Homeখবরকলকাতাবড়িশার বড়োবাড়িতে সাবর্ণ সংগ্রহশালায় চলছে ১৭তম আন্তর্জাতিক ইতিহাস উৎসব

বড়িশার বড়োবাড়িতে সাবর্ণ সংগ্রহশালায় চলছে ১৭তম আন্তর্জাতিক ইতিহাস উৎসব

প্রকাশিত

নীলাদ্রি পাল

প্রকৃত ইতিহাসই পারে মানবসমাজকে এগিয়ে নিয়ে যেতে। ইতিহাস থেকে শিক্ষা নিয়ে মানুষ তার এগিয়ে চলার পথকে সুগম করতে পারে। অনেক সময় ইতিহাসকে বিকৃত করে সমাজের সামনে পেশ করা হয়েছে বা হয়ে চলেছে। 

মানুষকে প্রকৃত ও সঠিক ইতিহাস জানানোর লক্ষ্যে সাবর্ণ সংগ্রহশালা নিরন্তর কাজ করে চলেছে। এই কাজের স্বীকৃতি হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতর কলকাতার পর্যটন মানচিত্রে কয়েক মাস আগে সাবর্ণ সংগ্রহশালাকে কলকাতার চব্বিশটি দর্শনীয় স্থানের মধ্যে জায়গা করে দিয়েছে। আর একই পাসে কলকাতার চব্বিশটি দর্শনীয় স্থান দেখার জন্য পর্যটন দফতর চালু করেছে ‘ইন্টিগ্রেটেড সিটি পাস’।  

উত্তমকুমারকে নিয়ে প্রদর্শনীর একাংশ।

২০০৬ সাল থেকে সাবর্ণ রায় চৌধুরী পরিবার পরিষদ বড়িশার বড়োবাড়িতে সাবর্ণ সংগ্রহশালায় প্রতি বছর আন্তর্জাতিক ইতিহাস উৎসবের আয়োজন করে চলেছে। এই বছরের আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সূচনা হল ৫ ফেব্রুয়ারি। বর্ণাঢ্য এই উৎসবের উদ্বোধন করেন অভিনেতা ও সাবর্ণ সংগ্রহশালার ব্র্যান্ড অ্যাম্বাসাডর অরুণ বন্দোপাধ্যায়, নীলাদ্রি লাহিড়ী, সুদীপ মুখার্জি, অনির্বাণ ভট্টাচার্য এবং ‘নেতাজি সুভাষ’ বাংলা টিভি সিরিয়ালে নেতাজির ছোটোবেলার চরিত্রে অভিনয় করা অঙ্কিত মজুমদার। 

আন্তর্জাতিক ইতিহাস উৎসবে এ বারের থিম কান্ট্রি কেনিয়া। কেনিয়ার বিভিন্ন সামগ্রী প্রদর্শিত হয়েছে এই ইতিহাস উৎসবে। এ ছাড়াও রেট্রোস্পেক্টিভ বিভাগে প্রদর্শিত হয়েছে শিল্পী সংসদের সহযোগিতায় অভিনেতা উত্তমকুমার এবং সংগীতশিল্পী বিমান মুখোপাধ্যায়ের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র। এখানে প্রদর্শিত হয়েছে স্বাধীনতার তিন দিন পরে অর্থাৎ ১৯৪৭-এর ১৮ আগস্ট উত্তমকুমার তথা  অরুণকুমার মুখার্জির সই করা কলকাতা পোর্ট ট্রাস্টের ক্যাশ বিভাগে করণিক হিসেবে যোগ দেওয়ার জন্য এক হাজার টাকা জমা দেওয়া একটি রসিদের কপি। এ ছাড়াও রয়েছে ‘অ্যান্টনি ফিরিঙ্গি’ ছায়াছবির হাতে লেখা মূল ম্যানুস্ক্রিপ্টটি। প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে সাবর্ণ রায় চৌধুরী পরিবারের মানুষদের ব্যবহৃত বিভিন্ন সামগ্রী।

অরুণ কুমার মুখার্জির সই করা রসিদ।

২০২২-এ স্বাধীনতার ৭৫ বর্ষ পূর্ণ হওয়ার পাশাপাশি ঋষি অরবিন্দের জন্মের সার্ধ শতবর্ষ পূর্ণ হয়েছে। এই উপলক্ষ্যে ওভারম্যান ফাউন্ডেশন ট্রাস্টের সহযোগিতায় ঋষি অরবিন্দ সম্পর্কে নানা তথ্য ও ইতিহাসের উপাদানও প্রদর্শিত হচ্ছে আন্তর্জাতিক ইতিহাস উৎসবে।

এই উৎসবে প্রদর্শনীর মাধ্যমে সাধক রামপ্রসাদের সঙ্গে সাবর্ণ পরিবারের সম্পর্ক তুলে ধরা হয়েছে। প্রদর্শনীতে সাধক রামপ্রসাদের দস্তখত করা মোঘল আমলের কাবুলতিপত্র প্রদর্শিত হয়েছে।

