Homeখবরকলকাতানিউটাউনে পড়ুয়ার রহস্যমৃত্যু, বন্ধুর ঘরে খাটের নীচে মিলল স্যুটকেসবন্দি দেহ

নিউটাউনে পড়ুয়ার রহস্যমৃত্যু, বন্ধুর ঘরে খাটের নীচে মিলল স্যুটকেসবন্দি দেহ

প্রকাশিত

কলকাতা: শুক্রবার ভোরে নিউটাউন এলাকায় একটি বাড়ির খাটের তলায় স্যুটকেসের মধ্যে থেকে এক পড়ুয়ার দেহ উদ্ধার ঘিরে জোর চাঞ্চল্য। অভিযোগ, পড়ুয়াকে অপহরণ করে খুন করা হয়েছে।

ঘটনায় প্রকাশ, নিউটাউনের তারুলিয়ায় বন্ধুর ভাড়াবাড়ি থেকে উদ্ধার হয় যুবকের দেহ। স্যুটকেসের মধ্যে হাত-পা বাঁধা অবস্থায় ছিল দেহটি। সেলোটপ দিয়ে মুখ সাঁটা অবস্থায় উদ্ধার হয়েছে দেহ। মৃত যুবকের নাম সাজিদ হোসেন। বছর উনিশের ওই যুবকের বাড়ি মালদার কালিয়াচক এলাকায়। ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট-এর জন্য প্রস্তুতি নিচ্ছিলেন তিনি।

নিউটাউনের তারুলিয়ায় মাস পাঁচেক আগে একটি বাড়ি ভাড়া নিয়ে থাকছিলেন কালিয়াচক থানার ষোলো মাইল এলাকার বাসিন্দা এই মেধাবী ছাত্র সাজিদ। সেখানেই অন্য তিনটি ঘর ভাড়া নিয়ে থাকতেন গৌতম সিং। গৌতমের ঘর থেকেই এ দিন ওই যুবকের সুটকেসবন্দি দেহ উদ্ধার হয়। যুবককে খুনের অভিযোগে ইতিমধ্যেই গৌতম সিং এবং তাঁর সহকারী পাপ্পু ঘোষকে গ্রেফতার করেছে নিউটাউন থানার পুলিশ। এ ছাড়াও দুই বান্ধবীকে আটক করেছে পুলিশ। খুনের ঘটনা এক অভিযুক্ত স্বীকার করে নিয়েছেন বলে দাবি পুলিশের।

জানা যায়, ১৯ বছরের সাজিদ হোসেনের বাবা মোক্তার হোসেন সম্ভ্রান্ত ব্যবসায়ী। সাজিদ নিট পরীক্ষার প্রস্তুতির জন্য নিউটাউনের একটি প্রাইভেট কলেজে ভর্তি হয়েছিলেন। ভাড়াবাড়ির ঠিক নীচে গৌতমের ফাস্ট ফুডের দোকান। সেখান থেকেই আলাপ ও পরে বন্ধুত্ব।

মিডিয়া রিপোর্টে প্রকাশ, ঘটনার রাতে সাজিদের কাছে বাবার পাঠানো মোটা টাকার ট্রানজাকশন দেখতে পান গৌতম। সেই সময় সাজিদ তাঁর বাড়িতেই হইহুল্লোড় করতে গিয়েছিলেন। টাকা ঢোকার পরেই সেই টাকা চাওয়া হয়। রাজি না হলে হুমকি দেওয়া হয়। এরপর জোর করে সেলোটেপ দিয়ে মুখ-নাক বেঁধে ছবি তোলা হয়। সূত্রের খবর, মদ খাইয়ে বালিশ চাপা দিয়ে প্রথমে খুন। তারপরে মুখে সেলোটেপ জড়িয়ে দেয় মৃত্যু নিশ্চিত করতেই। পুলিশি জিজ্ঞাসাবাদে এ কথা স্বীকার করে নিয়েছেন গৌতম।

আরও পড়ুন: মুম্বইয়ে সাততলা বাড়িতে আগুন, মৃত অন্তত ৭, জখম ৫১

সাম্প্রতিকতম

সবচেয়ে কমবয়সি ক্রিকেটার হিসাবে শতরান করে আইপিএল-এ ইতিহাস গড়ল ১৪ বছরের বৈভব সূর্যবংশী

খবর অনলাইন ডেস্ক: ২০২৫ সালের ২৮ এপ্রিল – আইপিএল-এর ইতিহাসে স্মরণীয় দিন হিসাবে চিহ্নিত...

পাঁচ রাজ্যে একযোগে ১৬টি নতুন শাখা খুলল বন্ধন ব্যাঙ্ক, গ্রামীণ ও আধা-শহরাঞ্চলে জোর

বন্ধন ব্যাঙ্ক পাঁচটি রাজ্যে ১৬টি নতুন শাখার উদ্বোধন করল। ওড়িশা, বিহার, ঝাড়খণ্ড, অন্ধ্রপ্রদেশ ও ছত্তিসগড়ে ছড়িয়ে পড়ল ব্যাঙ্কের নতুন পদচিহ্ন। শাখা সংখ্যা ১৭৩০ ছাড়াল।

ভিভো ভারতের বাজারে আনল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন, দুর্দান্ত ব্যাটারি ও ক্যামেরা ফিচারে তাক লাগাবে

ভিভো ভারতের বাজারে লঞ্চ করল টি৪ সিরিজের নতুন স্মার্টফোন। ৭৩০০ এমএএইচ ব্যাটারি, ৯০W ফ্ল্যাশ চার্জ, উন্নত ক্যামেরা ও আকর্ষণীয় ডিসপ্লে ফিচার নিয়ে হাজির হয়েছে Vivo T4। দাম শুরু ২১,৯৯৯ টাকা থেকে।

করেগুট্টা পাহাড়ে অভিযান সপ্তম দিনে, চাপে মাওবাদীরা, গোপন আস্তানা উদ্ধার

ছত্তিশগড়-তেলেঙ্গানা সীমান্তে করেগুট্টা পাহাড়ে মাওবাদীদের বিরুদ্ধে বড়সড় অভিযান চলছে। সপ্তম দিনে পাওয়া গেল গোপন আস্তানা, উদ্ধার বিস্তর সামগ্রী।

আরও পড়ুন

পার্ক সার্কাস মার্কেটের ব্যবসায়ীদের জন্য পার্ক সার্কাস ময়দানে জায়গা চিহ্নিত, অস্থায়ী স্থানান্তরে অনীহা

পার্ক সার্কাস মার্কেট ব্যবসায়ীদের জন্য পার্ক সার্কাস ময়দানে ৮৫ হাজার স্কয়ার ফুট জায়গা চিহ্নিত করল কলকাতা পুরসভা। নতুন করে নির্মাণের আগে অস্থায়ীভাবে বসানো হবে দোকান।

রাতে প্রায় একমাস বন্ধ থাকবে মা উড়ালপুলের একটি অংশ

রাতের রক্ষণাবেক্ষণের কারণে ২৮ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুলের একটি অংশ। বিকল্প রুট নির্ধারণ করেছে ট্রাফিক পুলিশ।

বেহালায় সত্য চৌধুরীর নামে পার্ক ও আবক্ষ মূর্তির উন্মোচন, ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের কৃতিকে সম্মান কলকাতা পুরসভার

ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের কৃতি প্রাক্তনী ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী সত্য চৌধুরীর নামে পার্ক ও আবক্ষ মূর্তির উন্মোচন হল বেহালার শিমূলতলা বাজার সংলগ্ন এলাকায়। কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার সহ বহু বিশিষ্টজন।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে