Homeখবরবিদেশইজরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইরানকে আমেরিকার হুঁশিয়ারি, কী বলছে রাশিয়া?

ইজরায়েলি হামলার পর মধ্যপ্রাচ্যে উত্তেজনা বৃদ্ধি, ইরানকে আমেরিকার হুঁশিয়ারি, কী বলছে রাশিয়া?

প্রকাশিত

মধ্যপ্রাচ্যে সাম্প্রতিক ইজরাইল-ইরান সংঘর্ষ আরও এক দফা উত্তপ্ত হয়ে উঠেছে। ইরানের সামরিক প্রতিষ্ঠানগুলিতে ইজরাইলের ‘নির্ভুল হামলায়’ চার ইরানি সেনা নিহত হওয়ার পর প্রতিশোধের সতর্কবার্তা দিয়েছে তেহরান। এই হামলার পর ইরানকে পাল্টা হামলা না করার কঠোর বার্তা দিয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র।

আমেরিকার প্রতিক্রিয়া

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন এক বিবৃতিতে বলেন, “ইরান ইজরাইলি হামলার প্রতিশোধ নেওয়ার চিন্তা না করলেই এই সংঘাতের সমাপ্তি ঘটবে।” তিনি আরও জানান যে, মধ্যপ্রাচ্যে আমেরিকার অবস্থান শক্তিশালী। সেখানে তাদের ঘাঁটিগুলি রক্ষায় মার্কিন সেনা প্রস্তুত রয়েছে।

ইজরাইলি হামলার জবাবে ইরান জানিয়েছে, তাদের আত্মরক্ষার অধিকার রয়েছে। তারা ইজরাইলের ওপর প্রতিশোধ নেওয়ারও ইঙ্গিত দিয়েছে। অপরদিকে, ইজরাইলি বাহিনী ইরানকে এই ধরনের প্রতিক্রিয়ার জন্য ‘ভয়াবহ মূল্য দিতে হবে’ বলে হুঁশিয়ারি দিয়েছে। ইরানের ঘনিষ্ঠ সহযোগী লেবাননের হেজবোল্লাহ গোষ্ঠী এরই মধ্যে ইজরাইলের উত্তরাঞ্চলে রকেট হামলা চালিয়েছে বলে জানা গেছে।

হোয়াইট হাউস জানিয়েছে যে, ইজরাইলি হামলার পরিকল্পনার বিষয়ে তাদের আগেই অবহিত করা হয়েছিল। ইরান থেকে সাম্প্রতিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র আক্রমণের জবাব হিসেবেই এই আক্রমণ চালানো হয়েছে বলে ইজরাইল দাবি করেছে।

এদিকে, রাষ্ট্রসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস হিংসার অবসান চেয়ে তাৎক্ষণিক হস্তক্ষেপের আবেদন জানিয়েছেন। প্রেসিডেন্ট জো বাইডেনও ইজরাইলি হামলার পরিপ্রেক্ষিতে সংঘাতের অবসানের আশা ব্যক্ত করে বলেছেন, “আমার আশা এই হামলার মাধ্যমেই সংঘাতের সমাপ্তি ঘটবে।”

মধ্যপ্রাচ্যের ক্রমবর্ধমান উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে ইজরাইল এবং ইরানের মধ্যে এমন প্রকাশ্য সংঘাত ও পাল্টা হুমকির ফলে সামগ্রিক পরিস্থিতি জটিল হয়ে উঠেছে।

রাশিয়ার প্রতিক্রিয়া

রাশিয়া ও মধ্যপ্রাচ্যের অন্যদেশগুলি লাগাতার উত্তেজনা বাড়ানোর জন্য ইজরায়েলকে দায়ী করেছে। এই দেশগুলির মধ্যে আমেরিকার মিত্রদেশ জর্ডন ও সৌদি আরব আছে। রাশিয়ার বিদেশ মন্ত্রকের মুখপাত্র মারিয়া জাখারোভা সংবাদমাধ্যমকে বলেন, ‘ইরানের পাল্টা পদক্ষেপ নিতে উস্কানি দেয়া বন্ধ করা দরকার, যাতে শান্তি ফিরে আসে।’

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

জিএসটি কমার প্রভাব পড়ল সোনার দামে, এখনই কি সোনা কেনার সঠিক সময়?

