Homeখেলাধুলোআইপিএলআইপিএল ২০২৩: ম্যাচ প্রতি কত টাকা পান গ্ল্যামারাস আইপিএল চিয়ারলিডাররা

আইপিএল ২০২৩: ম্যাচ প্রতি কত টাকা পান গ্ল্যামারাস আইপিএল চিয়ারলিডাররা

প্রকাশিত

জনপ্রিয় ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ বা আইপিএল (IPL)-এর ১৬তম মরশুম চলছে। প্রতিদিনই এই লিগের দর্শক সংখ্যা বাড়ছে। আইপিএল-এ বিখ্যাত ক্রিকেটাররা তো রয়েইছেন, সঙ্গে স্পনসর অথবা টিমের মালিক হিসেবে যুক্ত রয়েছেন বড়ো বড়ো ব্যবসায়ী এবং চলচ্চিত্র তারকারাও। এ ছাড়াও আছেন চিয়ারলিডাররাও, যাঁরা আইপিএলের দর্শকদের আনন্দ দিয়ে চলেছেন বাইন্ডারি লাইনের বাইরে।

বেশির ভাগই বিদেশি

ipl 2 2

গত কয়েক বছর ধরে কোভিডের কারণে চিয়ারলিডারদের প্রবেশ নিষেধ ছিল ময়দানে, কিন্তু এই বছর থেকে আবার তাঁদের দেখা মিলছে। এটা নিশ্চয় লক্ষ্য করে দেখেছেন, আইপিএল চিয়ারলিডারদের নামমাত্র কয়েকজন ভারতীয়। বেশির ভাগই বিদেশ থেকে আসেন।

পারিশ্রমিক কত?

ipl 3 2

মিডিয়া রিপোর্ট অনুযায়ী, একটি আইপিএল ম্যাচের জন্য চিয়ারলিডাররা ১৪ হাজার থেকে ১৭ হাজার টাকা পেয়ে থাকেন। সংশ্লিষ্ট দল অনুযায়ী চিয়ারলিডারদের পারিশ্রমিকের হেরফের হয়। ক্রিকফ্যাক্টের একটি রিপোর্টে বলা হয়েছে, সিএসকে, পঞ্জাব, সানরাইজার্স হায়দরাবাদ, দিল্লি ক্যাপিটালসের মতো দলগুলি নিজেদের চিয়ারলিডারদের প্রতি ম্যাচে ১২ হাজার টাকার বেশি দিয়ে থাকে। তবে মুম্বই এবং আরসিবি প্রতি ম্যাচে চিয়ারলিডারদের প্রায় ২০ হাজার টাকা দেয়। সর্বোচ্চ পারিশ্রমিক দেয় কেকেআর, তারা প্রতি ম্যাচে চিয়ারলিডারদের ২৪ হাজার টাকা দেয়।

টিম জিতলে বোনাস

ipl 4

ম্যাচ শেষেও তাঁদের আয়ের রাস্তা আছে। ম্যাচ পারফরম্যান্সের ভিত্তিতে এবং তাদের দল জিতলে চিয়ারলিডারদের বোনাস দেওয়া হয়। এ ছাড়াও চিয়ারলিডাররা বিলাসবহুল সামগ্রী, খাবার এবং থাকার জায়গা ইত্যাদির সুবিধা পেয়ে থাকেন।

যোগ্যতা এবং নির্বাচন

ipl 5

বলে রাখা ভালো, আইপিএলে চিয়ারলিডারের কাজ সহজে পাওয়া যায় না। পরীক্ষা এবং ইন্টারভিউয়ের ভিত্তিতে যোগ্যদের নির্বাচন করা হয়। একজন আইপিএল চিয়ারলিডারের ভিড়ের সামনে নাচ, মডেলিং এবং পারফর্ম করার অভিজ্ঞতা থাকাটা আবশ্যক।

সাম্প্রতিকতম

রাজস্থানে মুখ্যমন্ত্রীর দৌড়ে আরও একটি বড়ো নাম, কার ভাগ্যে শিকে ছিঁড়বে

রাজস্থান, মধ্যপ্রদেশ এবং ছত্তীসগঢ়ে চলমান রাজনৈতিক অস্থিরতা ভোট গণনার পরেও অব্যাহত রয়েছে। এই তিনটি...

বৃহস্পতিতেও বাংলায় বৃষ্টি, বর্ষণ থামলেই দ্রুত নামবে পারদ

কলকাতা: আকাশ মেঘলা। বুধবারের পর বৃহস্পতিবার সকাল থেকেই রাজ্যের কয়েকটি জেলাতে হালকা থেকে মাঝারি...

তেলঙ্গনায় বৃহস্পতিবার এবং মিজোরামে শপথগ্রহণ শুক্রে, বিজেপির জেতা ৩ রাজ্যে বিলম্বের কারণ কী

রবিবার ফলাফল ঘোষিত হয়েছে রাজস্থান,মধ্যপ্রদেশ, তেলঙ্গনা এবং ছত্তীসগঢ় বিধানসভা ভোটের। সোমবার জানা গিয়েছে মিজোরামের...

উত্তরকাশীর সেই টানেলের দায়িত্ব পাবে এক বিশেষ সংস্থা, নীরবতা দুর্ঘটনায়

কয়েক দিন সারা দেশে আলোড়ন ফেলেছিল উত্তরকাশীর নির্মীয়মাণ সুড়ঙ্গ ধসের ঘটনা। ভেঙে পড়া সুড়ঙ্গের...

আরও পড়ুন

শামির বল, বিরাটের ব্যাটের দাপটে ভারতের কাছে ধরাশায়ী নিউজিল্যান্ড

এ বারের বিশ্বকাপে পাঁচটি ম্যাচের পাঁচটিতেই জয় ভারতের! অন্য দিকে চার ম্যাচ জেতার পরে...

শুভমন গিল বা বিরাট কোহলি নন, এ বারের আইপিএলে এবি ডি’ভিলিয়ার্সের পছন্দের ক্রিকেটার অন্য কেউ!

এবি ডি'ভিলিয়ার্সের পছন্দের খেলোয়াড় মোটেই শুভমন গিল বা বিরাট কোহলি নন। তা হলে কে মুগ্ধ করলেন প্রাক্তন আরসিবি তারকাকে?

পঞ্চম বার ট্রফি জয় চেন্নাইয়ের, গুজরাতের স্বপ্নভঙ্গ

শুরুতে ব্যাট করে গুজরাট টাইটান্সের ৪ উইকেটে ২১৪ রানের বড়সড় ইনিংস গড়ে তোলে। বৃষ্টির জন্য চেন্নাইয়ের জয়ের লক্ষ্যমাত্রা কমে দাঁড়ায় ১৫ ওভারে ১৭১ রানে।