Homeখবরকলকাতাচাঁদনি মার্কেট সংলগ্ন বহুতলে আগুন, দমকলের ৬টি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনল

চাঁদনি মার্কেট সংলগ্ন বহুতলে আগুন, দমকলের ৬টি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনল

প্রকাশিত

কলকাতা: আবার আগুন লাগার ঘটনা ঘটল কলকাতায়। ভরসন্ধ্যায় আগুনের গ্রাসে মধ্য কলকাতার চাঁদনি মার্কেট সংলগ্ন এলাকা। এ দিন সন্ধে পৌনে ৭টা নাগাদ আগুন লাগে চাঁদনি মার্কেটের সামনে একটি পাঁচতলা বাড়িতে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই। প্রায় ঘণ্টাদুয়েকের চেষ্টায় দমকলকর্মীরা রাত সাড়ে ৮টা নাগাদ আগুন আয়ত্তে আনেন।

প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা যায়,  ৮ নম্বর ম্যাডান স্ট্রিটে ‘ইস্ট ইন্ডিয়া ইনস্যুরেন্স ভবন’-এর সব চেয়ে উপরের তলার একটি অফিসঘরে প্রথম আগুন লাগে। চাঁদনি মার্কেটের গায়েই এই বাড়িটি পাঁচতলা। বৈদ্যুতিক জিনিসপত্রে ঠাসা। জোর হাওয়ার দাপটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই দমকলে খবর যায়। প্রথমে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। পরে আরও দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে।

chandni fire lead 1 16.09

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ছবি: রাজীব বসু।

ওই বহুতলে বিভিন্ন অফিসের পাশাপাশি বেশ কিছু সংস্থার কোয়ার্টার রয়েছে, যেখানে কয়েকটি পরিবারও থাকে। যখন আগুন লাগে, তখন বাড়ির ভিতর কম করে শ’খানেক মানুষ ছিলেন। বিভিন্ন তলে আটকে পড়া মানুষদের নিরাপদে নীচে নামিয়ে আনা হয়।

স্থানীয় সূত্রের বক্তব্য অনুযায়ী পাঁচ তলায় যেখানে এসি লাগানো রয়েছে, সেখানেই প্রথম আগুন দেখা যায়। সেই ঘরে বিদ্যুতের তার মজুত থাকায় আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ওই বাড়ির অন্যান্য অংশেও। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। ওই বহুতলে অগ্নিনির্বাপক ব্যবস্থা কতটা কাজ করে, তা-ও খতিয়ে দেখবে দমকল কর্তৃপক্ষ।

সাম্প্রতিকতম

আইপিএল ২০২৫: বৃষ্টির জন্য খেলা পরিত্যক্ত, পয়েন্ট ভাগাভাগি করে নিল পঞ্জাব কিংস ও কেকেআর

পঞ্জাব কিংস: ২০১-৪ (প্রভসিমরন সিং ৮৩, প্রিয়াংশ আর্য ৬৯, বৈভব অরোরা ২-৩৪) কলকাতা নাইট রাইডার্স:...

গরমে এসি ছাড়াই ঘর রাখুন ঠান্ডা, রইল সহজ কিছু কার্যকরী টিপস

তীব্র গরমেও এসি ছাড়াই ঘর ঠান্ডা রাখা সম্ভব। জানুন কীভাবে সঠিকভাবে পর্দা, বাতাস চলাচল ও সহজ কিছু ঘরোয়া উপায়ে স্বস্তি মিলবে।

গ্রুপ সি ও ডি কর্মীদের বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর, চাকরি বাতিল হলেও মিলবে আর্থিক সহায়তা

ছাব্বিশ হাজার চাকরি বাতিলের পর গ্রুপ সি ও গ্রুপ ডি কর্মীদের জন্য আর্থিক সহায়তার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত ২৫ হাজার ও ২০ হাজার টাকা মাসিক সহায়তা দেওয়া হবে।

প্রাপ্তবয়স্কদের মুখে বেবি ক্রিম ব্যবহার কতটা নিরাপদ? জানুন বিশেষজ্ঞের মতামত

বাজারের লেটেস্ট বিউটি প্রোডাক্ট না বুঝে ব্যবহার করলে হতে পারে ত্বকের ক্ষতি। প্রাপ্তবয়স্কদের ত্বকে বেবি ক্রিম বা লোশন লাগানো কি আদৌ ঠিক? বিশেষজ্ঞরা বলছেন, এটা ত্বকের জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে। বিস্তারিত জানুন।

আরও পড়ুন

রাতে প্রায় একমাস বন্ধ থাকবে মা উড়ালপুলের একটি অংশ

রাতের রক্ষণাবেক্ষণের কারণে ২৮ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত বন্ধ থাকবে মা উড়ালপুলের একটি অংশ। বিকল্প রুট নির্ধারণ করেছে ট্রাফিক পুলিশ।

বেহালায় সত্য চৌধুরীর নামে পার্ক ও আবক্ষ মূর্তির উন্মোচন, ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের কৃতিকে সম্মান কলকাতা পুরসভার

ভবানীপুর মিত্র ইনস্টিটিউশনের কৃতি প্রাক্তনী ও বিশিষ্ট সঙ্গীতশিল্পী সত্য চৌধুরীর নামে পার্ক ও আবক্ষ মূর্তির উন্মোচন হল বেহালার শিমূলতলা বাজার সংলগ্ন এলাকায়। কলকাতা পুরসভার উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক দেবাশীষ কুমার সহ বহু বিশিষ্টজন।

কলকাতা বিমানবন্দরে যাত্রা হবে আরও দ্রুত! ডমেস্টিক ট্রান্সফারে চালু হচ্ছে ‘ডিজিযাত্রা’

কলকাতা বিমানবন্দরে এবার আরও দ্রুত ডমেস্টিক কানেক্টিং ফ্লাইটে যাত্রা সম্ভব। ডিজিযাত্রা চালু হচ্ছে ডমেস্টিক-টু-ডমেস্টিক ট্রান্সফার জোনে, উপকৃত হবেন হাজার হাজার যাত্রী।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে