Homeখবরকলকাতাঅ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড, ছাদে রেস্তোরাঁ নিয়ে কড়া অবস্থান নিচ্ছে কলকাতা পুরসভা 

অ্যাক্রোপলিস মলে অগ্নিকাণ্ড, ছাদে রেস্তোরাঁ নিয়ে কড়া অবস্থান নিচ্ছে কলকাতা পুরসভা 

প্রকাশিত

সাম্প্রতিক সময়ে শহরের ছাদে অবস্থিত রেস্তোরাঁ ও ক্যাফেগুলিতে একের পর এক অগ্নিকাণ্ডের ঘটনার পর, কলকাতা পুরনিগম কঠোর পদক্ষেপ গ্রহণ করেছে। পার্ক স্ট্রিট থেকে কসবার অ্যাক্রোপলিস, শহরের বিভিন্ন স্থানে ছাদের উপরে রেস্তোরাঁগুলিতে আগুন লাগার ঘটনা ঘটেছে। এর ফলে, শহরের নিরাপত্তা ও অগ্নিনির্বাপণ ব্যবস্থা নিয়ে উদ্বেগ বেড়েছে।

কলকাতা পুরনিগমের মেয়র ফিরহাদ হাকিম এক অভ্যন্তরীণ বৈঠকে জানিয়েছেন, শহরের যতগুলো আবাসন বা বাড়ির ছাদের উপরে রেস্তোরাঁ বা ক্যাফে চলছে, বিশেষ করে যেখানে আগুন বা হিটার ব্যবহৃত হচ্ছে, সেই সব জায়গার সমীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মেয়র নির্দেশ দিয়েছেন, এক সপ্তাহের মধ্যে এই সমীক্ষার রিপোর্ট জমা দিতে হবে।

মেয়র বলেন, “যেসব জায়গায় অনুমতি ছাড়া এই ধরনের বাণিজ্যিক কাজকর্ম চলছে, সেগুলি সম্পূর্ণ ভেঙে দেওয়া হবে। আর যেগুলির অনুমতি আছে, সেখানকার অগ্নিনির্বাপণ ব্যবস্থা খতিয়ে দেখা হবে।”

একুশ শতকের সব থেকে বিলম্বিত বর্ষা, অপেক্ষা অবশেষে শেষ হতে চলেছে

পুরনিগম আরও জানিয়েছে, ভবিষ্যতে বাড়ির ছাদে নতুন রেস্তোরাঁ বা ক্যাফে খোলার অনুমতি দেওয়া হবে কিনা, তা নিয়ে আলোচনা করে নতুন আইন আনার পরিকল্পনা করছে। এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে শহরের নিরাপত্তা নিশ্চিত করতে এবং অগ্নিকাণ্ডের ঘটনা এড়াতে।

ফিরহাদ হাকিম আরও জানান, “শহরের ছাদগুলি বর্তমানে বেশির ভাগই বাণিজ্যিকভাবে ভাড়া দেওয়া হচ্ছে, যার তথ্য পুরনিগমের কাছে নেই। ফলে, অগ্নিকাণ্ডের ঘটনা ঘটলেও মোকাবিলা করা সম্ভব হচ্ছে না। তাই, ছাদে নতুন রেস্তোরাঁ বা ক্যাফে তৈরিতে আর কোনও অনুমতি দেওয়া হবে না।”

গত দুই সপ্তাহে শহরে ঘটে যাওয়া দুটি বড় অগ্নিকাণ্ডের জন্য পুরনিগম এই ধরনের ছাদের রেস্তোরাঁ বা ক্যাফেগুলিকে দায়ী করছে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুরনিগমের কঠোর অবস্থান শহরের বাসিন্দাদের মনে কিছুটা হলেও আশার সঞ্চার করবে। শহরের বাসিন্দারা আশা করছেন যে এর ফলে অগ্নিকাণ্ডের ঝুঁকি কমবে।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় ভারত, মার্সার রিপোর্টে উদ্বেগজনক তথ্য

মার্সার সিএফএ ইনস্টিটিউট গ্লোবাল পেনশন ইনডেক্স ২০২৫-এ বিশ্বের অন্যতম দুর্বল পেনশন ব্যবস্থার তালিকায় স্থান পেল ভারত। দেশটির রেটিং ‘Grade D’, যেখানে পেনশন কাঠামোয় বড় ঘাটতি নির্দেশ করেছে রিপোর্ট।

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় কি সত্যিই নিরাপদ? নতুন গবেষণায় চাঞ্চল্যকর তথ্য, বাড়ছে ফ্যাটি লিভারের ঝুঁকি

‘জিরো ক্যালরি’ ঠান্ডা পানীয় খেলে ক্ষতি হয় না— এমন ধারণা ভ্রান্ত। সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, কৃত্রিম শর্করা দেওয়া পানীয় ফ্যাটি লিভারের ঝুঁকি ৫০–৬০% পর্যন্ত বাড়িয়ে দেয়।

বর্ষার বিদায় নিলেও সপ্তাহান্তে ফের ভোল বদলাতে পারে আবহাওয়া

বঙ্গ থেকে আনুষ্ঠানিক ভাবে বিদায় নিল বর্ষা। শুরু শীতের অপেক্ষা। তবে সপ্তাহান্তে ফের পরিবর্তন আসতে পারে আবহাওয়ায়, বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে ছয় জেলায়।

মোবাইল নম্বর নয়, এবার ইউজারনেম দিয়েই চ্যাট করা যাবে হোয়াটসঅ্যাপে! আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ফিচার

হোয়াটসঅ্যাপে আসছে ইনস্টাগ্রাম-স্টাইল ইউজারনেম ফিচার। মোবাইল নম্বর শেয়ার না করেই চ্যাট করা যাবে। নতুন এই ফিচার দেখা গেছে হোয়াটসঅ্যাপের বিটা ভার্সন ২.২৫.২৮.১২ তে। ইউজারনেম সেট করতে থাকবে কিছু নিয়মও।

আরও পড়ুন

পুর নিয়োগ দুর্নীতিতে তল্লাশি অভিযান, মন্ত্রী সুজিতের দফতর-সহ কলকাতায় ১৩ জায়গা থেকে ৪৫ লক্ষ টাকা উদ্ধার, দাবি ইডির

পুরসভা নিয়োগ দুর্নীতির তদন্তে কলকাতা ও আশপাশে ১৩ জায়গায় তল্লাশি চালালো ইডি। বাজেয়াপ্ত নগদ ৪৫ লক্ষ টাকা ও নথিপত্র, যার ব্যাখ্যা পাওয়া যায়নি। দমকলমন্ত্রী সুজিত বসুর দফতর ও সংস্থাতেও তল্লাশি চালানো হয়েছে।

কলকাতা দুর্গাপূজা কার্নিভাল ২০২৫: নৃত্য-সংগীত সহযোগে প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলল বর্ণাঢ্য শোভাযাত্রা

কলকাতা: শুরু হয়েছিল ২০১৬-তে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে। মাঝে এক বছর বাদ ছিল...

অপরাধপ্রবণতা বাড়ছে নাবালকদের মধ্যে! এক বছরে ৯ থেকে ১১৫ — চমকে দিল কলকাতার পরিসংখ্যান

এনসিআরবি ২০২৩ রিপোর্টে উদ্বেগজনক চিত্র— শিশুদের বিরুদ্ধে অপরাধ কমলেও, অপরাধে যুক্ত হচ্ছে আরও বেশি নাবালক। এক বছরে ৯ থেকে বেড়ে ১১৫ জন নাবালক অভিযুক্ত হয়েছেন কলকাতায়।