Homeখবরদেশবছরের প্রথম দিনে বড় চমক! কৃষ্ণগহ্বরের খোঁজে মহাকাশে পাড়ি দিল ইসরোর এক্সপোস্যাট

বছরের প্রথম দিনে বড় চমক! কৃষ্ণগহ্বরের খোঁজে মহাকাশে পাড়ি দিল ইসরোর এক্সপোস্যাট

প্রকাশিত

নয়াদিল্লি: ইংরাজি নতুন বছরের প্রথম দিনে বড় চমক ইসরো-র। সোমবার সকাল ৯টা ১০ মিনিটে শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস রিসার্চ সেন্টার থেকে সফল ভাবে আরও একটি কৃত্রিম উপগ্রহ উৎক্ষেপণ করল ভারতীয় মহাকাশ গবেষণা। এক্সপোস্যাট (XPoSAT) বা এক্স রে পোলার মিটার (X-ray Polarimeter Sat) উৎক্ষেপণ করল ইসরো। মহাবিশ্বের প্রাচীনতম রহস্যগুলির মধ্যে অন্যতম ‘কৃষ্ণগহ্বর’ নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতেই এই উপগ্রহ উৎক্ষেপণ।

ইসরো জানিয়েছে, পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV)-এর উত্তোলন স্বাভাবিক ছিল এবং এক্সপোস্যাট সফল ভাবে উৎক্ষেপণ করা হয়েছে। সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে এ কথা জানান ইসরো প্রধান এস সোমনাথ। তিনি জানান, পিএসএলভি -সি৫৮ রকেটে চেপে মহাকাশে উদ্দেশ্যে পাড়ি দিয়েছে কৃত্রিম উপগ্রহটি। এটি মাত্র ২১ মিনিটে মহাকাশে ৬৫০ কিলোমিটার উচ্চতায় পৌঁছবে।

এক্সপোস্যাট মিশন উৎক্ষেপণটি পোলার স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (PSLV)-এর ৬০তম মিশন। ২৬০ টন ওজনের রকেটটির মধ্যে থাকা একটি উন্নত প্রযুক্তি কৃষ্ণগহ্বর এবং নিউট্রন স্টার’স নিয়ে পরীক্ষা-নিরীক্ষার জন্য ব্যবহৃত হবে। এ বিষয়ে, মার্কিন যুক্তরাষ্ট্রের পরে দ্বিতীয় দেশ হতে চলেছে ভারত। নাসার পর ইসরোই দুনিয়ার একমাত্র মহাকাশ গবেষণা সংস্থা যারা এমন উপগ্রহ মহাকাশে পাঠাল।

মহাকাশে এই কৃত্রিম উপগ্রহটির আয়ু পাঁচ বছর। পৃথিবীর উপরে নিচু কক্ষপথেই প্রদক্ষিণ করবে এক্সপোস্যাট। ভূমি থেকে তার সর্বোচ্চ উচ্চতা হবে ৫০০ থেকে ৭০০ কিলোমিটার। এক্সপোস্যাটে রয়েছে দু’টি পেলোড— পোলিক্স (পোলারিমিটার ইনস্ট্রুমেন্ট ইন এক্স-রে) এবং এক্সস্পেক্ট (এক্স-রে স্পেকট্রোস্কোপি অ্যান্ড টাইমিং)।

গত বছর ইসরোর মুকুটে উঠেছিল দুটি পালক। চাঁদের দক্ষিণ মেরুতে চন্দ্রযান নামিয়েছিল ইসরো। পাশাপাশি সূর্য অভিযানে পাঠিয়েছিল আদিত্য এল ওয়ান। এবার নতুন বছরের প্রথম দিনেই ইসরো মহাকাশে পাঠাল তার নতুন উপগ্রহ এক্সপোস্যাটকে বা এক্স রে পোলার মিটার স্যাটেলাইট।

আরও পড়ুন: ক’দিন বাদেই সাগরে পুণ্যস্নান, সাধুসন্তদের ভিড় জমে উঠেছে বাবুঘাট

সাম্প্রতিকতম

স্মার্টফোনে ম্যালওয়্যার আছে কি না কী ভাবে বুঝবেন, কী করবেন ফোনকে সুরক্ষিত রাখতে

স্মার্টফোন আজ আমাদের জীবনের অবিচ্ছেদ্য অংশ হয়ে উঠেছে। সারাক্ষণ নেটজালে বন্দি রয়েছি আমরা, নেটের...

ভারতের নতুন আরবিআই গভর্নর সঞ্জয় মালহোত্রা, দায়িত্ব গ্রহণ বুধবার থেকে, জানুন তাঁর পরিচয়

আরবিআই-এর ২৬তম গভর্নর হিসেবে নিয়োগ পেলেন সঞ্জয় মালহোত্রা। তিন বছরের জন্য দায়িত্ব পালন করবেন এই প্রথিতযশা আইএএস অফিসার।

চলতি অধিবেশনেই ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ করতে পারে মোদী সরকার, তীব্র বিতর্কের সম্ভাবনা

শীতকালীন অধিবেশনে কেন্দ্র আনতে চলেছে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল। ঐক্যমত গড়ে তোলার উদ্যোগ নিয়েছে মোদী সরকার। বিরোধীদের অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে ঘনিষ্ঠ ভাবে কাজ করার ইচ্ছা প্রকাশ ভারতের

সোমবার ঢাকায় বাংলাদেশের বিদেশ বিষয়ক উপদেষ্টা মহম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর প্রতিবেশী দেশে...

আরও পড়ুন

চলতি অধিবেশনেই ‘এক দেশ, এক ভোট’ বিল পেশ করতে পারে মোদী সরকার, তীব্র বিতর্কের সম্ভাবনা

শীতকালীন অধিবেশনে কেন্দ্র আনতে চলেছে ‘এক দেশ, এক নির্বাচন’ বিল। ঐক্যমত গড়ে তোলার উদ্যোগ নিয়েছে মোদী সরকার। বিরোধীদের অংশগ্রহণে আহ্বান জানানো হয়েছে।

প্রধানমন্ত্রী মোদীর উদ্যোগে ‘বিমা সখি যোজনা’, কী সুবিধা রয়েছে এই প্রকল্পে, কারা পাবেন

সোমবার (৯ ডিসেম্বর) হরিয়ানার পানিপথ থেকে ‘বিমা সখি যোজনা’ শুরু করছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।...

দিল্লির ৪০টি স্কুলে ই-মেলে বোমার ‘ভুয়ো’ হুমকি, প্রেরককে খুঁজছে পুলিশ

দিল্লির ৪০টিরও বেশি স্কুলে বোমা হুমকি ই-মেইল। পুলিশ তল্লাশির পর ভুয়ো বলে জানায়। তদন্ত চলছে হুমকি ই-মেইল প্রেরকের সন্ধানে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে