Homeখবরকলকাতাশুরু হল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব আয়োজিত আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী আইসিসিআর-এ

শুরু হল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব আয়োজিত আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী আইসিসিআর-এ

প্রকাশিত

শ্রয়ণ সেন

মধ্য কলকাতার হো চি মিন সরণিতে আইসিসিআর-এ শুক্রবার শুরু হল ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব আয়োজিত আন্তর্জাতিক আলোকচিত্র প্রদর্শনী। এ বছর এই প্রদর্শনীর ষষ্ঠ বছর। আইসিসিআর-এর নন্দলাল বসু গ্যালারি এবং যামিনী রায় গ্যালারিতে ৩৫০টিরও বেশি ছবি প্রদর্শিত হচ্ছে।

শুক্রবার বিকেল ৩টেয় এই প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠান হয়। প্রথামত প্রদীপ জ্বালিয়ে ও ফিতে কেটে এই প্রদর্শনীর উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুরুলিয়ার পাখিপাহাড়ে চিত্রকীর্তির স্রষ্টা শিল্পী চিত্ত দে, ক্লাবের সভাপতি প্রান্তিক সেন, সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন, কোষাধ্যক্ষ সাধনা দাস বসু, দুই সহকারী সম্পাদক সঞ্জয় হাজরা ও অভিজিৎ ভট্টাচার্য, ক্লাবের কর্মসমিতি এবং ফোটোগ্রাফি উপসমিতির সদস্যরা-সহ বহু দর্শক।

cjc exhibition lead 07.04 1

প্রদীপ জ্বালিয়ে উদ্বোধন।

প্রতি বছরই ক্লাবের উদ্যোগে এই আলোকচিত্র প্রদর্শনীর আয়োজন করা হয়। প্রথম চার বছর আইসিসিআর-এ আয়োজিত হওয়ার পর গত বছর প্রদর্শনী সরে গিয়েছিল রবীন্দ্র সরোবর স্টেডিয়ামের কাছে গ্যালারি গোল্ডে। এ বছর আবার ফিরে এল আইসিসিআর-এ।  

প্রদর্শনী সম্পর্কে ক্লাবের সভাপতি প্রান্তিক সেন জানান, এই প্রদর্শনী প্রকৃত অর্থেই আন্তর্জাতিক। শুধু আমাদের পশ্চিমবঙ্গ থেকেই নয়, দেশের বিভিন্ন রাজ্য থেকেও আলোকচিত্রীরা তাঁদের তোলা ছবি পাঠিয়েছেন এই প্রদর্শনীতে। ভারতের বাইরে অন্তত ৬টি দেশ থেকে ছবি এসেছে। এর মধ্যে উল্লেখযোগ্য বাংলাদেশ, সুইৎজারল্যান্ড, ঘানা প্রভৃতি দেশ।

cjc exhibition 1 07.04

ফিতে কেটে উদ্বোধন।

প্রান্তিকবাবু বলেন, প্রদর্শিত ছবিগুলি চারটি ক্যাটেগরিতে ভাগ করা হয়েছে – ওয়াইল্ড লাইফ, নেচার অ্যান্ড ল্যান্ডস্কেপ, ব্ল্যাক অ্যান্ড হোয়াইট এবং স্ট্রিট অ্যান্ড পিপল।  যত সংখ্যক ছবি এই প্রদর্শনীতে প্রদর্শিত হয়, তার ভিত্তিতে বলা যায় ক্লাব আয়োজিত এই প্রদর্শনী শুধুমাত্র আমাদের রাজ্যেরই নয়, দেশেরও অন্যতম বৃহত্তম প্রদর্শনী।

