Homeখবরকলকাতাপুজো উদ্বোধন চলছে, অতিথিরা আসছেন, বাজারে ভিড়, এরই মাঝে অনশনে জুনিয়র ডাক্তাররা: রাজীব...

পুজো উদ্বোধন চলছে, অতিথিরা আসছেন, বাজারে ভিড়, এরই মাঝে অনশনে জুনিয়র ডাক্তাররা: রাজীব বসুর ক্যামেরায়   

প্রকাশিত

দেবীপক্ষ শুরু হয়ে গিয়েছে বৃহস্পতিবার। সেই হিসাবে পঞ্চমী হওয়া উচিত সোমবার। কিন্তু বেশির ভাগ পুজো যে পঞ্জিকামতে হয়, সেই পঞ্জিকা অনুসারে পঞ্চমী মঙ্গলবার। সেই পঞ্জিকামতে রবিবার ও সোমবার দুদিন চতুর্থী।

সে যা-ই হোক, বাঙালির দুর্গাপুজো শুরু হয়ে গিয়েছে মহালয়ার দিন থেকেই, যেদিন থেকে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রতিমায় চক্ষুদান করছেন, যেদিন থেকে মুখ্যমন্ত্রী এই কলকাতা শহরের নামীদামি সর্বজনীন দুর্গাপূজার উদ্বোধন শুরু করে দিয়েছেন। রোজই পুজোর উদ্বোধন করে চলেছেন মুখ্যমন্ত্রী। রবিবারেও তিনি রেহাই পাননি। এদিন তিনি নিউ আলিপুরে সুরুচি সংঘের পুজোর উদ্বোধন করেন। সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী অরূপ বিশ্বাস।

ইতিমধ্যে কলকাতার বিভিন্ন বনেদি বাড়িতে তাদের প্রথা অনুযায়ী পুজোর বিভিন্ন পর্যায়ের কাজ চলছে। কোনো বনেদি বাড়িতে হয়তো মায়ের চক্ষুদান হয়ে গিয়েছে, কোথাও বা মায়ের হাতে অস্ত্র তুলে দেওয়া হয়েছে, কোথাও আবার মাকে গয়নাগাটি পরানোর কাজ চলছে। কোনো কোনো বনেদি বাড়িতে মায়ের বোধনও হয়ে গিয়েছে। ভবানীপুরে একটি বনেদি বাড়িতে তৃতীয়ায় মায়ের হাতে অস্ত্র ও গয়না পরিয়ে দেন বাড়ির মহিলারা।

এদিকে আনন্দনগরীর পুজো দেখতে বাইরে থেকে অতিথিদের আসাও শুরু হয়ে গিয়েছে। বিদেশ থেকে যেমন অতিথি আসছেন, তেমনই আসছেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে। শুক্রবার এসেছিলেন ইউএস কনসাল জেনারেল ও তাইল্যান্ডের কনসাল জেনারেল ও অন্যান্য দেশের প্রতিনিধিরা। তাঁরা শহরের বিভিন্ন পুজো পরিদর্শন করেন।

এসেছিলেন এবারের প্যারিস অলিম্পিক্সে দুটি পদকজয়ী শুটার মনু ভাকের। ভিআইপি রোডে ‘শ্রীভূমি’র পূজামণ্ডপে শনিবার হাজির ছিলেন তিনি।  

দুর্গাপূজার চূড়ান্ত প্রস্তুতির মাঝেই চলছে পুজোর বাজার। কলকাতার নিউ মার্কেট, গড়িয়াহাট, হাতিবাগানে ক্রেতাদের ভিড় হচ্ছে। রবিবার ছিল পুজোর আগে শেষ রবিবার। বিভিন্ন দোকানে ছিল উপচে পড়া ভিড়।

শিল্পীও ব্যস্ত রয়েছে তাঁর সৃষ্টির কাজে। কুমোরটুলির শিল্পীরা যেমন তাঁদের তৈরি প্রতিমায় শেষ তুলির টান দিতে ব্যস্ত, তেমনই অনেক শিল্পী বিভিন্ন ভাবে মাকে তৈরি করছেন। এমনই একজন হলেন হরিসাধন বিশ্বাস। তাঁর হাতে ফুটে উঠেছে ক্ষুদ্রতম দুর্গা। ২০২৪-এ ক্ষুদ্রতম দুর্গা তৈরি করে সাড়া ফেলেছেন কলকাতা-সহ পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায়।   

প্রতি বছরের মতোই ঢাকিরাও চলে এসেছেন এই মহানগরে। মফস্‌সল অঞ্চল থেকে কলকাতায় চলে এসেছেন, ভিড় জমিয়েছেন শিয়ালদহ স্টেশন চত্বরে। বায়নার অপেক্ষায় রয়েছেন। সরকারি ভাবে এখনও দিনদুয়েক বাকি পুজো। তাঁরা জানেন, তাঁরা হতাশ হয়ে ফিরবেন না।