অনুষ্ঠানে ডাক্তার পার্থসারথি মুখার্জিকে বরণ করা হচ্ছে।

উদ্বোধনের দিন বিকেলে ছিল মজাদার একটি কুইজের আসর। বিভিন্ন ক্ষেত্রের ইতিহাসের ওপর ভিত্তি করে এই কুইজের আসরটি বেশ জনপ্রিয় হয়ে উঠেছিল। বিকেলের এই অনুষ্ঠানটিতে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রখ্যাত নেফ্রোলজিস্ট, বাঙালিবাদী ডাক্তার পার্থসারথি মুখার্জি। একই ঘটনার ইতিহাসের বিভিন্ন মতবাদের বিষয়ে উল্লেখ করেন তিনি। ইতিহাস আর সঠিক ইতিহাসের আলাদা আলাদা বিষয়গুলির ওপরও আলোকপাত করে ইতিহাস কেন মতবাদের ঊর্ধ্বে, সে বিষয়ে বিস্তারিত আলোচনা করেন তিনি। ইতিহাসকে আবেগবর্জিত ও আরও বেশি তথ্যনির্ভর হওয়ার কথা বলেন। না হলে সমূহ বিপদের আশঙ্কা প্রকাশ করেন ডা. মুখার্জি। 

আন্তর্জাতিক এই ইতিহাস উৎসবটি চলবে আগামী ৮ ফেব্রুয়ারি পর্যন্ত।

আরও পড়ুন

মৃত প্রায় ১৯০০, আহত ৫ হাজারেরও বেশি মানুষ! দফায় দফায় ভূমিকম্প তুরস্ক-সিরিয়ায়

‘ত্রিপুরা আমার দ্বিতীয় ঘর’, নির্বাচনী প্রচারে দাবি মমতার

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

রাজ্যে শুরু টোটোর রেজিস্ট্রেশন, প্রথম দুই দিনে মাত্র ৯৫০ গাড়ি নথিভুক্ত ! দীপাবলির পর বাড়বে সাড়া আশা পরিবহণ দফতরের

রাজ্যে ব্যাটারি চালিত টোটো ও ই-রিকশার রেজিস্ট্রেশন শুরু হয়েছে। প্রথম দুই দিনে মাত্র ৯৫০টি গাড়ি নথিভুক্ত হয়েছে। পরিবহণ দফতর আশা করছে দীপাবলির পর এই সংখ্যা দ্রুত বাড়বে। রাজ্যে আনুমানিক টোটোর সংখ্যা ১০ লক্ষেরও বেশি।

২০০২ বনাম ২০২৫! ৭ জেলার ভোটার তালিকায় ৫১% থেকে ৬৫% মিল, কোথায় সবচেয়ে কম জানেন?

রাজ্যের সাতটি জেলায় ২০০২ ও ২০২৫ সালের ভোটার তালিকার মধ্যে ৫১% থেকে ৬৫% নামের মিল পাওয়া গিয়েছে। সর্বাধিক মিল কালিম্পংয়ে, সর্বনিম্ন ঝাড়গ্রামে। আসন্ন বিধানসভা নির্বাচনের আগে নতুনভাবে বিশেষ ভোটার তালিকা সংশোধন (SIR) শুরু করতে চলেছে নির্বাচন কমিশন।

আজ থেকে শুরু হচ্ছে রনজি, বাংলার প্রথম খেলা উত্তরাখণ্ডের বিরুদ্ধে, দলে শামি, আকাশ দীপ, ঈশ্বরন

এলিট স্তরে রয়েছে ৩২টি দল। তাদের চারটি গ্রুপে ভাগ করা হয়েছে। বাংলা রয়েছে গ্রুপ সি-তে। গত তিনবারের চ্যাম্পিয়ন বিদর্ভ রয়েছে গ্রুপ এ-তে।

শেষ হতে চলেছে এক যুগ! বন্ধ হচ্ছে এমটিভি-র মিউজিক চ্যানেলগুলি, ২০২৫ সালের শেষে অন্তিম সম্প্রচার

এক যুগের অবসান। Paramount Global জানিয়েছে, ২০২৫ সালের ৩১ ডিসেম্বরের মধ্যে বন্ধ হয়ে যাবে MTV-র মিউজিক চ্যানেলগুলি— MTV 80s, MTV 90s, MTV Music, Club MTV ও MTV Live। পরিবর্তিত দর্শক চাহিদাই এর প্রধান কারণ।

আরও পড়ুন

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

অপরাধপ্রবণতা বাড়ছে নাবালকদের মধ্যে! এক বছরে ৯ থেকে ১১৫ — চমকে দিল কলকাতার পরিসংখ্যান

এনসিআরবি ২০২৩ রিপোর্টে উদ্বেগজনক চিত্র— শিশুদের বিরুদ্ধে অপরাধ কমলেও, অপরাধে যুক্ত হচ্ছে আরও বেশি নাবালক। এক বছরে ৯ থেকে বেড়ে ১১৫ জন নাবালক অভিযুক্ত হয়েছেন কলকাতায়।