Homeখবরকলকাতাশুরু হল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব আয়োজিত আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী আইসিসিআর-এ

শুরু হল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব আয়োজিত আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী আইসিসিআর-এ

প্রকাশিত

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

শ্রয়ণ সেন

মধ্য কলকাতার হো চি মিন সরণিতে আইসিসিআর-এ শুক্রবার শুরু হল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব আয়োজিত আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী। এ বছর এই প্রদর্শনীর ষষ্ঠ বছর। আইসিসিআর-এর নন্দলাল বসু গ্যালারি এবং যামিনী রায় গ্যালারিতে ৩৫০টিরও বেশি ছবি প্রদর্শিত হচ্ছে।

শুক্রবার বিকেল ৩টেয় এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রথামত প্রদীপ জ্বালিয়ে ও ফিতে কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার পাখিপাহাড়ে চিত্রকীর্তির স্রষ্টা শিল্পী চিত্ত দে, ক্লাবের সভাপতি প্রান্তিক সেন, সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন, কোষাধ্যক্ষ সাধনা দাস বসু, দুই সহকারী সম্পাদক সঞ্জয় হাজরা ও অভিজিৎ ভট্টাচার্য, ক্লাবের কর্মসমিতি এবং ফোটোগ্রাফি উপসমিতির সদস্যরা-সহ বহু দর্শক।

cjc exhibition lead 07.04 1

প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন।

প্রতি বছরই ক্লাবের উদ্যোগে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রথম চার বছর আইসিসিআর-এ আয়োজিত হওয়ার পর গত বছর প্রদর্শনী সরে গিয়েছিল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের কাছে গ্যালারি গোল্ডে। এ বছর আবার ফিরে এল আইসিসিআর-এ।  

প্রদর্শনী সম্পর্কে ক্লাবের সভাপতি প্রান্তিক সেন জানান, এই প্রদর্শনী প্রকৃত অর্থেই আন্তর্জাতিক। শুধু আমাদের পশ্চিমবঙ্গ থেকেই নয়, দেশের বিভিন্ন রাজ্য থেকেও আলোকচিত্রীরা তাঁদের তোলা ছবি পাঠিয়েছেন এই প্রদর্শনীতে। ভারতের বাইরে অন্তত ৬টি দেশ থেকে ছবি এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ, সুইৎজারল্যান্ড, ঘানা প্রভৃতি দেশ।

cjc exhibition 1 07.04

ফিতে কেটে উদ্বোধন।

প্রান্তিকবাবু বলেন, প্রদর্শিত ছবিগুলি চারটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে – ওয়াইল্ড লাইফ, নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং স্ট্রিট অ্যান্ড পিপল।  যত সংখ্যক ছবি এই প্রদর্শনীতে প্রদর্শিত হয়, তার ভিত্তিতে বলা যায় ক্লাব আয়োজিত এই প্রদর্শনী শুধুমাত্র আমাদের রাজ্যেরই নয়, দেশেরও অন্যতম বৃহত্তম প্রদর্শনী।

ক্লাবের সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন জানান, শ’ দেড়েক আলোকচিত্রী এই প্রদর্শনীতে যোগ দিয়েছেন। এঁদের মধ্যে বিপুল সংখ্যক মহিলা ফোটোগ্রাফার আছেন। ব্যাপারটা খুবই উৎসাহব্যাঞ্জক। যে সব ছবি এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে, তার অনেকগুলিই বিশ্ব মানের।

cjc exhibition 2 07.04

প্রদর্শনীর একাংশ।

ক্লাব আয়োজিত এই প্রদর্শনী প্রতিযোগিতামূলক। বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে এবং এই প্রদর্শনীতে যাঁরা ছবি দিয়েছেন তাঁদের সকলকে শংসাপত্র দেওয়া হবে।

৯ এপ্রিল রবিবার পর্যন্ত প্রদর্শনী চলবে। রোজ বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা। রবিবার বিকেলে সমাপ্তি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

আইপিএল ২০২৩: ম্যাচ প্রতি কত টাকা পান গ্ল্যামারাস আইপিএল চিয়ারলিডাররা

প্রকাশ্যে ‘আদিপুরুষ’-র নতুন পোস্টার, একাধিক ভাষায় মুক্তি পাবে ছবি

সাম্প্রতিকতম

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

এসএসসির নতুন নিয়োগ প্রক্রিয়া বহাল, হাই কোর্টে খারিজ হল সব আবেদন! রাজ্যের বড় জয় বললেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়

এসএসসির নতুন নিয়োগবিধিকে চ্যালেঞ্জ করে করা সব আবেদন খারিজ করল কলকাতা হাই কোর্ট। আদালতের পর্যবেক্ষণ, নিয়োগের বিষয়ে এসএসসি নিজেই যোগ্যতামান ঠিক করতে পারে। রাজ্যের মতে, এটি বড় জয়।

বাংলায় কথা বললেই সন্দেহ! নাগরিকত্বের প্রশ্নে কেন্দ্রকে হলফনামা দিতে বলল হাই কোর্ট

বাংলাভাষীদের সন্দেহের চোখে দেখার অভিযোগে কেন্দ্রকে তুলোধোনা। নাগরিকত্ব নির্ধারণের পদ্ধতি, আটক ও বহিষ্কারের তথ্য হলফনামায় জানানোর নির্দেশ হাই কোর্টের। শুনানি ফের ৪ অগস্ট।

খালি পেটে নয়! গ্রিন টি কখন খাবেন, জানুন বিশেষজ্ঞদের পরামর্শ

খালি পেটে গ্রিন টি খেলে হতে পারে অ্যাসিডিটি, হজমের সমস্যা, অনিদ্রা। কখন ও কীভাবে গ্রিন টি খাবেন, দিনে কতবার খাবেন—জানুন বিশদে।

আরও পড়ুন

বাংলা বললেই গ্রেফতার? ‘লুকিয়ে কেন্দ্রের নোটিফিকেশন’, রাজপথে ক্ষোভ মমতার

ভিনরাজ্যে বাঙালি হেনস্থার প্রতিবাদে মিছিল মুখ্যমন্ত্রী মমতার। অভিযোগ, বাংলা ভাষায় কথা বললেই ডিটেনশন ক্যাম্পে পাঠানোর হুমকি। ওড়িশা সরকারকে সরাসরি সতর্ক করলেন তৃণমূল নেত্রী।

জোকা-মাঝেরহাট মেট্রো রুটে সুখবর, সোমবার থেকে বাড়ছে ট্রেনের সংখ্যা ও বাড়ছে শেষ পরিষেবার সময়

জোকা-মাঝেরহাট মেট্রো রুটে বাড়ছে ট্রেন সংখ্যা, কমছে সময়ের ব্যবধান, শেষ ট্রেন মিলবে আরও দেরিতে। যাত্রীদের জন্য বড় আপডেট ১৪ জুলাই থেকে।

দুর্গাপূজোর আগেই আংশিকভাবে চালু হবে হৃষীকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন, বৃষ্টির জল জমার থেকে স্বস্তির আশা

আমহার্স্ট স্ট্রিট, মক্তারামবাবু স্ট্রিট, ঠনঠনিয়া এলাকায় জলজট মোকাবিলায় দ্রুত তৈরি হচ্ছে হৃষিকেশ পার্ক ড্রেনেজ পাম্পিং স্টেশন। সেপ্টেম্বরের মধ্যে আংশিকভাবে চালুর পরিকল্পনা কলকাতা পুরসভার।