এদিকে বৃষ্টিও ছাড় দিচ্ছে না মহানগরীকে। আবহাওয়া বিশেষজ্ঞরা বলছেন, পুজোর কটা দিনই বৃষ্টি হতে পারে। তবে তা তেমন ব্যাঘাত সৃষ্টি করবে না পুজোয়। তবে বৃষ্টি রোজই হচ্ছে। বিশেষ করে বিকেলের দিকে। এবং সেই বৃষ্টি কাজের অসুবিধাও সৃষ্টি করছে। রবিবার বৃষ্টির হাত রেহাই পায়নি শহর কলকাতা। তবে শহরের সব জায়গায় যে সমান বৃষ্টি হচ্ছে তা নয়। রবিবার তো উত্তর কলকাতার বেশি কিছু জায়গায় জল ভালোই জমেছিল।

তবে এবারে পুজোর মধ্যেই রয়েছে বিষাদের সুর। ধর্মতলায় মঞ্চ করে বসে আছেন জুনিয়র ডাক্তাররা। মুখ্যমন্ত্রীর আশ্বাস পেয়ে কর্মবিরতি প্রত্যাহার করে কাজে ফিরে গিয়েছিলেন তাঁরা। কিন্তু তাঁরা দেখলেন, তাঁদের দাবির কোনো সুরাহা হল না। নিরাপত্তাহীনতা যথারীতি রয়েছে রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতালে। হাতেনাতে তার প্রমাণ পেয়েছেন তাঁরা। তাই সেই দাবি সামনে রেখেই এবার আমরণ অনশনে বসেছেন জুনিয়র ডাক্তাররা।

আপনার প্রশ্ন, আমাদের উত্তর

সাম্প্রতিকতম

নির্বাচনে ২৩৭ আসনে প্রার্থী ঘোষণা করল বিএনপি, তিন আসনে লড়বেন খালেদা জিয়া, নির্বাচনে নামছেন ছেলে তারেক রহমানও

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে প্রার্থী ঘোষণা করল বিএনপি। ২৩৭ আসনে একক প্রার্থী দিচ্ছে দলটি। তিনটি আসনে প্রতিদ্বন্দ্বিতা করবেন খালেদা জিয়া, বগুড়া-৬ থেকে নির্বাচনে নামছেন তারেক রহমান।

পাকিস্তান-সহ ৪ দেশ পরমাণু গোপনে পরমাণু পরীক্ষা চালাচ্ছে, তাই আমেরিকাও শুরু করবে, জানিয়ে দিলেন ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করলেন, পাকিস্তান-সহ একাধিক দেশ গোপনে পারমাণবিক অস্ত্র পরীক্ষা চালাচ্ছে। তাই ৩০ বছর পর আমেরিকারও পারমাণবিক পরীক্ষা ফের শুরু করা প্রয়োজন বলে জানিয়েছেন তিনি।

সাত বছর পর ঘরে ফেরা! তৃণমূলে ফিরলেন শোভন চট্টোপাধ্যায়, সঙ্গে বৈশাখী বন্দ্যোপাধ্যায়

দীর্ঘ সাত বছর পর আবার তৃণমূলে ফিরলেন কলকাতার প্রাক্তন মেয়র শোভন চট্টোপাধ্যায়। সোমবার দুপুরে তৃণমূল ভবনে সুব্রত বক্সী ও অরূপ বিশ্বাসের হাতে উত্তরীয় পরে আনুষ্ঠানিক প্রত্যাবর্তন করলেন তিনি ও বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

তেলঙ্গানায় ভয়াবহ সড়ক দুর্ঘটনা! লরির সঙ্গে বাসের মুখোমুখি সংঘর্ষে মৃত অন্তত ২৪, বহু আহত

তেলঙ্গানার রঙ্গা রেড্ডি জেলায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ২৪ জনের মৃত্যু। ভারী লোড-বোঝাই লরি মুখোমুখি ধাক্কা দেয় রোড ট্রান্সপোর্ট কর্পোরেশনের বাসকে। আহতদের হাসপাতালে ভর্তি, দুর্ঘটনায় গভীর শোক প্রকাশ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও মুখ্যমন্ত্রী রেবন্ত রেড্ডি।

আরও পড়ুন

২০তম কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের লোগো উদ্বোধন

খবর অনলাইন ডেস্ক: কলকাতা আন্তর্জাতিক ইতিহাস উৎসবের বয়স এবার ২০ হতে চলেছে। এই ২০তম...

শান্ত থাকুন, তাড়াহুড়ো নয়, নিরাপদে গন্তব্যে পৌঁছোন: ক্রিকেটনায়িকা জেমিমাকে কেন্দ্র করে কলকাতা পুলিশের নতুন বার্তা

খবর অনলাইন ডেস্ক: অসাধারণ পারফরম্যান্সে ভারতীয় মহিলা ক্রিকেট দলকে বিশ্বকাপ ফাইনালে পৌঁছে দিয়েছেন জেমিমা...

এসআইআর আতঙ্কে জন্ম-মৃত্যু সার্টিফিকেট নেওয়ার ভিড়, হয়রানি রুখতে ব্যবস্থা নিচ্ছে পুরসভা, আশ্বাস মেয়রের

এসআইআর আতঙ্কে জন্ম ও মৃত্যু সনদের জন্য ভিড় বাড়ছে কলকাতা পুরসভায়। মেয়র ফিরহাদ হাকিম আশ্বাস দিয়েছেন, পুরসভা দ্রুত ব্যবস্থা নেবে। তবে অভিযোগ উঠছে দালালচক্র ও অনলাইন চ্যাটবট পরিষেবার ধীরগতির বিরুদ্ধে।