Homeখবরকলকাতা‘কালিন্দী নাট্যসৃজন’-এর ২৪তম জন্মদিন উপলক্ষ্যে মঞ্চস্থ হল যুগোপযোগী নাটক ‘বহমান’

‘কালিন্দী নাট্যসৃজন’-এর ২৪তম জন্মদিন উপলক্ষ্যে মঞ্চস্থ হল যুগোপযোগী নাটক ‘বহমান’

প্রকাশিত

অজন্তা চৌধুরী

২৩ বছর পেরিয়ে ২৪-এ পা দিল কালিন্দী নাট্যসৃজন। নাট্যসংস্থার ২৪তম জন্মদিন উপলক্ষ্যে সম্প্রতি অ্যাকাডেমিতে অভিনীত হল তাদের নবতম প্রযোজনা ‘বহমান’। নাটক রচয়িতা সৌমেন পাল। নির্দেশনায় বিল্বদল চট্টোপাধ্যায়। ‘পশ্চিমবঙ্গ নাট্য আকাডেমী’র আর্থিক সহায়তায় ‘বহমান’ মঞ্চস্থ হয়।  

মহাকাব্যের উপেক্ষিত এক অধ্যায়ের মঞ্চায়ন হল এই নাটকে। আপাতদৃষ্টিতে মহাকাব্যের গৌণ চরিত্র সত্যবতীকে এই নাটকে দেখা যায় মুখ্য ভূমিকায়। এই ‘বহমান’ নাটকে মহাভারতের কুরুক্ষেত্র যুদ্ধের মূল কারণ অনুসন্ধান করা হয়। সত্যবতীর কপটতা, ধূর্ততায় ভ্রাতৃহত্যার ক্ষেত্র তৈরি হয় নাটকে। শেষ পর্যন্ত ব্যর্থ হলেও নিজের উদ্দেশ্য পূরণে সত্যবতী নানান কৌশল ও নির্মম পন্থা অবলম্বন করেছিলেন। মহাভারতের এই কাহিনিকেই বর্তমান সময়োপযোগী করে উপস্থাপন করল কালিন্দী নাট্যসৃজন। এখানেই সফল নির্দেশক।

NATOK1
নাটকের একটি মুহূর্ত।

বিল্বদল চট্টোপাধ্যায়ের কথায়, “ভারতের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি দেখে মনে হয়, রাজনৈতিক নেতারা আইন মেনে চলার ব্যাপারে খুবই অনাগ্রাহী। মহাভারতের সত্যবতীও কখনও সমাজের নিয়ম মেনে চলতেন না। তাঁর ধ্যানজ্ঞান ছিল সিংহাসন। তিনি নানান কৌশলের দ্বারা ক্ষমতা ভোগ করার চেষ্টা করেছিলেন। তিনি আর্য রাজবংশকে শাসন করার জন্য সব কিছু করেছিলেন।”

বিল্বদলবাবুর মতে, বর্তমানকালের রাজনৈতিক নেতাদের আচরণ নতুন কিছু নয়। মহাভারতের সময়েও রাজনৈতিক নেতাদের এই আচরণ সাধারণ মানুষ দেখেছে। এই ভাবনাই তাঁকে ‘বহমান’ মঞ্চায়নে অনুপ্রেরণা দিয়েছে।

natok 2
‘বহমান’-এর আর-এক দৃশ্যে।

এই নাটকে দুই বয়সের সত্যবতীকে আমরা দেখি। ছোটো সত্যবতী চরিত্রে অভিনয় করেন আম্রপালী মিত্র এবং বড়ো সত্যবতী চরিত্রে মীনাক্ষী মুখার্জি। দু’জনের অভিনয়ই দর্শকদের মন ছুঁয়ে যায়।

এ ছাড়াও দাশরাজ চরিত্রে বিল্বদল চট্টোপাধ্যায়, ভীষ্ম চরিত্রে অরূপ দত্ত, ব্যাসদেব চরিত্রে রণদীপ নন্দী, দূর্যোধনের ভূমিকায় প্রতাপ মণ্ডল, অম্বিকার ভূমিকায় জুঁই বাগচী, কুন্তীর চরিত্রে শর্মিষ্ঠা বোসের অভিনয় ছিল বেশ সাবলীল। এ ছাড়াও অন্যান্য চরিত্রে অভিনয় করেন অচিন্ত্যকুমার মজুমদার, অরিন্দম বন্দ্যোপাধ্যায়, সুমন চক্রবর্তী প্রমুখ। মুরারী রায়চৌধুরীর আবহ এ নাটকে যোগ্য সংগত করেছে।

আরও পড়ুন

মন ছুঁয়ে গেল চণ্ডীতলা প্রম্পটার-এর নাটক ‘মুক্তিসূর্য ক্ষুদিরাম’

সাম্প্রতিকতম

কলকাতা ও তার আশেপাশে বিকেল থেকে আবহাওয়ার উন্নতি, পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টি থামবে কবে?

"১৬ই সেপ্টেম্বর ২০২৪-এর বিকেল থেকে কলকাতার আবহাওয়া উন্নতি হবে। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে, তবে কাল থেকে আবহাওয়া পরিষ্কার হতে শুরু করবে। ঝাড়গ্রাম ও পুরুলিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। তাপমাত্রা সর্বাধিক ৩০°C এবং আদ্রতা ৭৫-৮০% পর্যন্ত।"

জুনিয়র ডাক্তারদের আন্দোলনে অস্বস্তিতে রাজ্য সরকার, এ বার কি সংকট ডেকে নিয়ে আসবে পুলিশ?

আরজি কর কাণ্ডের প্রতিবাদে বিক্ষোভ সামাল দিচ্ছে পুলিশ। ছবি: রাজীব বসু একদিকে যেখানে জুনিয়র ডাক্তারদের...

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

বৃষ্টি উপেক্ষা করেই জুনিয়র ডাক্তাররা হাঁটলেন স্বাস্থ্য ভবন পর্যন্ত, মহানগরী দেখল আরও মিছিল

কলকাতা: গত দুদিন ধরেই আকাশ চোখ রাঙাচ্ছে। চলছে রাতভর দিনভর বৃষ্টি। আর সেই বৃষ্টি...

টালা থানার ওসির পাশে নিচুতলা পুলিশ কর্মীরা, আইনি লড়াইয়ের জন্য একজোটের উদ্যোগ

টালা থানার প্রাক্তন ওসি অভিজিৎ মণ্ডলের গ্রেফতারির প্রতিবাদে একজোট হচ্ছেন কলকাতা পুলিশের নিচু স্তরের কর্মীরা। রবিবার পুলিশ ক্লাবে বৈঠক করে আইনি লড়াইয়ের জন্য তহবিল গঠন এবং মিডিয়া সেল তৈরির পরিকল্পনা নেওয়া হচ্ছে।

ভরদুপুরে এসএন ব্যানার্জি রোডে বিস্ফোরণ, আহত ১, তদন্তে বম্ব স্কোয়াড ও পুলিশ

কলকাতা: শনিবার দুপুরে কলকাতার তালতলা থানা এলাকায় একটি প্রবল বিস্ফোরণের ঘটনা ঘটে, যার ফলে...
ইন্টারভিউয়ে কীরকম শরীরী ভঙ্গিমা থাকা উচিত বাড়তি মেদ ঝরানোর নয়া ট্রেন্ড ‘ওয়াটার ফাস্টিং’ কী?