কলকাতা : মিড ডে মিল তদন্তে এবার রাজ্যে কেন্দ্রীয় প্রতিনিধি দল। রাজ্যের বিভিন্ন জেলা পরিদর্শনে যাবেন তাঁরা। এদিন সকালেই বিকাশ ভবন পৌঁছে যান প্রতিনিধি দলের সদস্যরা। জানা যাচ্ছে, সেখানে শিক্ষা দফতরের আধিকারিকদের সঙ্গে বৈঠক সারবেন কেন্দ্রীয় প্রতিনিধি দলের সদস্যরা। তারপর রওনা দেবেন জেলা সফরে।
১১ জনের এই প্রতিনিধি দলে রয়েছেন ইউনিসেফের প্রতিনিধি,অধ্যাপক। চলতি মাসের ৩০ তারিখ রাজ্যে আসার কথা ছিল এই দলের কিন্তু তার এক দিন আগে রবিবারই কলকাতা এসে পৌঁছায় এই প্রতিনিধি দল।
জানা যাচ্ছে, আজ,সোমবার উত্তর ২৪ পরগনা জেলায় যাবে এই প্রতিনিধি দল। সেখানে বেশ কিছু স্কুল পরিদর্শন করবেন তাঁরা। এরপর রওনা দেবেন শিলিগুড়ির উদ্দেশ্যে। রাজ্যের আরও বেশ কিছু জেলা পরিদর্শন করতে পারেন তাঁরা। এমনটাই জানা যাচ্ছে সূত্র মারফত।
১১ জনের প্রতিনিধি দল কয়েকটি ভাগে বিভিন্ন জেলাতেও যেতে পারে বলে খবর। সূত্রের খবর, চার জেলা ঘোরার পর কলকাতা হয়ে এই টিম দিল্লি যাবে। কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রকের কাছে রিপোর্ট পেশ করবে। সেই রিপোর্টের ভিত্তিতে সুপারিশ পাঠাবে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রক।