Homeখবরবিদেশসাড়ে তিনঘণ্টার তল্লাশি, মিলল না গুরুত্বপূর্ণ নথি, স্বস্তিতে মার্কিন প্রেসিডেন্ট

সাড়ে তিনঘণ্টার তল্লাশি, মিলল না গুরুত্বপূর্ণ নথি, স্বস্তিতে মার্কিন প্রেসিডেন্ট

প্রকাশিত

ওয়াশিংটন : সকাল থেকে শুরু হয়েছিল তল্লাশি। চলল প্রায় সাড়ে তিন ঘণ্টা। অথচ কোনও গুরুত্বপূর্ণ নথি খুজেই পেলেন না তদন্তকারী আধিকারিকরা। আপাতত স্বস্তিতে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।

জানা যাচ্ছে, মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের ডেলাওয়ারের উইলমিংটনের বাড়ি এবং ওয়াশিংটনের অফিসে আগেই তল্লাশি চালিয়েছিলেন এফবিআইয়ের সদস্যরা। সেখানেই মিলেছিল বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি। তারপরেই বুধবার মার্কিন প্রেসিডেন্টের বাড়িতে ফের তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। যদিও তেমন কোনও গুরুত্বপূর্ণ নথি পাওয়া যায়নি বলেই জানা যাচ্ছে।

ঘটনা প্রসঙ্গে জানাতে গিয়ে বাইডেনের আইনজীবী বব বাউয়ার জানান,’বুধবার সকাল আটটা থেকে বাইডেনের ডেলাওয়ারের বাড়িতে তল্লাশি চালানো হয়। তদন্তে আমি সম্পূর্ণভাবে সহযোগিতা করেছি। কিন্তু এমন কোন তথ্য পাওয়া যায়নি যাকে ক্লাসিফাইড বা গোপনীয় তথ্য বলা যেতে পারে। তবে বাইডেন ভাইস প্রেসিডেন্ট থাকাকালীন হাতে বেশ কিছু নোট লিখেছিলেন, সেই সমস্ত হাতে লেখা নোট এবং নথি সংগ্রহ করে নিয়ে গিয়েছেন তদন্তকারী আধিকারিকরা’।

উল্লেখ্য, সামনেই নির্বাচন। আবারও প্রেসিডেন্ট পদ আগলে রাখার জন্য লড়াই করতে পারেন জো বাইডেন। আর তার আগেই মার্কিন প্রেসিডেন্টের বাড়ি থেকে উদ্ধার হল গোপনীয় নথি। এই ঘটনা যথেষ্টই অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে বাইডেনের। লড়াইয়ের ময়দানে এই ঘটনাকে অস্ত্র হিসেবে কাজে লাগাতে চাইছে বিরোধীরা। আর এতেই চিন্তা আরও বাড়ছে মার্কিন প্রেসিডেন্টের।

সাম্প্রতিকতম

সামগ্রিক ফলে ওড়িশা এফসিকে ৩-২ গোলে হারিয়ে আইএসএল ফাইনালে মোহনবাগান সুপার জায়েন্ট

মোহনবাগান সুপার জায়েন্ট ২ (কামিংস, সামাদ) (৩) ওড়িশা ০ (২) কলকাতা: কথা রাখলেন আন্তোনিও লোপেজ...

দুর্গাপুর এনআইটি পড়ুয়ার ঝুলন্ত দেহ উদ্ধার, বিক্ষোভ, দায় নিয়ে ডিরেক্টরের পদত্যাগ

পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত পড়ুয়ার নাম অর্পণ ঘোষ। তিনি মেকানিক্যালের দ্বিতীয় বর্ষের ছাত্র।

নিখোঁজ ‘তারক মেহতা’ খ্যাত গুরুচরণ সিং শীঘ্রই বিয়ে করতেন, অভিনেতা আর্থিক সংকটেও পড়েছিলেন

সূত্রের খবর, প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, খুব শীঘ্রই বিয়ে করতে যাচ্ছিলেন অভিনেতা।

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

আরও পড়ুন

২০২২ সালে আমেরিকার নাগরিকত্ব পেলেন ৬৬ হাজারেরও বেশি ভারতীয়, বিশ্বের মধ্যে দ্বিতীয়

মার্কিন জনগণনা ব্যুরোর আমেরিকান কমিউনিটি সার্ভের তথ্য অনুযায়ী, ২০২২ সালে আনুমানিক ৪ কোটি ৬০ লক্ষ বিদেশী বংশোদ্ভূত ব্যক্তি সে দেশে বসবাস করেছেন, যা মার্কিন যুক্তরাষ্ট্রের মোট ৩৩ কোটি ৩০ লক্ষ জনসংখ্যার প্রায় ১৫ শতাংশ।

ভারত ও দুবাইয়ের মধ্যে ৩০টিরও বেশি উড়ান বাতিল, ভারী বৃষ্টি ও বন্যার কারণে জনজীবন বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরশাহিতে

ভারী বৃষ্টি ও বন্যা সংযুক্ত আরব আমিরশাহিতে। যে কারণে, মঙ্গলবার এবং বুধবার ভারত ও...

ভারী বৃষ্টিতে ভাসল দুবাই বিমানবন্দর, জলে ডুবে শহরের রাস্তাঘাট

জল জমে থাকার জন্য বিমানবন্দরে প্রায় আধ ঘণ্টা বিমান চালচল বন্ধ ছিল। বিমানবন্দরে মঙ্গলবার মাত্র ১২ ঘন্টায় প্রায় ১০০ মিমি এবং ২৪ ঘন্টায় মোট ১৬০ মিমি বৃষ্টি হয়েছে। গড়ে, দুবাই শহরে এক বছরে প্রায় ৮৮.৯ মিমি বৃষ্টিপাত হয়ে থাকে।