।

মোন্থা আপডেট:  কাকিনাড়ায় আছড়ে পড়ল ঘূর্ণিঝড়, দুর্বল হলেও বৃষ্টি ঝড়ে বিপর্যস্ত একাধিক রাজ্য, বাংলায় কতদিন বৃষ্টি?

গত ২৮ অক্টোবর রাতে কাকিনাড়া উপকূলে আছড়ে পড়েছে ঘূর্ণিঝড় মোন্থা। ঘণ্টায় ৯০-১১০ কিমি গতিবেগে উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল অতিক্রম করেছে ঘূর্ণিঝড়টি। বর্তমানে দুর্বল হলেও দক্ষিণ ওড়িশা, ছত্তীসগঢ়, ঝাড়খণ্ড ও পশ্চিমবঙ্গে বৃষ্টি ও বিপর্যয়ের আশঙ্কা রইল।

এআইএফএফ সুপার কাপ ২০২৫-২৬: মহেশের জাদু জেতাল ইস্টবেঙ্গলকে, মোহনবাগানকে রুখে দিল ডেম্পো  

ইস্টবেঙ্গল এফসি: ৪ (কেভিন সিবিলে, বিপিন সিং ২, হিরোশি ইবুসুকি) চেন্নাইয়িন এফসি: ও মোহনবাগান সুপার...

আরও পড়ুন

কলকাতা-গুয়াংঝাউ উড়ান চালু, ভারত-চিনের সম্পর্কে উষ্ণতার ইঙ্গিত

কলকাতা: দীর্ঘ পাঁচ বছর পর আবার শুরু হল ভারত ও চিনের মধ্যে সরাসরি বিমান...

বামপন্থী নির্দল ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের নতুন প্রেসিডেন্ট নির্বাচিত

ডাবলিন (আয়ারল্যান্ড): বামপন্থী নির্দল প্রার্থী ক্যাথরিন কনোলি আয়ারল্যান্ডের পরবর্তী প্রেসিডেন্ট নির্বাচিত হতে চলেছেন। তাঁর...

ভারত থাকবে দ্রুততম ক্রমবর্ধমান অর্থনীতির তালিকায়, আইএমএফ-এর পূর্বাভাস অনুযায়ী বৃদ্ধির হার ৬.৬%

নয়াদিল্লি: আন্তর্জাতিক অর্থ তহবিলের (আইএমএফ, IMF) সর্বশেষ বিশ্ব অর্থনৈতিক পূর্বাভাসে (ওয়ার্ল্ড ইকোনমিক আউটলুক, WEO)...