Homeখবরকলকাতামিউনাস নাট্যদলের উদ্যোগে থিয়েটার জেগে থাকল টানা ২৪ ঘণ্টা

মিউনাস নাট্যদলের উদ্যোগে থিয়েটার জেগে থাকল টানা ২৪ ঘণ্টা

প্রকাশিত

অজন্তা চৌধুরী

সন্ধে ৬টা থেকে পরের দিন সন্ধে ৬টা – টানা ২৪ ঘণ্টা ধরে চলল নাট্যোৎসব। এমন অভিনব নাট্যোৎসব পৃথিবীর আর কোথাও হয়েছে বলে শোনা যায়নি।

এই অভিনব নাট্যোৎসবের আয়োজক ছিল কলকাতার মিউনাস নাট্যদল। উৎসব শুরু হয়েছিল ২৭ জানুয়ারি সন্ধে ৬ টায় এবং শেষ হল পরের দিন ২৮ জানুয়ারি সন্ধে ৬ টায়। ২৪ বছর বয়স হল নাট্যদল মিউনাসের। তাদের উদ্যোগে টানা ২৪ ঘন্টার এই নাট্যোৎসবের এ বার ছিল নবম বর্ষ।

এ বছর মহিলা পরিচালক নির্মিত ২৫টি নাটক নিয়ে অনুষ্ঠিত হল মিউনাসের নাট্যোৎসব, যার সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনায় উৎসব দাস। নাট্যকার, যাঁদের নাটক অবলম্বন করে করা হয় নাট্য প্রযোজনা, তাঁরা সব সময় উপেক্ষিতই থেকে যান। প্রকাশ্যে তাঁদের নাম খুব কমই আসে। তাই এই নাট্যোৎসবে যে সমস্ত নাট্যকারদের নাটক মঞ্চস্থ হল তাঁদের সম্মাননা জ্ঞাপন করা হয় এই নাট্যোৎসব। ২৭ জানুয়ারি দুপুর ২.৩০টেয় তাঁদের সম্মাননা জানিয়ে তপন থিয়েটারে বসল নাট্যকারদের সঙ্গে আড্ডা। সঞ্চালনায় ছিলেন শুদ্ধসত্ত্ব ঘোষ।

ajanta4

মিউনাস নাট্যদলের কর্ণধার উৎসব দাসের কথায়, “এই নাট্যোৎসব ঠিক আর পাঁচটা নাট্যোৎসবের মতো নয়। আমাদের এই নাট্যদল ২৪ বছরের। একটা পুরো দিন যাতে আমরা থিয়েটারের সঙ্গে যাপন করতে পারি, তার জন্যই শুরু করা হয়েছিল টানা ২৪ ঘন্টা নাট্যোৎসব।”

কিন্তু এ ধরনের নাট্যোৎসবের ভাবনা কেন এল মাথায়? সে প্রসঙ্গে উৎসববাবু বলেন, “নাট্যদলগুলোর মধ্যে পারস্পারিক সম্পর্ক আরও দৃঢ় করার ভাবনা থেকেই আমরা টানা ২৪ ঘন্টা নাট্যোৎসব শুরু করেছিলাম। ৩৬৫ দিনের মধ্যে অন্তত একদিন আমরা থিয়েটারকে ঘুমোতে দেব না এবং থিয়েটারের সঙ্গে আমরাও জেগে থাকব।”

উৎসববাবু বলেন, “মানুষজন এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এটাই আমাদের পরম প্রাপ্তি।”

আরও পড়ুন

ফোটোগ্রাফি এগ্‌জিবিশন ২০২৪: ক্যামেরাবন্দি অনবদ্য মুহূর্তের এক অপূর্ব উপস্থাপনে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব

সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সূচনা, চলবে সরস্বতী পুজো পর্যন্ত

চিত্রসাংবাদিকদের উদ্যোগে কলকাতায় চতুর্থ বর্ষ সরস্বতী পুজো ও চিত্রপ্রদর্শনী

সাম্প্রতিকতম

নতুন নতুন পদ্ধতিতে পাচার, সামলাতে হিমশিম বিএসএফ-পুলিশ, নিষিদ্ধ কাশির সিরাপে কোটি টাকার ব্যবসা

ভারত-বাংলাদেশ সীমান্ত এলাকায় দীর্ঘদিন ধরে নিষিদ্ধ কাশির সিরাপ পাচারের প্রবণতা রয়েছে। বাংলাদেশে ফেনসিডিল ও স্কাফের মতো সিরাপ নিষিদ্ধ হওয়ায়, চোরাকারবারীরা ভারত থেকে এই সিরাপগুলো বাংলাদেশে পাচার করে থাকে।

ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্তে বন্ধ বিদেশি সহায়তা, ছাড় শুধু ইজরাইল ও মিশরকে

নবগঠিত ট্রাম্প প্রশাসন বিদেশি সাহায্য বন্ধ করার সিদ্ধান্ত নিয়েছে। ইসরাইল ও মিশর ব্যতীত ইউক্রেনসহ অন্যান্য দেশ প্রভাবিত। মার্কো রুবিওর মেমোর মাধ্যমে এই সিদ্ধান্ত কার্যকর।

হাসিনার ‘কামব্যাক’ সম্ভব? নির্বাসনে থেকেও আওয়ামী লীগ নেতাদের লড়াইয়ের বার্তা ‘আপা’-র

বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাসনে। আওয়ামী লীগ নেতা-কর্মীরা চরম সংকটের মুখে। দল পুনর্গঠনের লক্ষ্যে রয়েছে একতা ও ভবিষ্যতের পরিকল্পনা।

প্রতি দিন এক গ্লাস দুধ খেলে কী হয়? কী তথ্য উঠে এল অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের গবেষণায়

প্রতি বছর অসংখ্য মানুষ কোলোরেক্টাল ক্যানসারে আক্রান্ত হন। অত্যন্ত দ্রুত এই ক্যানসার ছড়িয়ে পড়ে...

আরও পড়ুন

কলকাতা বইমেলায় স্টল চেয়ে হাইকোর্টে ধাক্কা খেল বিশ্ব হিন্দু পরিষদ

কলকাতা আন্তর্জাতিক বইমেলায় স্টল চেয়ে কলকাতা হাইকোর্টে গিয়েও স্বস্তি পেল না বিশ্ব হিন্দু পরিষদ...

কলকাতার রাস্তায় থাকছে হলুদ ট্যাক্সি, তবে শেষ হতে চলেছে অ্যাম্বাসাডরের যুগ

কলকাতার হলুদ ট্যাক্সি থাকবে, তবে অ্যাম্বাসাডরের সংখ্যা দ্রুত কমছে। রাজ্য সরকারের নয়া নিয়মে হলুদ রঙে রং করতে পারবে সমস্ত লাইট কমার্শিয়াল যানবাহন।

কলকাতা বিমানবন্দরের ‘উড়ান যাত্রী ক্যাফে’-র অভূতপূর্ব সাফল্য, প্রতিদিন ৯০০ ক্রেতা

কলকাতা বিমানবন্দরের ‘উড়ান যাত্রী ক্যাফে’ তার প্রথম মাসেই ৯০০ জন গ্রাহকের দৈনিক ভিড় টেনেছে। সাশ্রয়ী মূল্যের খাবার দিয়ে এই ক্যাফে যাত্রীদের মধ্যে বিপুল সাড়া ফেলেছে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে