কলকাতা: আবার আগুন লাগার ঘটনা ঘটল কলকাতায়। ভরসন্ধ্যায় আগুনের গ্রাসে মধ্য কলকাতার চাঁদনি মার্কেট সংলগ্ন এলাকা। এ দিন সন্ধে পৌনে ৭টা নাগাদ আগুন লাগে চাঁদনি মার্কেটের সামনে একটি পাঁচতলা বাড়িতে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই। প্রায় ঘণ্টাদুয়েকের চেষ্টায় দমকলকর্মীরা রাত সাড়ে ৮টা নাগাদ আগুন আয়ত্তে আনেন।
প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা যায়, ৮ নম্বর ম্যাডান স্ট্রিটে ‘ইস্ট ইন্ডিয়া ইনস্যুরেন্স ভবন’-এর সব চেয়ে উপরের তলার একটি অফিসঘরে প্রথম আগুন লাগে। চাঁদনি মার্কেটের গায়েই এই বাড়িটি পাঁচতলা। বৈদ্যুতিক জিনিসপত্রে ঠাসা। জোর হাওয়ার দাপটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই দমকলে খবর যায়। প্রথমে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। পরে আরও দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে।
আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ছবি: রাজীব বসু।
ওই বহুতলে বিভিন্ন অফিসের পাশাপাশি বেশ কিছু সংস্থার কোয়ার্টার রয়েছে, যেখানে কয়েকটি পরিবারও থাকে। যখন আগুন লাগে, তখন বাড়ির ভিতর কম করে শ’খানেক মানুষ ছিলেন। বিভিন্ন তলে আটকে পড়া মানুষদের নিরাপদে নীচে নামিয়ে আনা হয়।
স্থানীয় সূত্রের বক্তব্য অনুযায়ী পাঁচ তলায় যেখানে এসি লাগানো রয়েছে, সেখানেই প্রথম আগুন দেখা যায়। সেই ঘরে বিদ্যুতের তার মজুত থাকায় আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ওই বাড়ির অন্যান্য অংশেও। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। ওই বহুতলে অগ্নিনির্বাপক ব্যবস্থা কতটা কাজ করে, তা-ও খতিয়ে দেখবে দমকল কর্তৃপক্ষ।