ক্লাবের সাধারণ সম্পাদক ইমন কল্যাণ সেন জানান, শ’ দেড়েক আলোকচিত্রী এই প্রদর্শনীতে যোগ দিয়েছেন। এঁদের মধ্যে বিপুল সংখ্যক মহিলা ফোটোগ্রাফার আছেন। ব্যাপারটা খুবই উৎসাহব্যাঞ্জক। যে সব ছবি এই প্রদর্শনীতে প্রদর্শিত হচ্ছে, তার অনেকগুলিই বিশ্ব মানের।

cjc exhibition 2 07.04

প্রদর্শনীর একাংশ।

ক্লাব আয়োজিত এই প্রদর্শনী প্রতিযোগিতামূলক। বিজয়ীদের পুরস্কার দেওয়া হবে এবং এই প্রদর্শনীতে যাঁরা ছবি দিয়েছেন তাঁদের সকলকে শংসাপত্র দেওয়া হবে।

৯ এপ্রিল রবিবার পর্যন্ত প্রদর্শনী চলবে। রোজ বিকেল ৩টে থেকে রাত ৮টা পর্যন্ত এই প্রদর্শনী খোলা। রবিবার বিকেলে সমাপ্তি অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

আরও পড়ুন

আইপিএল ২০২৩: ম্যাচ প্রতি কত টাকা পান গ্ল্যামারাস আইপিএল চিয়ারলিডাররা

প্রকাশ্যে ‘আদিপুরুষ’-র নতুন পোস্টার, একাধিক ভাষায় মুক্তি পাবে ছবি

সাম্প্রতিকতম

রবিবার ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ দৌড়ের আসর, শহরে হাজির প্রাক্তন তারকা-ফুটবলার সোল ক্যাম্পবেল

সঞ্জয় হাজরা আগামী রবিবার ১৫ ডিসেম্বর বসছে ‘টাটা স্টিল ওয়ার্ল্ড ২৫কে কলকাতা’ দৌড়ের আসর। এ...

চিলিতে বসানো টেলিস্কোপ, ভারতে থাকা বাঙালি বিজ্ঞানীর হাত ধরে অভিনব সৌরমণ্ডলের আবিষ্কার

বাঙালির বিজ্ঞান অন্বেষণের সাফল্যের মুকুটে নয়া পালক যোগ হল। বাঙালি বিজ্ঞানী লিটন মজুমদারের নেতৃত্বে...

বিশ্ব রোবট অলিম্পিয়াডে ইতিহাস গড়ল কেরলের ‘ইউনিক ওয়ার্ল্ড রোবোটিকস’

ওয়ার্ল্ড রোবট অলিম্পিয়াডে নজর কাড়ল ভারতীয় দল। এআই, রোবোটিকস এবং স্টেম এডুকেশন-এ পারদর্শী কেরলের...

আরও পড়ুন

দূষণ রুখতে ড্রোন ব্যবহার করবে কলকাতা পুলিশ, নজরে পূর্ব কলকাতা জলাভূমি

ইস্ট কলকাতা ওয়েটল্যান্ডসে অবৈধ দখলদারি এবং আবর্জনা পোড়ানোর ওপর নজর রাখতে ড্রোন মোতায়েন করছে কলকাতা পুলিশ। দূষণ নিয়ন্ত্রণে আধুনিক প্রযুক্তির ব্যবহার শুরু।

সল্টলেক বাইপাসে আন্ডারগ্রাউন্ড কেবল প্রকল্প, নিশ্চিত হবে সড়কপথে নিরবচ্ছিন্ন আলোকসজ্জা

সল্টলেক বাইপাসে আন্ডারগ্রাউন্ড কেবল কন্ডুইট তৈরি করে নিরবচ্ছিন্ন স্ট্রিট লাইটিং নিশ্চিত করবে এনডিআইটিএ। প্রকল্পটি আগামী দুই মাসের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা।

‘সাউণ্ড অব সোম প্রোডাকশনস’ আয়োজিত ফ্যাশন শোয়ে ‘এস ফ্যাক্টর’ যেন চাঁদের হাট

কলকাতা: ‘সাউণ্ড অব সোম প্রোডাকশনস’ আয়োজিত ফ্যাশন শোয়ে বাজিমাত করল ‘এস ফ্যাক্টর’। আবির্ভাব লগ্নেই...
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে