Homeখবরকলকাতাটানা ১৫ ঘন্টা তল্লাশি, চিংড়িহাটায় উদ্ধার লক্ষ টাকা

টানা ১৫ ঘন্টা তল্লাশি, চিংড়িহাটায় উদ্ধার লক্ষ টাকা

প্রকাশিত

কলকাতা : চিংড়িহাটার এক ব্যাবসায়ীর বাড়িতে হঠাৎ হানা রাজ্য পুলিশের স্পেশাল টাস্কফোর্স-এর। সুকান্ত নগর এলাকার একটি বহুতলে তল্লাশি অভিযান চলে ১৫ ঘন্টা ধরে। অবশেষে মিলেও গেল সাফল্য। উদ্ধার কাঁড়ি কাঁড়ি টাকা। ৫ কেজি ব্রাউন সুগার উদ্ধার হয়েছে বলেও যানা যাচ্ছে।

সূত্র মারফত জানা যাচ্ছে, ওই ব্যবসায়ীর নাম মোমিন খান। বহুতলের পাঁচতলায় একটি ফ্ল্যাট নিয়ে থাকতেন সপরিবারে। বুধবার গভীর রাতে হঠাৎ করে সেখানে হানা দেন STF এর ১২ জন প্রতিনিধির একটি দল। দীর্ঘক্ষণ তল্লাশি চালানোর পর উদ্ধার টাকা সহ মাদক দ্রব্য। পেশায় ব্যাবসায়ী ওই ব্যক্তির স্ত্রী মাদক ব্যাবসার সঙ্গে জড়িত বলেও জানা যাচ্ছে।বাজেয়াপ্ত হয়েছে বেশ কিছু নথি। ইতিমধ্যেই মোমিন খান আর তাঁর স্ত্রী দু’জনকেই পুলিশ আটক করেছে।

সূত্রের খবর, প্রথমে পার্কসার্কাস এলাকার একটি বাড়িতে হানা দিয়েছিল তদন্তকারী আধিকারিকরা। সেখানে তল্লাশি চালিয়ে খোঁজ মেলে এই ফ্ল্যাটের ঠিকানার। এরপরে বহুতলে পৌঁছে যান STF আধিকারিকরা। এলাকাবাসী সূত্রে জানা যাচ্ছে, ওই ব্যবসায়ীর বাড়িতে নাকি মাঝেমধ্যেই চলত বহু মানুষের আনাগোনা।

উল্লেখ্য, বিগত কয়েকদিন আগেই রাজ্য পুলিশের STF এর গোয়েন্দাদের হাতে ধরা পড়েছে চারজন বাংলাদেশি। পুলিশ সূত্রে জানা যাচ্ছে, তাদের সঙ্গে ছিল জঙ্গীযোগ থাকার সন্দেহ রয়েছে। সল্টলেক সেক্টর ফাইভ থেকে গ্রেফতার করা হয় ধৃতদের। পুলিশ সূত্রে জানা যাচ্ছে ধৃতরা হলেন, এসকে আব্দুল্লাহ, ইমাম হোসেন, অবদূর সবুর, খইরুল ইসলাম। জালনথি বানিয়ে বেআইনিভাবে ভারতে প্রবেশ করেছেন এই চার বাংলাদেশী। এমনটাই জানা যাচ্ছে STF সূত্রে।

আরও পড়ুন : প্রাথমিকে ১২,০০০ নিয়োগ শুরু এপ্রিলে, তার পরেই এসএসসি-তে, জানালেন ব্রাত্য বসু

সাম্প্রতিকতম

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

আধার কার্ড জালিয়াতি রুখতে বড় উদ্যোগ, নিজের নামে কত সিম চলছে জানুন সহজেই

আধার নম্বর ব্যবহার করে জালিয়াতি রুখতে বড় পদক্ষেপ। এখন অনলাইন পোর্টালে নিজের মোবাইল নম্বর দিয়ে দেখে নিতে পারবেন আপনার নামে চালু থাকা সব সিমের তালিকা।

দক্ষিণবঙ্গে আজ থেকে আগামী ৪ দিন কালবৈশাখী ও বৃষ্টির পূর্বাভাস

দক্ষিণবঙ্গে আগামী ৪ দিন ধরে জোরদার কালবৈশাখী ও বৃষ্টির সম্ভাবনা। কোথাও ভারী বৃষ্টিও হতে পারে। গরম কমবে, তাপমাত্রা নেমে আসবে ৩০ ডিগ্রির ঘরে। বিস্তারিত আবহাওয়া প্রতিবেদন পড়ুন।

গোলাপ ফুল শুধু নয়, গোলাপ চায়েরও একাধিক গুণ! জানুন নিয়মিত খাওয়ার উপকারিতা

গোলাপ ফুল শুধু সৌন্দর্য বাড়ায় না, গোলাপ চায়েরও অসাধারণ উপকারিতা রয়েছে। গোলাপ চায়ে ভিটামিন সি, অ্যান্টিঅক্সিড্যান্টের মতো পুষ্টিগুণ ওজন কমানো, ত্বক ভালো রাখা এবং হার্টের স্বাস্থ্য রক্ষায় সাহায্য করে। জানুন কীভাবে বানাবেন গোলাপ চা।

আরও পড়ুন

পার্ক সার্কাস মার্কেটের ব্যবসায়ীদের জন্য পার্ক সার্কাস ময়দানে জায়গা চিহ্নিত, অস্থায়ী স্থানান্তরে অনীহা

পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ীদের জন্য পার্ক সার্কাস ময়দানে ৮৫ হাজার স্কয়ার ফুট জায়গা চিহ্নিত করল কলকাতা পুরসভা। নতুন করে নির্মাণের আগে অস্থায়ীভাবে বসানো হবে দোকান।

রাতে প্রায় একমাস বন্ধ থাকবে মা উড়ালপুলের একটি অংশ

রাতের রক্ষণাবেক্ষণের কারণে ২৮ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুলের একটি অংশ। বিকল্প রুট নির্ধারণ করেছে ট্রাফিক পুলিশ।

বেহালায় সত্য চৌধুরীর নামে পার্ক ও আবক্ষ মূর্তির উন্মোচন, ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের কৃতিকে সম্মান কলকাতা পুরসভার

ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের কৃতি প্রাক্তনী ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী সত্য চৌধুরীর নামে পার্ক ও আবক্ষ মূর্তির উন্মোচন হল বেহালার শিমূলতলা বাজার সংলগ্ন এলাকায়। কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার সহ বহু বিশিষ্টজন।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে