Homeখবরকলকাতাকলকাতা বইমেলায় ভিড়ের পাশাপাশি বিক্রিবাট্টাতেও রেকর্ড

কলকাতা বইমেলায় ভিড়ের পাশাপাশি বিক্রিবাট্টাতেও রেকর্ড

প্রকাশিত

কলকাতা: রবিবার শেষ হয়ে গেল ৪৬তম কলকাতা বইমেলা। নতুন রেকর্ড তৈরি হল ভিড় এবং বই বিক্রিতে। করোনা মহামারি পর্বের বাধা কাটিয়ে স্বমহিমায় ফিরে এসেছে ভিড়ে ভিড়াক্কার বইমেলার চেনা ছবি।

এ বারের বইমেলায় ভিড় ছাপিয়ে গিয়েছে গত ৪৫ বছরের রেকর্ড। গিল্ডের সভাপতি জানান, “গত বছর বইমেলায় ২৩ লক্ষের ভিড় হয়েছিল। তবে এ বছর এখনও পর্যন্ত তা ২৫ লক্ষ হয়ে গিয়েছে। আজ (রবিবার) যা ভিড় হয়েছে তাতে ২৬ লক্ষ ছাড়িয়ে যাবে বলে মনে করছি। আশা করি আগামী বছর আরও বাড়বে”।

rajiv kbf.jpg2

গত বার ২৩ কোটির বিক্রি ছিল। এ বার ২৪ লক্ষ বই বিক্রি হয়েছে বইমেলায়। ব্যবসা হয়েছে প্রায় ২৬ কোটি টাকার।

উল্লেখযোগ্য ভাবে, ২০১৭ সালে সল্টলেকে যখন এই বইমেলা স্থানান্তরিত হয়ে আসে, তখন বইমেলায় আসা মানুষের সংখ্যা ছিল প্রায় ১০-১১ লক্ষ। তবে এ বার ইস্ট-ওয়েস্ট মেট্রোর কারণে ভিড় কিছুটা বেড়েছে। শহরতলির যাঁরা শিয়ালদহ থেকে বইমেলায় এসেছেন, তাঁরা ইস্ট-ওয়েস্ট মেট্রোর সুবিধা পেয়েছেন। ফলে শিয়ালদহ থেকে সেক্টর ফাইভের মাঝে করুণাময়ী স্টেশনে নেমেই বইমেলায় ঢুকে পড়ার সুবিধার জন্য চলতি বছর ভিড় বেড়েছে।

rajiv kbf 3

গত ৩০ জানুয়ারি সল্টলেকের বইমেলা প্রাঙ্গণে ৪৬তম কলকাতা বইমেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে আনুষ্ঠানিক উদ্বোধন হওয়ার একদিন পর ৩১ জানুয়ারি দুপুর ১২টা থেকে বইমেলা প্রাঙ্গণ খুলে দেওয়া হয় সাধারণ পাঠক ক্রেতা এবং দর্শনার্থীদের জন্য।

মেলার শেষ দিনে এক অনুষ্ঠানের মাধ্যমে মেলার সঙ্গে যুক্ত মানুষদের ধন্যবাদ জানান পশ্চিমবঙ্গ পাবলিশার্স অ্যান্ড বুকসেলার গিল্ডের সম্পাদক ত্রিদিবকুমার চট্টোপাধ্যায় এবং সভাপতি সুধাংশুশেখর দে। ‌অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী ইন্দ্রনীল সেন-সহ বিশিষ্টজনেরা।

ছবি: রাজীব বসু

সাম্প্রতিকতম

আন্দোলনরত কৃষকদের চণ্ডীগড়ে বৈঠকে আমন্ত্রণ জানাল কেন্দ্র

১৪ ফেব্রুয়ারি চণ্ডীগড়ে কেন্দ্রীয় সরকারের আমন্ত্রণে কৃষকদের সঙ্গে বৈঠক। এমএসপি সহ কৃষকদের দাবি নিয়ে আলোচনা হবে।

‘আইআইটিয়ান বাবা’ অভয় সিংহ জুনা আখড়া থেকে বহিষ্কৃত, গুরু অবমাননার অভিযোগ

আইআইটি বম্বের প্রাক্তনী এবং "আইআইটিয়ান বাবা" নামে পরিচিত অভয় সিংহ গুরু অবমাননার অভিযোগে জুনা আখড়া থেকে বহিষ্কৃত। আখড়া শৃঙ্খলা লঙ্ঘনের অভিযোগে এই সিদ্ধান্ত নিয়েছে।

সইফ আলি খানের উপর হামলাকারী ‘বাংলাদেশি নাগরিক’, ভারতে এসে নামও পরিবর্তন করে, জানাল পুলিশ

সাইফ আলি খানের মুম্বইয়ের বাড়িতে ডাকাতির চেষ্টা ও হামলার ঘটনায় অভিযুক্ত একজন বাংলাদেশি নাগরিক। মুম্বই পুলিশ জানিয়েছে, অভিযুক্ত ব্যক্তি অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।

রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান

কলকাতা: রুবি পার্ক দিল্লি পাবলিক স্কুলের বার্ষিক ক্রীড়া অনুষ্ঠান হল শনিবার গীতাঞ্জলি স্টেডিয়ামে। এটি...

আরও পড়ুন

হাঙ্গারফোর্ড স্ট্রিটের বহুতলে অগ্নিকাণ্ড, দমকলের দ্রুত হস্তক্ষেপে নিয়ন্ত্রণে আগুন

কলকাতার হাঙ্গারফোর্ড স্ট্রিটের একটি বহুতলে আগুন। দমকলের ছ’টি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে এনেছে। এখনও পর্যন্ত হতাহতের খবর নেই।

গাড়ি তোলার যন্ত্র দিয়ে বাড়ি সোজা করার চেষ্টা, বাঘাযতীনে হেলা ফ্ল্যাটবাড়ি পরিদর্শন করে দাবি মেয়রের

বাঘাযতীনে বিপজ্জনকভাবে হেলে পড়া বহুতল ভাঙার কাজ চলছে। মুখ্যমন্ত্রীর নির্দেশে ক্ষতিগ্রস্ত ফ্ল্যাটমালিকদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন কলকাতার মেয়র ফিরহাদ হাকিম।

মাস খানেক আগেই হেলে পড়ে বাঘাযতীনের বহুতল, পলাতক প্রমোটার, বাসিন্দাদের বিরুদ্ধেও এফআইআর-এর অভিযোগ

কলকাতার নেতাজিনগরে একটি বহুতল ফ্ল্যাটবাড়ি ভেঙে পড়েছে। বেআইনি নির্মাণ ও অনুমোদন ছাড়া লিফটিংয়ের কাজের জন্য দায়ী প্রোমোটার পলাতক। নিঃস্ব বাসিন্দারা আইনি পদক্ষেপ নেওয়ার পথে।
কেন লক্ষ্মীর পাঁচালি পাঠ করা হয় রতন টাটার সেরা উক্তি যা আপনাকে অনুপ্রাণিত করবে