Homeখবরকলকাতাচাঁদনি মার্কেট সংলগ্ন বহুতলে আগুন, দমকলের ৬টি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনল

চাঁদনি মার্কেট সংলগ্ন বহুতলে আগুন, দমকলের ৬টি ইঞ্জিন নিয়ন্ত্রণে আনল

প্রকাশিত

কলকাতা: আবার আগুন লাগার ঘটনা ঘটল কলকাতায়। ভরসন্ধ্যায় আগুনের গ্রাসে মধ্য কলকাতার চাঁদনি মার্কেট সংলগ্ন এলাকা। এ দিন সন্ধে পৌনে ৭টা নাগাদ আগুন লাগে চাঁদনি মার্কেটের সামনে একটি পাঁচতলা বাড়িতে। অগ্নিকাণ্ডের ঘটনায় এখনও পর্যন্ত কোনো প্রাণহানির খবর নেই। প্রায় ঘণ্টাদুয়েকের চেষ্টায় দমকলকর্মীরা রাত সাড়ে ৮টা নাগাদ আগুন আয়ত্তে আনেন।

প্রত্যক্ষদর্শীদের বয়ানে জানা যায়,  ৮ নম্বর ম্যাডান স্ট্রিটে ‘ইস্ট ইন্ডিয়া ইনস্যুরেন্স ভবন’-এর সব চেয়ে উপরের তলার একটি অফিসঘরে প্রথম আগুন লাগে। চাঁদনি মার্কেটের গায়েই এই বাড়িটি পাঁচতলা। বৈদ্যুতিক জিনিসপত্রে ঠাসা। জোর হাওয়ার দাপটে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গেই দমকলে খবর যায়। প্রথমে দমকলের চারটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছোয়। পরে আরও দুটি ইঞ্জিন আগুন নেভানোর কাজে নামে।

chandni fire lead 1 16.09

আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। ছবি: রাজীব বসু।

ওই বহুতলে বিভিন্ন অফিসের পাশাপাশি বেশ কিছু সংস্থার কোয়ার্টার রয়েছে, যেখানে কয়েকটি পরিবারও থাকে। যখন আগুন লাগে, তখন বাড়ির ভিতর কম করে শ’খানেক মানুষ ছিলেন। বিভিন্ন তলে আটকে পড়া মানুষদের নিরাপদে নীচে নামিয়ে আনা হয়।

স্থানীয় সূত্রের বক্তব্য অনুযায়ী পাঁচ তলায় যেখানে এসি লাগানো রয়েছে, সেখানেই প্রথম আগুন দেখা যায়। সেই ঘরে বিদ্যুতের তার মজুত থাকায় আগুন ধীরে ধীরে ছড়িয়ে পড়ে ওই বাড়ির অন্যান্য অংশেও। তবে ঠিক কী কারণে আগুন লাগল তা খতিয়ে দেখছে পুলিশ ও দমকল। ওই বহুতলে অগ্নিনির্বাপক ব্যবস্থা কতটা কাজ করে, তা-ও খতিয়ে দেখবে দমকল কর্তৃপক্ষ।

সাম্প্রতিকতম

সুচিত্রা-কণিকার জন্মশতবর্ষে ‘বৈতালিক’-এর শ্রদ্ধাঞ্জলি, মন ছুঁয়ে যাওয়া পরিবেশনা ‘দুই কন্যা’  

শম্ভু সেন পিঠোপিঠি দুই কন্যা। বয়সের তফাত এক মাসও নয়। একজনের জন্ম ১৯২৪-এর সেপ্টেম্বরে, অন্যজনের...

বাংলার ইতিহাসের দীর্ঘতম তাপপ্রবাহ শেষ কবে? বৃষ্টি কবে থেকে?

শ্রয়ণ সেন অতীতে কলকাতা তথা দক্ষিণবঙ্গে গরমের পারদ যে যে রেকর্ড তৈরি করেছে, এখনও পর্যন্ত...

৬০ বছর বয়সে মাথায় উঠল মিস ইউনিভার্স বুয়েনস আইরেসের মুকুট, জেনে নিন আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের সম্পর্কে

এর আগে থেকে ১৮ থেকে ২৮ বছর বয়সি কোনও মহিলা এই প্রতিযোগিতার অংশ নিতে পারতেন। কিন্তু আয়োজক সংস্থার পক্ষ থেকে বয়স সীমা তুলে নেওয়া হয়। তার পরই তাঁর এই জয় আসে।

সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চেই সোমবার চাকরি বাতিল মামলার শুনানি

রাজ্যের পাশাপাশি হাইকোর্টের রায়ের বিরুদ্ধে মামলা করেছে এসএসসি এবং মধ্যশিক্ষা পর্ষদ। সেই সব মামলার শুনানি হবে সোমবার।

আরও পড়ুন

হাইকোর্টে নিয়োগ দুর্নীতি মামলার রায়, কে কী বললেন?

সোমবার নিয়োগ দুর্নীতি মামলায় রায় প্রকাশের পর মুখ্যমন্ত্রী জানিয়ে দেন, তিনি চাকরিহারাদের পাশে আছেন। আদালের এই রায়ের নেপথ্যে তিনি বিজেপির হাত দেখছেন।

আদালতের অনুমতি পেয়ে গড়িয়ার ৫ নম্বর বাস স্ট্যান্ডে অনুষ্ঠিত হবে রাম নবমীর শোভাযাত্রা

বাধ সেধেছিল পুলিশ। অবশেষে আদালতের নির্দেশে বিশ্ব হিন্দু পরিষদ সহ বেশ কয়েকটি সংগঠনের রাম...

‘কালিন্দী নাট্যসৃজন’-এর ২৪তম জন্মদিন উপলক্ষ্যে মঞ্চস্থ হল যুগোপযোগী নাটক ‘বহমান’

অজন্তা চৌধুরী ২৩ বছর পেরিয়ে ২৪-এ পা দিল কালিন্দী নাট্যসৃজন। নাট্যসংস্থার ২৪তম জন্মদিন উপলক্ষ্যে সম্প্রতি...