নীলাদ্রি পাল
সাধারণ মানুষ, বিশেষ করে রাজ্যের অসহায় প্রান্তিক দরিদ্র মানুষদের বিনামূল্যে আইনি পরামর্শ দিচ্ছে অবসরপ্রাপ্ত বিচারকদের রাজ্য সংগঠন ‘রিটায়ার্ড জাজেস অ্যাসোসিয়েশন’-এর পশ্চিমবঙ্গ শাখা। বিনামূল্যে আইনি পরামর্শ দেওয়ার উদ্দেশ্যে তাঁরা নিয়েছেন ‘আইনি সেবা’ নামে এক কর্মসূচি।
বর্তমানে তিনটি জায়গা থেকে এই আইনি সেবা দেওয়ার কাজ চলছে। কোভিডের আগে পাঁচটি জায়গা থেকে আইনি পরামর্শ দেওয়া হত। এই তিনটি জায়গার মধ্যে মূল কেন্দ্রটি হল ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে ‘রিটায়ার্ড জাজেস অ্যাসোসিয়েশন’-এর ঘরে। এই কেন্দ্রের মূল দায়িত্বে আছেন সংগঠনের কোঅর্ডিনেটর অরূপ কুমার দাস। প্রত্যেক সোম, বুধ ও শুক্রবার দুপুর দেড়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত এই আইনি পরামর্শ দেওয়ার কাজ চলে।
এ ছাড়াও বালিগঞ্জে ‘ভারত সেবাশ্রম সংঘ’-এর পৃষ্ঠপোষকতায় ও সহযোগিতায় সংঘের প্রধান কার্যালয়েই চলে এই ‘আইনি সেবা’ দেওয়ার কাজ। মাসের প্রথম ও তৃতীয় শনিবার বেলা তিনটে থেকে বিকেল পাঁচটা পর্যন্ত আইনি পরামর্শ দেওয়া হয় এখানে। এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন ‘রিটায়ার্ড জাজেস অ্যাসোসিয়েশন’-এর অন্যতম সহ-সভাপতি পূর্ণেন্দু ভট্টাচার্য।
তৃতীয় কেন্দ্রটি চলে ‘রাজাবাজার ফেডারেশন হল’-এ। এই কেন্দ্রের দায়িত্বে রয়েছেন সংগঠনের বরিষ্ঠ সদস্য হরপ্রসাদ চট্টোপাধ্যায়।
কোভিডের আগে লেকটাউন ও বারাসতে আরও দুটি কেন্দ্র চলত। বর্তমানে বন্ধ থাকা সেই কেন্দ্র দুটির পাশাপাশি অন্যান্য জায়গায় আরও ‘আইনি সেবা’ কেন্দ্র খোলার চেষ্টা করা হচ্ছে বলে জানালেন ‘রিটায়ার্ড জাজেস অ্যাসোসিয়েশন’-এর সাধারণ সম্পাদক সুহাস চট্টোপাধ্যায়। ছুটির দিন ছাড়া চালু তিনটি কেন্দ্রে নির্ধারিত দিনগুলোতে আইনি সেবা দেওয়া হয় বলে জানান সংগঠনের কোষাধ্যক্ষ শান্তনু রায়।
আরও পড়ুন
মালঞ্চে ‘জীবন সাথী মহিলা মহল’ আয়োজিত অনুষ্ঠানে সংগীত পরিবেশন ‘বিকেলে ভোরের ফুল’-এর