Homeখবরকলকাতাগ্রেফতার কৌস্তভ বাগচী, প্রতিবাদে পথে নামছে কংগ্রেস

গ্রেফতার কৌস্তভ বাগচী, প্রতিবাদে পথে নামছে কংগ্রেস

প্রকাশিত

ব্যারাকপুর : মুখ্যমন্ত্রীর বক্তব্যের প্রতিবাদ করার জের। টানা জিজ্ঞাসাবাদ এবং তল্লাশি চালানোর পর কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচীকে গ্রেফতার করল কলকাতা পুলিশ। যদিও এই গ্রেফতারি প্রসঙ্গে জানাতে গিয়ে আইনজীবী বলেন, ‘মুখ্যমন্ত্রী আমাকে ভয় পেয়েছে সে কারণেই এহেন সিদ্ধান্ত নিয়েছেন। এটা আমার নৈতিক জয়’।

এই ঘটনার প্রতিবাদ জানিয়ে রাজ্য জুড়ে প্রতিবাদে নামবে যুব কংগ্রেস। এদিন সকালেই আইনজীবীর বাড়িতে পৌঁছে গিয়েছিলেন যুব কংগ্রেসের কর্মীরা। যদিও আইনের পথে হেটে রাজ্য প্রশাসনের বিরুদ্ধে লড়াই করবেন আইনজীবী, এমনটাই জানিয়েছেন তিনি।

শনিবার ভোররাতেই আইনজীবীর বাড়ি পৌঁছে গিয়েছিল বটতলা থানার পুলিশের একটি দল। প্রায় ৫ ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয় আইনজীবীকে। এরপর তাঁকে গ্রেফতার করে নিয়ে যাওয়া হয় বটতলা থানায়। পুলিশের বিরুদ্ধে স্লোগান তোলেন কংগ্রেস কর্মীরা।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্য সরকার এবং রাজ্য পুলিশের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন কলকাতা হাইকোর্টের আইনজীবী কৌস্তভ বাগচী। তিনি বলেন, ‘রাত তিনটে নাগাদ আমার বাড়ির কলিং বেল বেজে ওঠে। এমন ভাবে পুলিশ আমার বাড়িতে উপস্থিত হয় যেন আমি কোন বিস্ফোরণ ঘটিয়েছি। অথবা সন্ত্রাসবাদী কাণ্ডের সঙ্গে যুক্ত’।

মুখ্যমন্ত্রী এবং কংগ্রেসের লড়াই নতুন করে শুরু হল বলেও জানিয়ে দিয়েছেন আইনজীবী। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তিনি বলেন, ‘আমার নাম কৌস্তভ বাগচী। আমি কাউকে ছেড়ে দেওয়ার মতন পাত্র নই। মুখ্যমন্ত্রীর রাতের ঘুম আমি উড়িয়ে দেব’।

কৌস্তভের গ্রেফতারি প্রসঙ্গে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী জানান, “মুখ্যমন্ত্রী সমালোচনা সহ্য করতে পারেন না। কৌস্তভের পাশে আছি। পথে নেমে প্রতিবাদ করবে কংগ্রেস”।

পুলিশ সূত্রে খবর, কৌস্তভের মন্তব্যের ভিত্তিতে বড়তলা থানায় লিখিত অভিযোগের কারণেই এই গ্রেফতার। ভারতীয় দণ্ডবিধির ১৫৩, ৫০৪, ৫০৫, ৫০৬, ৫০৯, ৩৫৪এ এবং ১২০বি ধারায় কৌস্তভকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন : কালো টাকা সাদা করার চেষ্টা! নিয়োগ দুর্নীতি মামলায় এবার তৃতীয় নারীর হদিশ

সাম্প্রতিকতম

এশিয়ার সেরা ফোটোজেনিক পর্যটনস্থলগুলির মধ্যে জায়গা করে নিল তাজমহল ও হাম্পি  

খবর অনলাইন ডেস্ক: ক্যামেরাবন্দি করার মতো দৃশ্য চারিপাশে অনেক। এসব স্থান শুধু সাংস্কৃতিক ও...

১ ডিসেম্বর সিবিএসই-র সিটেট পরীক্ষা, অনলাইনে আবেদন কবে পর্যন্ত

কেন্দ্রীয় সরকারের অধীনস্থ স্কুলে শিক্ষকতার চাকরি করবেন বলে স্বপ্ন দেখেন? রাজ্যের চাকরিপ্রার্থীদের জন্য সুখবর।...

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

ভারত-বাংলাদেশ ১ম টেস্ট: অশ্বিন ১০২, জাদেজা ৮৬, অপরাজিত থেকে বড়ো স্কোরের স্বপ্ন দেখাচ্ছেন দুই ব্যাটার   

ভারত: ৩৩৯-৬ (রবিচন্দ্রন অশ্বিন ১০২ নট আউট, রবীন্দ্র জাদেজা ৮৬ নট আউট, হাসান মাহমুদ...

আরও পড়ুন

৪২ দিনের কর্মবিরতি তুলে নিলেন জুনিয়র ডাক্তারেরা, তবে আন্দোলন চলবে

আরজি করের ঘটনার পর ৪২ দিনের কর্মবিরতি শেষে জুনিয়র ডাক্তারেরা আপাতত কাজে ফিরলেও তাঁদের আন্দোলন চলবে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর নবান্নে মুখ্যসচিবের চিঠিতে সন্তুষ্ট জুনিয়র চিকিৎসকেরা।

শামিয়ানায় হাজির মুম্বইয়ের বিখ্যাত রেস্তোরাঁ ‘মাসালা বে’

মুম্বাইয়ের তাজ ল্যান্ডস এন্ড-এর স্বাক্ষরিত রেস্তোরাঁ মাসালা বে-র রসনাতৃপ্ত মেনু এখন কলকাতার তাজ সিটি সেন্টার নিউটাউনের শামিয়ানায়।

‘আন্দোলন চলবে’, ছাত্রসংসদ গঠনের দাবি নিয়েও আলোচনা চান জুনিয়র ডাক্তাররা

পশ্চিমবঙ্গে জুনিয়র ডাক্তাররা তাঁদের দাবি পূরণ না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা করেছেন। তাঁরা রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন এবং ছাত্র সংসদ গঠনের দাবি মেনে নিতে চান।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?