কলকাতা : হাতেগোনা আর মাত্র কয়েকটা দিন। চলতি মাসেই বিধানসভা নির্বাচন মেঘালয়ে। উত্তর-পূর্বের এই রাজ্যটিকে পাখির চোখ করেছে তৃণমূল কংগ্রেস। দলের কর্মী সমর্থকদের মনোবল চাঙ্গা করতে বর্তমানে সে রাজ্যে রয়েছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নির্বাচনের দিন যতই এগিয়ে আসছে ততই প্রচারে ঝড় তুলছেন তিনি।
চলতি মাসের ১৬ তারিখ নির্বাচন ছিল ত্রিপুরায়। সে রাজ্যে প্রচার করতে একাধিকবার ছুটে গিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর এবার পালা মেঘালয়ের। ইতিমধ্যেই সে রাজ্যে প্রচারে ঝড় তুলেছেন তিনি।
রাজনৈতিক জীবনে বেশ সক্রিয় পশ্চিমবঙ্গ তৃণমূল কংগ্রেসের সেকেন্ড ইন কমান্ড তথা সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। যুব নেতা থেকে তিনি ধীরে ধীরে হয়ে উঠেছেন তৃণমূলের সাধারণ সম্পাদক। তাঁর রাজনৈতিক জীবন সম্পর্কে অনেকেরই জানা। তবে এবার খোঁজ মিলল তাঁর বাস্তব জীবনের।
সম্প্রতি এক সাক্ষাৎকারে নিজের বাস্তব জীবন নিয়ে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেতার সবচেয়ে পছন্দের গান পাঠান ছবির ‘বেশরম রং’, অন্যদিকে ‘বাংলার মাটি বাংলার জল গানটিও’ বেশ পছন্দ করেন তিনি। প্রিয় রাজনৈতিক ব্যক্তিত্ব হিসেবে তাঁর কাছে সবচেয়ে জনপ্রিয় মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়াও তিনি বেশ পছন্দ করেন মহাত্মা গান্ধীকে।
খাবারের তালিকায় বাঙালি খাবার পছন্দ পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদকের। পছন্দের নায়িকা মাধুরী দীক্ষিত এবং দীপিকা পাড়ুকোন। প্রিয় অভিনেতা অমিতাভ বচ্চন। নিজের প্রেম জীবন নিয়েও সাক্ষাৎকারে মুখ খুলেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর কথায়,’নিজের থেকে কোন মেয়েকে কখনও প্রেমের কথা বলিনি আমি’।
আরও পড়ুন : কোথাও ঝিরঝিরে, কোথা ভারী! শীতের বিদায়বেলায় বৃষ্টি জেলায় জেলায়