গত তিনমাস ধরে করোনা আক্রান্ত হয়ে মৃত্যুর কোনও খবর পাওয়া যায়নি। নতুন বছরে মার্চেই প্রথম মৃত্যুর খবর পাওয়া যায়। ২৫ মার্চ কোভিডে মৃত্যু হয়েছিল এক ব্যক্তির। তার দু’সপ্তাহ কাটতে না কাটতেই আরও এক ব্যক্তির মৃত্যুর খবর মিলল কলকাতায়।
কলকাতার রিজেন্ট পার্ক এলাকায় করোনা আক্রান্ত হয়ে মারা যান ভাস্কর দাস (৭৯) নামে এক ব্যক্তি। উত্তরবঙ্গ থেকে ফেরার পরই তিনি অসুস্থ হয়ে পড়েন বলে যানা গিয়েছে। রবিবার তাঁকে বাঘাযতীনের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানেই বুধবার সকাল ১১টা নাগাদ তাঁর মৃত্যু হয়। তাঁর মৃত্যুর শংসাপত্রে কোভিড নিউমোনিয়ায় আক্রান্ত হওয়ার উল্লেখ করা হয়েছে।
কয়েকদিন আগেও রাজ্যে করোনা সংক্রমণের সংখ্যা ষাটের কাছাকাছি পৌঁছে গিয়েছিল। মঙ্গলবার গত ২৪ ঘণ্টায় রাজ্য নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ৪৮ জন।
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডবিয়া জানিয়েছেন, আগামী আট থেকে দশদিন সংক্রমণ বাড়বে। তারপর ধাপে ধাপে সংক্রমণ কমতে থাকবে। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের হিসাব অনুযায়ী, দেশে ৭৮৩০ জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। দৈনিক সংক্রমণের হার ৩.৬৫ শতাংশ।
খবর অনলাইনে পড়তে পারেন
রাজ্য জুড়ে তীব্র দাবদাহ, গরমের ছুটি এগিয়ে আনল রাজ্য
৭১ হাজার নিয়োগপত্র বিতরণ! কর্মসংস্থানে বড়ো পদক্ষেপ নরেন্দ্র মোদীর