জিএসটি হ্রাসে সোনার বাজারে প্রভাব দেখা দিয়েছে। দাম কমতেই বিনিয়োগকারীদের প্রশ্ন—এখনই কি সোনা কেনার সময়? বিশেষজ্ঞরা কী বলছেন জেনে নিন।

প্রতিবাদে উত্তপ্ত নেপাল, অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত; ঘরে ফিরলেন ৪২০-র বেশি ভারতীয়

নেপালের অশান্তির জেরে কয়েকদিন বন্ধ থাকার পর অবশেষে খোলা হল পানিটাঙ্কি সীমান্ত। ৪২০-র বেশি ভারতীয় ফিরলেন দেশে, পেরোল ৫৬০-রও বেশি নেপালি নাগরিক।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পুকুর থেকে ছাত্রীকে অচৈতন্য অবস্থায় উদ্ধার, মৃত ঘোষণা হাসপাতালের

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অনুষ্ঠানের মাঝে পুকুর থেকে উদ্ধার হল ইংরেজি বিভাগের ছাত্রী অনামিকা মণ্ডলের দেহ। ঘটনার পর ফের সিসিটিভি ও পুলিশ আউটপোস্টের দাবি তুলল তৃণমূল ছাত্র পরিষদ, পাল্টা দিল এসএফআই।

কলকাতায় সাউথ সিটি মলে স্কেচার্সের নতুন স্টোর উদ্বোধন করলেন কার্তিক আরিয়ান

কলকাতার সাউথ সিটি মলে নতুন স্টোর খুলল স্কেচার্স। উদ্বোধনে উপস্থিত ছিলেন ব্র্যান্ড অ্যাম্বাসাডর কার্তিক আরিয়ান। কমিউনিটি গোল চ্যালেঞ্জে অংশ নিয়ে কেল ফাউন্ডেশনে শিশুদের জন্য জুতো দান করল সংস্থা।

আরও পড়ুন

ইউটাহ বিশ্ববিদ্যালয়ে গুলিতে নিহত ট্রাম্প ঘনিষ্ট কনজারভেটিভ নেতা চার্লি কার্ক, শোকপ্রকাশ মার্কিন প্রেসিডেন্টের

যুক্তরাষ্ট্রের প্রভাবশালী কনজারভেটিভ নেতা ও ট্রাম্প ঘনিষ্ঠ চার্লি কার্ক (৩১) বুধবার ইউটাহ ভ্যালি বিশ্ববিদ্যালয়ে...

জনপোষণ, দুর্নীতি আর বেকারত্বের ক্ষোভ তো ছিলই, স্কুলছাত্রীকে মন্ত্রীর গাড়ির ধাক্কা, ওলির ‘সাধারণ দুর্ঘটনা’ মন্তব্যেই আগুনে ঘি

ললিতপুরে মন্ত্রীর গাড়ির ধাক্কায় আহত স্কুলছাত্রী, প্রধানমন্ত্রী কেপি শর্মা অলির “সাধারণ দুর্ঘটনা” মন্তব্য ঘিরে নেপালে তরুণ প্রজন্মের বিস্ফোরণ। বেকারত্ব, দুর্নীতি, স্বজনপোষণ ও নেপো কিডদের দেখনদারি নিয়ে ক্ষোভে তোলপাড় দেশ।

রক্তক্ষয়ী বিক্ষোভের মুখে পদত্যাগে বাধ্য হলেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, উত্তপ্ত কাঠমান্ডুতে সেনা মোতায়েন

সামাজিক মাধ্যম নিষিদ্ধ করার প্রতিবাদ থেকে শুরু, পরে তা রূপ নেয় দুর্নীতিবিরোধী আন্দোলনে। বিক্ষোভে নিহত ২৫, আহত বহু। পদত্যাগ করলেন নেপালের প্রধানমন্ত্রী ওলি।