খবরঅনলাইন ডেস্ক: শারদীয়া দুর্গাপূজার আর একশো দিনও নেই। বলতে গেলে ঠিক তিন মাস পরেই শুরু হয়ে যাবে দেবীপক্ষ। বিভিন্ন জায়গায় শুরু হয়ে গিয়েছে শারদীয়া দুর্গাপূজার প্রস্তুতি।
শারদীয়া দুর্গাপূজার প্রস্তুতির অন্যতম অঙ্গ হল খুঁটিপুজো। বছর কয়েক আগেও এই খুঁটিপুজোর খুব একটা চল ছিল না, ধুমধাম করা তো দূরের ব্যাপার। সর্বজনীন পুজোয় নমো নমো করে সারা হত এই প্রথাটি। ইদানীং এই খুঁটিপুজোর ধুম ক্রমশই বাড়ছে।
শহর কলকাতায় দুর্গাপূজার খুঁটিপুজো শুরু হয়ে গিয়েছে আষাঢ় মাসেই। রবিবার খুঁটিপুজো অনুষ্ঠিত হল ঢাকুরিয়া শহীদনগর সর্বজনীন পূজার। শহীদনগরের পুজো এ বার ৭৪ বছরে পড়ল।
শহীদনগর সর্বজনীনে খুঁটিপুজোয় উপস্থিত ছিলেন বিশিষ্ট সংগীতশিল্পী সিধু, এভারেস্ট বিজয়ী পিয়ালি বসাক, ভাস্কর বিমল কুণ্ডু, আলোকচিত্রশিল্পী অতনু পাল, থিমশিল্পী মানস রায় এবং ‘ফোরাম ফর দুর্গোৎসব’-এর চেয়ারম্যান নীতিশ সাহা।
খুঁটিপুজো অনুষ্ঠানের পাশাপাশি শহীদনগর সর্বজনীনের এ বারের ‘থিম সং’-এরও উদ্বোধন করা হয় এ দিন। ‘থিম সং’-এর সূচনা করেন সিধু ও পিয়ালি বসাক।
ছবি: রাজীব বসু
আরও পড়ুন