Homeরাজ্যদঃ ২৪ পরগনাআবারও মিড ডে মিল ঘিরে বিতর্ক, কুলতলিতে অসুস্থ বহু পড়ুয়া

আবারও মিড ডে মিল ঘিরে বিতর্ক, কুলতলিতে অসুস্থ বহু পড়ুয়া

প্রকাশিত

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, কুলতলি: আবারও মিড ডে মিল বিতর্ক। এ বার মিড ডে মিল খেয়ে সুন্দরবনের কুলতলিতে অসুস্থ বহু পড়ুয়া। সোমবার মিড ডে মিলের খাবারে দেওয়া হয়েছিল মাংসের ঝোল আর ভাত। খাবার খেয়ে অসুস্থ অনেক পড়ুয়া। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়াল দক্ষিণ ২৪ পরগনার সুন্দরবনের কুলতলির জালাবেড়িয়া-২ পঞ্চায়েতের নকুল সহদেব হাইস্কুলে।

অভিভাবকদের অভিযোগ, স্কুলের মিডে মিলে ছাত্র-ছাত্রীদের দেওয়া হয়েছিল বাসি মাংস। গোটা ঘটনায় অভিভাবকদের অভিযোগের তীর স্কুলের প্রধান শিক্ষকের দিকে। অসুস্থ বেশ কয়েকজন পড়ুয়াকে ভর্তি করা হয়েছে স্থানীয় হাসপাতালে। ঘটনায় উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। খবর পেয়ে স্কুলে হাজির হন স্থানীয় ব্লক সমষ্টি উন্নয়ন আধিকারিক বীরেন্দ্র অধিকারী। অভিভাবকদের অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে তিনি এ দিন জানান।

এমনকী খাবারের মধ্যে কেরোসিনের গন্ধ ছিল বলেও অভিযোগ করেন অভিভাবকরা। স্কুলের বিরুদ্ধে ক্ষোভ ফেটে পড়েন অভিভাবকরা। গত মাসেই স্কুলের মিড ডে মিলে সপ্তাহে একদিন মাংস দেওয়ার ঘোষণা করে রাজ্য সরকার। সেইমতো স্কুলের মেনুতে সোমবার মাংস, ভাত পরিবেশন করা হয়।

অসুস্থ পড়ুয়াদের জামতলার জয়নগর কুলতলি গ্রামীণ হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয়। বিষয়টি নিয়ে বারুইপুর মহকুমা শাসক সুমন পোদ্দার বলেন, কেউ তেমন গুরুতর অসুস্থ হয়নি। ইতিমধ্যে ৮২ জনকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। কিছুজনকে পর্যবেক্ষণের জন্য জামতলার জয়নগর কুলতলির গ্রামীণ হাসপাতালে রাখা হয়েছে। সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষকের বিরুদ্ধে ওঠা অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।

তবে স্কুলের অভিভাবকরা জানান, এর আগেও এই স্কুলের বিরুদ্ধে অস্বাস্থ্যকর মিড ডে মিলের খাবার দেওয়ার অভিযোগ উঠেছিল। এ দিন এই ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায় স্কুল চত্বরে। স্কুলের কর্মীদের আটকে রেখে বিক্ষোভ দেখান অভিভাবকরা। ঝামেলার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছোয় কুলতলি থানার বিশাল পুলিশ বাহিনী। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

আরও পড়ুন: জিএসটি-র আওতায় আসবে পেট্রোল-ডিজেল?

সাম্প্রতিকতম

মহিলা টি২০ বিশ্বকাপ: সেমিফাইনালে যাওয়া হল না, প্রতিযোগিতা থেকে বিদায় ভারতের

দুবাই: রবিবার গ্রুপ ‘এ’-র ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে হেরে যাওয়ার পরেও এবারের মহিলা টি২০ বিশ্বকাপে...

মানববন্ধনেই হবে ‘দ্রোহের কার্নিভাল’, সরকারি কর্মসূচি ভেস্তে দেবেন না, জানালেন জুনিয়র ডাক্তাররা

কলকাতার রানি রাসমণি রোডে মঙ্গলবার 'দ্রোহের কার্নিভাল' করার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী জুনিয়র চিকিৎসকেরা। কলকাতা পুলিশ অনুমতি না দিলেও, তাঁরা ধর্মতলা থেকে মানববন্ধন করবেন বলে জানিয়েছেন।

Google Meet-এ মিলবে ট্রান্সক্রিপশন ও রেকর্ডিংয়ের সুবিধা

ভার্চুয়াল বৈঠকের জন্য গুরুত্বপূর্ণ মাধ্যম হল ‘গুগল মিট’ (Google Meet)। সেই জনপ্রিয় ভার্চুয়াল মিটিং...

চিকিৎসক সংগঠনগুলির ডাকা ‘দ্রোহের কার্নিভাল’-এ যোগ দিচ্ছে এপিডিআর

কলকাতা: জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের উদ্যোগে আগামীকাল, মঙ্গলবার অনুষ্ঠিত হতে যাওয়া 'দ্রোহের কার্নিভাল'-এ সাংগঠনিক...

আরও পড়ুন

সুন্দরবনের দুঃস্থ শিশুদের পাশে বিরাট কোহলি, পরিবেশ রক্ষাতেও ভূমিকা

কলকাতা: সুন্দরবনের দুঃস্থ শিশুদের শিক্ষার প্রসারে ও পরিবেশ রক্ষায় এগিয়ে এলেন ভারতীয় ক্রিকেট দলের...

হেলমেট-টুপি পরে সোনার বা খাবারের দোকানে নয়, নির্দেশ ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের

গ্যাংস্টার সুবোধ সিংহের ভয়াবহতায় বারাকপুর কমিশনারেট দোকান ও ব্যবসায়িক প্রতিষ্ঠানের জন্য নতুন সুরক্ষা নির্দেশনা জারি করেছে। হেলমেট, টুপি বা মাস্ক পরে দোকানে প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

লকআপে মারধরের অভিযোগ, মৃত্যু যুবকের, প্রতিবাদে রণক্ষেত্র ঢোলাহাট

দক্ষিণ ২৪ পরগনা: পুলিশ হেফাজতে বেধড়ক মারধরের জেরে মৃত্যুর অভিযোগ। তীব্র ক্ষোভে ফেটে পড়েছে...
রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত