Homeখবরকলকাতামিউনাস নাট্যদলের উদ্যোগে থিয়েটার জেগে থাকল টানা ২৪ ঘণ্টা

মিউনাস নাট্যদলের উদ্যোগে থিয়েটার জেগে থাকল টানা ২৪ ঘণ্টা

প্রকাশিত

অজন্তা চৌধুরী

সন্ধে ৬টা থেকে পরের দিন সন্ধে ৬টা – টানা ২৪ ঘণ্টা ধরে চলল নাট্যোৎসব। এমন অভিনব নাট্যোৎসব পৃথিবীর আর কোথাও হয়েছে বলে শোনা যায়নি।

এই অভিনব নাট্যোৎসবের আয়োজক ছিল কলকাতার মিউনাস নাট্যদল। উৎসব শুরু হয়েছিল ২৭ জানুয়ারি সন্ধে ৬ টায় এবং শেষ হল পরের দিন ২৮ জানুয়ারি সন্ধে ৬ টায়। ২৪ বছর বয়স হল নাট্যদল মিউনাসের। তাদের উদ্যোগে টানা ২৪ ঘন্টার এই নাট্যোৎসবের এ বার ছিল নবম বর্ষ।

এ বছর মহিলা পরিচালক নির্মিত ২৫টি নাটক নিয়ে অনুষ্ঠিত হল মিউনাসের নাট্যোৎসব, যার সামগ্রিক পরিকল্পনা ও পরিচালনায় উৎসব দাস। নাট্যকার, যাঁদের নাটক অবলম্বন করে করা হয় নাট্য প্রযোজনা, তাঁরা সব সময় উপেক্ষিতই থেকে যান। প্রকাশ্যে তাঁদের নাম খুব কমই আসে। তাই এই নাট্যোৎসবে যে সমস্ত নাট্যকারদের নাটক মঞ্চস্থ হল তাঁদের সম্মাননা জ্ঞাপন করা হয় এই নাট্যোৎসব। ২৭ জানুয়ারি দুপুর ২.৩০টেয় তাঁদের সম্মাননা জানিয়ে তপন থিয়েটারে বসল নাট্যকারদের সঙ্গে আড্ডা। সঞ্চালনায় ছিলেন শুদ্ধসত্ত্ব ঘোষ।

ajanta4

মিউনাস নাট্যদলের কর্ণধার উৎসব দাসের কথায়, “এই নাট্যোৎসব ঠিক আর পাঁচটা নাট্যোৎসবের মতো নয়। আমাদের এই নাট্যদল ২৪ বছরের। একটা পুরো দিন যাতে আমরা থিয়েটারের সঙ্গে যাপন করতে পারি, তার জন্যই শুরু করা হয়েছিল টানা ২৪ ঘন্টা নাট্যোৎসব।”

কিন্তু এ ধরনের নাট্যোৎসবের ভাবনা কেন এল মাথায়? সে প্রসঙ্গে উৎসববাবু বলেন, “নাট্যদলগুলোর মধ্যে পারস্পারিক সম্পর্ক আরও দৃঢ় করার ভাবনা থেকেই আমরা টানা ২৪ ঘন্টা নাট্যোৎসব শুরু করেছিলাম। ৩৬৫ দিনের মধ্যে অন্তত একদিন আমরা থিয়েটারকে ঘুমোতে দেব না এবং থিয়েটারের সঙ্গে আমরাও জেগে থাকব।”

উৎসববাবু বলেন, “মানুষজন এই উৎসবে স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এটাই আমাদের পরম প্রাপ্তি।”

আরও পড়ুন

ফোটোগ্রাফি এগ্‌জিবিশন ২০২৪: ক্যামেরাবন্দি অনবদ্য মুহূর্তের এক অপূর্ব উপস্থাপনে ক্যালকাটা জার্নালিস্টস ক্লাব

সাবর্ণ রায়চৌধুরী পরিবার পরিষদ আয়োজিত আন্তর্জাতিক ইতিহাস উৎসবের সূচনা, চলবে সরস্বতী পুজো পর্যন্ত

চিত্রসাংবাদিকদের উদ্যোগে কলকাতায় চতুর্থ বর্ষ সরস্বতী পুজো ও চিত্রপ্রদর্শনী

সাম্প্রতিকতম

জেনারেটিভ এআই প্রযুক্তিযুক্ত নয়া মডেলের স্মার্টফোন আনল রিয়েলমি

অত্যাধুনিক প্রযুক্তির নয়া মডেলের স্মার্টফোন কেনার পরিকল্পনা করছেন? আপনি কিনতেই পারেন রিয়েলমি সংস্থার নয়া...

আটকে একাধিক বিল, রাজভবনকে নোটিস পাঠাল সুপ্রিম কোর্ট

কলকাতা: রাজ্যের একাধিক বিল রাজভবনে আটকে আছে। রাজ্যপাল সিভি আনন্দ বোস সই করছেন না,...

‘পূর্ণ শক্তি দিয়ে সন্ত্রাস দমন’, কার্গিল দিবসে পাকিস্তানকে কড়া হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর

নয়াদিল্লি: সম্প্রতি জম্মু ও কাশ্মীরে জঙ্গি হামলার ঘটনা ক্রমশ বাড়ছে। শুক্রবার কার্গিল বিজয় দিবসের...

নিট-এ শীর্ষ স্থানাধিকারীর সংখ্যা এক ধাক্কায় ৬১ থেকে নেমে আসবে ১৭-য়, সংশোধিত মেধা তালিকা সম্ভবত আজই

নয়াদিল্লি: স্নাতক স্তরের ডাক্তারি প্রবেশিকা পরীক্ষা নিট (NEET-UG)-এর সংশোধিত মেধা তালিকা ঘোষণা করা হতে...

আরও পড়ুন

কলকাতার চার মেট্রোর জন্য বাজেট-বরাদ্দ ৪ হাজার কোটি টাকারও বেশি

খবর অনলাইন ডেস্ক: এবারের কেন্দ্রীয় বাজেটে কলকাতার চারটি মেট্রো প্রকল্পের জন্য ৪ হাজার কোটি...

কলকাতার মহাজাতি সদনের সামনে মিনিবাসে আগুন, নামিয়ে দেওয়া হল যাত্রীদের

কলকাতার মহাজাতি সদনের সামনে বৃহস্পতিবার সকাল ৯টা নাগাদ বিরাটি-বিবাদী বাগ রুটের একটি মিনিবাসে হঠাৎ...

২ মাসের মধ্যে কলকাতায় সিএনজি সরবরাহের উন্নতি, জানালেন পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী

কলকাতায় সিএনজি সরবরাহের সমস্যা সমাধানের জন্য গলসি থেকে কল্যাণী পর্যন্ত পাইপলাইন বসানোর কাজ দ্রুত এগোচ্ছে। পরিবহণ মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী জানিয়েছেন, দুই মাসের মধ্যে কল্যাণীতে সিএনজি সরবরাহ শুরু হবে, যা কলকাতায় প্রতিদিন ৫১ টন গ্যাস সরবরাহ করবে।
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?